সংগৃহীত ছবি
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশ শেষে দলটির নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার পর গোপালগঞ্জ সদরে এ হামলার ঘটনা ঘটে।
এর আগে আজ দুপুর দেড়টার দিকে শহরের পৌর পার্কে সমাবেশ মঞ্চে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখানে চেয়ার ভাঙচুর করে।
তারও আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় (ইউএনও) গাড়ি বহরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটান ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ছাড়া সদর উপজেলার উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
শ্রীপুরে দীর্ঘ ১৭ বছর পর মডেল মসজিদ হলরুমে প্রায় পাঁচ শতাধিক মহিলা নিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা মহিলা বিভাগের কর্মী সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ২টা ৩০ মিনিটে শ্রীপুর উপজেলা জামায়াতের মহিলা বিভাগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়।জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি শাহনাজ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিভাগের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, বিদেশ বিভাগীয় সেক্রেটারি ও ঢাকা উত্তর অঞ্চল তদারককারী খোন্দকার আয়েশা খাতুন।সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর, গাজীপুর-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ড. জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের ঢাকা উত্তর অঞ্চলের পরিচালক নাজমুন নাহার নাজমা, গাজীপুর জেলা মহিলা বিভাগের সেক্রেটারি নাছরিন আকবর, মুহতারেমা আমেনা খাতুন, গাজীপুর জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মুহতারেমা আমেনা খাতুন সহ শ্রীপুর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে খোন্দকার আয়েশা খাতুন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারী অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সমাজের সর্বস্তরে নারীদের অংশগ্রহণের মাধ্যমে দেশের অগ্রগতিতে নারীরা এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। আগামী নির্বাচন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন। এ নির্বাচনে নারী ভোটারদের সমর্থন যে কোন প্রার্থীকে বিজয়ের ক্ষেত্রে এগিয়ে থাকবে। এ নির্বাচনে নির্ধারিত হবে দেশ এগিয়ে যাবে নাকি আবার সেই ফ্যাসিবাদের কবলে পড়বে।ভোরের আকাশ/জাআ
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে উপজেলার উড়িয়া ইউনিয়নের কাটাতারা এলাকায় ব্রহ্মপুত্র নদে যুবকের লাশ ভেসে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে ফায়ার পুলিশকে খবর দেওয়া হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে জানায় পুলিশ।বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, অজ্ঞাত ওই যুবকের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে জানান তিনি।ভোরের আকাশ/জাআ
গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়া কেরানীহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে সাতকানিয়ার কেরানীহাট চত্বরে আয়োজিত এ কর্মসূচি থেকে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, “দেশে স্বাধীনভাবে রাজনীতি করার অধিকার হরণ করা হচ্ছে। গোপালগঞ্জে যে বর্বরোচিত হামলা হয়েছে, তা গণতন্ত্র ও মানবাধিকারের বিরুদ্ধে সরাসরি আঘাত। জামায়াতে ইসলামি জনগণের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে।”অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান।জামায়াতের চট্টগ্রাম জেলা আমির অ্যাডভোকেট আনোয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, চট্টগ্রাম মহানগরীর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, জেলা শ্রমিক কল্যাণ সভাপতি নুরুল হোসেন, সাতকানিয়া উপজেলা আমির মাওলানা কামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা কেরানীহাট মহাসড়ক প্রদক্ষিণ করে।ভোরের আকাশ/জাআ
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে গাইবান্ধায়। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়।বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ২টায় পৌর শহরের স্টেশন রোডের পালম্যানশন ভবনের ২য় তলায় এসব কর্মসূচি পালন করা হয়।বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) গাইবান্ধা জেলা শাখার সভাপতি শ্রী মনিন্দ্র নাথ মিত্রের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. আজহারুল ইসলাম সঞ্জু ও সংগঠনের অন্যান্য সদস্য বৃন্দ।আলোচনা সভায় বক্তারা বলেন, বাজুস সুনামের সঙ্গে ৬০ বছর অতিবাহিত করেছে। সেই সঙ্গে গাইবান্ধার স্বর্ণ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে।শেষে আনন্দঘন পরিবেশে কেক কর্তন এবং অতিথিদের মিষ্টি মুখ করানো হয়।ভোরের আকাশ/জাআ