প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ শিকার, পরিবহন, বিক্রি এবং মজুদ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই সময়ে দেশের ৩৭টি জেলার ১৬৫টি উপজেলার প্রায় ৬ লাখ ২০ হাজার ১৪০টি জেলে পরিবারকে প্রতি পরিবারে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।দুর্গাপূজা উপলক্ষে চলতি বছর ভারতে ১২০০ মে. টন ইলিশ রফতানির অনুমোদন দেয়া হয়েছে। কিন্তু ১৬ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ৮১ দশমিক ৪৩৮ মেট্রিক টন ইলিশ রফতানি হয়েছে বলেও জানান উপদেষ্টা।ভোরের আকাশ/তা.কা
২৯ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫১ পিএম
আ.লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটের অধিকার নিষিদ্ধ না: ফাওজুল কবির
আওয়ামী লীগ নিষিদ্ধ হলেও তাদের ভোটার অধিকার নিষিদ্ধ না, তাই তারা জাতীয় সংসদ নির্বাচনে কোন দলে ভোট দেবেন তা কেউ বলতে পারবে না। এমনই মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান।শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার ধামরাই উপজেলা পরিষদে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি এমন কথা বলেন।উপদেষ্টা বলেন, কেউ কোনো দলের পক্ষ নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে যে দলেই জিতুক না কেন সরকারি কর্মকর্তারা সেই দলের পক্ষেই কাজ করবে, নির্বাচনে ডিসি, এসপি ও ওসিরা কারও পক্ষ নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ ২০১৮ সালে যে নির্বাচন করেছিল সেটা দিনের ভোট রাতে হয়েছে, সেটা ছিল লায়লাতুল নির্বাচন।তিনি বলেন, এখন বিদ্যুৎ সংকট নেই, কারখানাগুলোতে কিছুটা গ্যাসের সংকট আছে তা ঠিক হয়ে যাবে, সবসময় সরকার বিদ্যুতের লোডশেডিং মনিটরিং করছে।ঢাকা-আশুলিয়া রাস্তা নির্মাণ কাজ প্রসঙ্গে ফাওজুল কবির বলেন, সেখানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলায় মানুষের কিছুটা দুর্ভোগ হচ্ছে। উন্নয়ন কাজে দুর্ভোগ হলে সেটা কিছুই না।সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পল্লী বিদ্যুতের কর্মকর্তারা।ভোরের আকাশ/এসএইচ
১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৫৬ পিএম
আ.লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ চায় জামায়াত
আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফ্যাসিবাদী আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে বলে মনে করে দলটি।রোববার (৩১ আগস্ট) যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।জামায়াত নেতা বলেন, জাতীয় পার্টির ব্যাপারে সুস্পষ্ট করে বলেছি, ফ্যাসিবাদী আওয়ামী লীগকে যেভাবে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তেমনিভাবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা যেতে পারে।প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের আলোচনা প্রসঙ্গে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য করণীয়, বানচালের ষড়যন্ত্র মোকাবিলা নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা তিন বিষয়ে গুরুত্ব দিচ্ছেন, সেগুলো হলো- সংস্কার, বিচার এবং সুষ্ঠু নির্বাচন।তিনি বলেন, একটা নীলনকশার নির্বাচনের দিকে যাচ্ছি কি না, এমন প্রশ্ন উঠেছে। লন্ডনে নির্বাচনের তারিখ ঘোষণা এটি একটি নজিরবিহীন ঘটনা। সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হয়েছে। পরিকল্পিত নির্বাচন হলে গণতন্ত্রকামী মানুষদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সংকুচিত হয়ে যাবে।তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপরে যেভাবে হামলা হয়েছে তা ন্যক্কারজনক, দুঃখজনক বলাতে কাভার করে না। নুরের ওপরে হামলা হয়েছে, এর ষড়যন্ত্র গভীরে। এর সঙ্গে যারা যারা জড়িত তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে বিকেল সোয়া ৪টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রবেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।দলটির নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বাধীন ৪ সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন দলের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ।ভোরের আকাশ/এসএইচ
৩১ আগস্ট ২০২৫ ১০:২৫ পিএম
সংযুক্ত আরব আমিরাতের স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ
সংযুক্ত আরব আমিরাতে স্কুলে মোবাইল ফোন আনার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং একই সাথে শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ফোন বাজেয়াপ্ত করার জন্য স্পষ্ট নিয়মকানুন জারি করেছে।বৃহস্পতিবার (২৮ আগস্ট) দেশটির শিক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। সংযুক্ত আরব আমিরাতের শিক্ষা মন্ত্রণালয় জানায়, স্কুল প্রাঙ্গণে মোবাইল ফোন আনা নিষিদ্ধ করার বিষয়ে স্কুলের অধ্যক্ষ এবং কিন্ডারগার্টেনগুলিকে সম্বোধন করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যা পাবলিক শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র আচরণ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সম্পর্কিত ২০১৮ সালের মন্ত্রী পর্যায়ের রেজোলিউশন নং (৮৫১) এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, বিশেষ করে মোবাইল ফোন আনা বা যোগাযোগ ডিভাইসের অপব্যবহার সম্পর্কিত দ্বিতীয়-ডিগ্রি লঙ্ঘনের (২.৭) ধারা (৭)। এই সিদ্ধান্তের লক্ষ্য হল শিক্ষার্থীদের ফোন বহনের সাথে সম্পর্কিত ঝুঁকি থেকে রক্ষা করা এবং একটি নিরাপদ শিক্ষার পরিবেশের মধ্যে ইতিবাচক আচরণ প্রচার করা।ভোরের আকাশ/এসএইচ
২৯ আগস্ট ২০২৫ ০১:৪৯ এএম
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা সমাবেশ আবারও নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগেও একাধিকবার এ ধরনের নিষেধাজ্ঞা দেয় ডিএমপি।বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ১৩ আগস্ট বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২ এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সম্মুখে সব ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।এছাড়া বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হলো।ভোরের আকাশ/এসএইচ
১৪ আগস্ট ২০২৫ ০৫:৫৪ পিএম
গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি ছাত্রদল সভাপতির
আইন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করে, তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে আমরা দ্রুত ব্যবস্থা নেই। কিন্তু গুপ্ত রাজনীতির আড়ালে থাকা সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এদের বিরুদ্ধে আইন হওয়া দরকার।সোমবার সিলেটের এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগর। এতে কেন্দ্রীয়, সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।তিনি বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিকে যারা এখনো ধারণ করে, তাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্রসমাজের নৈতিক দায়িত্ব।রাকিব আরও বলেন, শিক্ষার্থীরা এখনো গেস্টরুম-গণরুমের ট্রমা কাটাতে পারেনি। কিন্তু ছাত্রদল সেই রাজনীতি থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীবান্ধব রাজনীতি গড়তে চায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গে তিনি বলেন, সেখানে এখনো নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা সক্রিয়। তারা বিভিন্নভাবে ক্যাম্পাসকে অস্থিতিশীল করছে।ভোরের আকাশ/জাআ
গত মৌসুমের প্রায় সব প্রতিযোগিতায় দারুণ ফর্মে ছিল বার্সেলোনা। যদিও লম্বা সময় দাপট দেখালেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের যাত্রাপথ থামে সেমিফাইনালে।যেখানে ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলে হারের ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়েছিলেন কোচ হ্যান্সি ফ্লিক।যার শাস্তি হিসেবে এসেছে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে নিষেধাজ্ঞা এবং ২০ হাজার (২৮ লাখ টাকার বেশি) ইউরো জরিমানা।কেবল তিনিই নন, একই কারণে সমপরিমাণ অর্থ জরিমানা ও নিষিদ্ধ হয়েছেন কাতালান ক্লাবটির সহকারী কোচ মার্কাস সর্গেরও। এ ছাড়া জরিমানা গুনতে হচ্ছে বার্সেলোনার দুই তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রবার্ট লেভান্ডফস্কিকেও। পাশাপাশি সমর্থকদের লাগামহীন উদযাপনের কারণে আরও ৭৭৫০ ইউরো জরিমানা হয়েছে ব্লুগ্রানাদের। গতকাল (শুক্রবার) উয়েফা গভর্নিং বডির ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তির ঘোষণা দিয়েছে।চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে অ্যাগ্রিগেটে ৪-৩ ব্যবধানে ইন্টার মিলানের কাছে হেরেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। গত মে মাসে অনুষ্ঠিত সেমিফাইনালের ফিরতি লেগে ইন্টারের কাছে হারের দিন বার্সার জার্মান কোচ ফ্লিক রেফারির বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। একইভাবে ক্ষিপ্ত ছিলেন সহকারী কোচ মার্কাস সর্গ। সে কারণে নিষেধাজ্ঞা পাওয়া এই দুই কোচ আসন্ন চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে বার্সার ডাগআউটে দাঁড়াতে পারবেন না।একইসঙ্গে দুই তারকা লামিনে ইয়ামাল ও লেভান্ডফস্কি শাস্তি পেয়েছেন অ্যান্টি-ডোপিং কর্মকর্তার নির্দেশাবলী না মানায়। তাদের দুজনকেই ৫ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ টাকার কিছু বেশি। এ ছাড়া মাঠে সমর্থকরা বিভিন্ন বস্তু নিক্ষেপ করায় ৫ হাজার ২৫০ ইউরো এবং আতশবাজি পোড়ানোয় ২ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে বার্সেলোনাকে। সবমিলিয়ে দর্শকদের আচরণে স্প্যানিশ ক্লাবটিকে ৭৭৫০ ইউরো বা প্রায় ১১ লাখ টাকা গুনতে হচ্ছে।এদিকে, বার্সার বিপক্ষে জিতে ফাইনালে ওঠা ইন্টার মিলানকেও জরিমানা করা হয়েছে দর্শকদের ঘটনায়। ইতালিয়ান এই ক্লাবের সমর্থকরা জনসাধারণের চলার পথে বাধা সৃষ্টি করায় ২২ হাজার ইউরো এবং আতশবাজি পোড়ানোয় আরও ১১ হাজার ৫০০ ইউরো জরিমানা করা হয়েছে। সবমিলিয়ে তাদের গুনতে হবে প্রায় সাড়ে ৪৭ লাখ টাকা। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে হেরেছিল ইন্টার।ভোরের আকাশ/তা.কা
০৯ আগস্ট ২০২৫ ০১:২৪ পিএম
শুক্রবার থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।বুধবার (৬ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।গণবিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামী ৮ আগস্ট শুক্রবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় (সংলগ্ন এলাকাসহ) এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, কাকরাইল মসজিদ ক্রসিং, অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী এলাকা) যে কোনো প্রকার সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।ভোরের আকাশ/এসএইচ
০৬ আগস্ট ২০২৫ ০৭:০৪ পিএম
দিরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুমন গ্রেফতার
সুনামগঞ্জের দিরাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুমন পুরকায়স্থ (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সরমঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলেন।শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কল্যাণী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সুমন পুরকায়স্থ গ্রামের মৃত সুবল পুরকায়স্থের ছেলে।সূত্র জানায়, সুমন পুরকায়স্থের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করেছে পুলিশ।দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, “সুমন পুরকায়স্থের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।”ভোরের আকাশ/এসএইচ
১৯ জুলাই ২০২৫ ০৮:১৪ পিএম
এনসিপির গাড়িবহরে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের হামলা
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশ শেষে দলটির নেতা-কর্মীদের গাড়িবহরে হামলা চালিয়েছে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার পর গোপালগঞ্জ সদরে এ হামলার ঘটনা ঘটে।এর আগে আজ দুপুর দেড়টার দিকে শহরের পৌর পার্কে সমাবেশ মঞ্চে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখানে চেয়ার ভাঙচুর করে।তারও আগে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর এলাকায় (ইউএনও) গাড়ি বহরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটান ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।এ ছাড়া সদর উপজেলার উপজেলার দুর্গাপুর ইউনিয়নে টহলরত পুলিশের গাড়িতে ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়ার ঘটনা ঘটে।ভোরের আকাশ/এসএইচ
১৬ জুলাই ২০২৫ ০৩:২৩ পিএম
গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে অভিযান চালিয়ে বিস্ফোরক-মাদক ও চাঁদাবাজিসহ ৭ মামলার আসামী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা এইচএম মহোতাসিম ফুয়াদ হৃদয়কে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা মহোতাসিম ফুয়াদ হৃদয় গোবিন্দগঞ্জ পৌর শহরের বর্ধনকুঠী (খানাবাড়ি) এলাকার মাহাবুবার রহমানের ছেলে। হৃদয় মাদক, বিষ্ফোরক, চাঁদাবাজিসহ ৭ মামলার আসামী।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে পৌর শহরের বর্ধনকুঠী (খানাবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে হৃদয়কে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক, বিষ্ফোরক, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের ৭ টি মামলা রয়েছে। তাকে ধরতে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ। শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, গ্রেপ্তার হৃদয়ের বিরুদ্ধে থানায় মাদক, বিষ্ফোরক, চাঁদাবাজিসহ সাত মামলার আসামী। আজ রবিবার দুপুরে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ভোরের আকাশ/এসএইচ