সংগৃহীত ছবি
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ও পুনর্বাসনে ৫ কোটি টাকার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।
প্রাইম ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় এই শোকাবহ পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রতিশ্রুত অর্থ ব্যয় হবে আহতদের জরুরি চিকিৎসা, বার্ন ইউনিটে চিকিৎসা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন কার্যক্রম।
ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, এই অকল্পনীয় ও হৃদয়বিদারক ঘটনার জন্য আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। আমাদের এই সহায়তা ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করি।
তিনি বলেন, দুর্যোগের সময় যাঁরা দ্রুত সাড়া দিয়েছেন বিশেষ করে উদ্ধারকর্মী, চিকিৎসক, হাসপাতালকর্মী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। জাতির যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে প্রাইম ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের সংকটে পাশে থাকবে।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা।মঙ্গলবার (২২ জুলাই) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২৩ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হবে।এর আগে সর্বশেষ ৮ জুলাই সোনার দাম কিছুটা কমানো হয়েছিল। তারও আগে ২ জুলাই দাম বাড়ানো হয়। তবে বর্তমানে বাজার পরিস্থিতি বিবেচনায় আবারও দাম বাড়ানো হয়েছে।সোনার নতুন দাম (ভরি প্রতি):২২ ক্যারেট: ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা (বৃদ্ধি ১,০৫০ টাকা)২১ ক্যারেট: ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা (বৃদ্ধি ১,০০৪ টাকা)১৮ ক্যারেট: ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা (বৃদ্ধি ৮৫২ টাকা)সনাতন পদ্ধতি: ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা (বৃদ্ধি ৭৩৫ টাকা)রুপার দাম অপরিবর্তিত (ভরি প্রতি):২২ ক্যারেট: ২ হাজার ৮১১ টাকা২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকাসনাতন পদ্ধতি: ১ হাজার ৭২৬ টাকাবাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, সোনার দাম নির্ধারণে আন্তর্জাতিক বাজার, স্থানীয় তেজাবী সোনার দর এবং মূল্যস্ফীতির প্রভাব বিবেচনায় নেওয়া হয়।ভোরের আকাশ//র.ন
চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ হাজার ৬০৬ কোটি টাকা (প্রতি ডলার ১২১ টাকা ৫০ পয়সা ধরে)। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক।মঙ্গলবার (২২ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি জানান, রেমিট্যান্স প্রবাহের এ ধারা অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক।কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ের প্রথম ২১ দিনে প্রবাসীদের পাঠানো এ অর্থের পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৬ কোটি ৬০ লাখ ডলার বেশি। ২০২৪ সালের একই সময়ে দেশে এসেছিল ১৪৩ কোটি ডলারের রেমিট্যান্স।এর আগে, সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের জুন মাসে দেশে এসেছে প্রায় ২৮১ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৪ হাজার ৪০০ কোটি টাকা। সেই মাসে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ৪০ লাখ ডলার বা ১ হাজার ১৪৭ কোটি টাকার বেশি।বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের (২০২৩-২৪) একই সময়ের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। গত অর্থবছরের এ সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।প্রবাসী আয় বৃদ্ধির ধারাবাহিকতায় অর্থবছরের বিভিন্ন মাসে রেমিট্যান্সের চিত্র ছিল উল্লেখযোগ্য। জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ডলার, আগস্টে ২২২ কোটি, সেপ্টেম্বরে ২৪০ কোটি, অক্টোবরে ২৩৯ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে’তে ২৯৭ কোটি এবং সর্বশেষ জুনে এসেছে ২৮২ কোটি ডলার।বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহ দেওয়া, উৎসবকেন্দ্রিক আয় বৃদ্ধি এবং হুন্ডি বা অবৈধ পথে টাকা পাঠানো নিরুৎসাহিত করার ফলেই এই প্রবাহ বাড়ছে।ভোরের আকাশ//র.ন
ইউনিয়ন ব্যাংক পিএলসি-এর নবগঠিত পরিচালনা পর্ষদের ৪৭তম সভা ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান মুঃ ফরীদ উদ্দীন আহমদ।সভায় পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।এছাড়াও উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান কার্যপোলক্ষ্যে সভায় যোগদান করেন। সভায় ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকসেবার মান বৃদ্ধিকল্পে ইস্যুভিত্তিক বিশদ পর্যালোচনান্তে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।ভোরের আকাশ/এসএইচ
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের চিকিৎসা ও পুনর্বাসনে ৫ কোটি টাকার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি।প্রাইম ব্যাংকের এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় এই শোকাবহ পরিস্থিতিতে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে। প্রতিশ্রুত অর্থ ব্যয় হবে আহতদের জরুরি চিকিৎসা, বার্ন ইউনিটে চিকিৎসা ও দীর্ঘমেয়াদী পুনর্বাসন কার্যক্রম।ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, এই অকল্পনীয় ও হৃদয়বিদারক ঘটনার জন্য আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা ও প্রার্থনা রইল। আমাদের এই সহায়তা ক্ষতিগ্রস্তদের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে বলে আশা করি।তিনি বলেন, দুর্যোগের সময় যাঁরা দ্রুত সাড়া দিয়েছেন বিশেষ করে উদ্ধারকর্মী, চিকিৎসক, হাসপাতালকর্মী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি প্রাইম ব্যাংকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। জাতির যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে প্রাইম ব্যাংক ভবিষ্যতেও এ ধরনের সংকটে পাশে থাকবে।ভোরের আকাশ/এসএইচ