ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীন ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রবিবার রাত আড়াইটার দিকে ভারতীয় ৭,৮৩০ কেজি ফুচকা আটক করেন।আটককৃত ফুচকার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪৬ লক্ষ ৯৮ হাজার টাকা। আটককৃত ভারতীয় ফুচকা আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।সোমবার (৬ অক্টোবর) আনুমানিক সকাল ৮ টার দিকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীন আজমপুর বিওপি টহল দল কর্তৃক ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় গাঁজা ৩৪ কেজি এবং স্কফ সিরাপ (মাদক) ১০২ বোতল উদ্ধার করেন। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য প্রায় ১ লক্ষ ৫৯ হাজার ৮ শত টাকা।এ বিষয়ে সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ চোরাচালানি মালামালসহ কোনোরকম মাদকদ্রব্য যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) টহল জোরদার করেছে। তিনি আরও জানান, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।ভোরের আকাশ/মো.আ.
০৬ অক্টোবর ২০২৫ ০৩:২১ পিএম
কালীগঞ্জে হাসপাতাল থেকে নবজাতকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২
গাজীপুরের কালীগঞ্জে বিসমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ট্রমা জেনারেল হাসপাতালের টয়লেট থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।হাসপাতালের সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে পুলিশ প্রথমে এক কিশোরীকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আটক করা হয় তার চাচাতো ভাইকে-যিনি তাকে একাধিকবার ধর্ষণের মাধ্যমে অন্তঃসত্ত্বা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।শুক্রবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের এক আয়া টয়লেট পরিষ্কার করার সময় ময়লার ঝুড়িতে টিস্যু দিয়ে ঢাকা একটি নবজাতকের মরদেহ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকরা ঘটনাস্থলে গিয়ে নিশ্চিত হন যে নবজাতকটি জন্মের আগেই মৃত ছিল।হাসপাতালের পরিচালক মো. শহীদ মুন্সি সেদিন রাতেই অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পরদিন সকালে ওই অভিযোগের ভিত্তিতে পেনাল কোডের ৩১৮ ধারায় নবজাতক মৃতদেহ গোপনভাবে জন্ম গোপন করার অপরাধে মামলা (নং-৫) রুজু হয়।মামলার তদন্তে নেমে পুলিশ হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। তাতে দেখা যায়, এক কিশোরী টয়লেটমুখী হচ্ছেন এবং কিছুক্ষণ পর বাইরে বেরিয়ে যাচ্ছেন। এরপরই পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদে নেয়।জিজ্ঞাসাবাদে কিশোরী স্বীকার করে, গর্ভপাতের পর নবজাতকটি মৃত অবস্থায় টয়লেটে ফেলে আসে সে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ আটক করে তার চাচাতো ভাইকে-যিনি ধর্ষণের মাধ্যমে তাকে অন্তঃসত্ত্বা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ।ভুক্তভোগীর মা বলেন, “শুক্রবার সকালে মেয়ের পেটে ব্যথা হলে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাই। সেখানে কিছু পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়। পরে এক আত্মীয়ের সঙ্গে বিসমিল্লাহ ডায়াগনস্টিকে যায় মেয়ে। দুপুর ১২টার দিকে ওরা যায়, আর দুপুর ২টার পর জানতে পারি হাসপাতালের টয়লেটে নবজাতকের মরদেহ পাওয়া গেছে।”কিশোরীর দেওয়া জবানবন্দিতে উঠে আসে, গত ৬ মার্চ বিকেলে তার চাচাতো ভাই তাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে। পরবর্তীতে একাধিকবার একই ঘটনা ঘটে। এতে কিশোরী অন্তঃসত্ত্বা¡া হয়ে পড়ে কিন্তু লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখে।ভুক্তভোগীর মা বাদী হয়ে রোববার (৫ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন আইনে নতুন মামলা (নং-৭) দায়ের করেন।এরপর রাতেই অভিযুক্ত কিশোরকে পুলিশ গ্রেপ্তার করে। একইদিন দুপুরে পৃথক দুটি মামলায় কিশোর ও কিশোরীকে আদালতে পাঠানো হয়। কিশোরীকেও ডাক্তারি পরীক্ষার জন্য আদালতের নির্দেশে হাসপাতালে পাঠানো হয়েছে।কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের মামলা দায়ের ২৪ ঘণ্টার মধ্যে আমরা পুরো ঘটনা তদন্ত এবং অপরাধীদের শনাক্ত করি। পরে পৃথক দুটি মামলায় কিশোর ও কিশোরীকে আদালতে পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।ভোরের আকাশ/মো.আ.
০৬ অক্টোবর ২০২৫ ০২:৩০ পিএম
ফেনী রেলস্টেশনে র্যাবের অভিযানে ১৮ কেজি গাঁজা উদ্ধার
ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ এক নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রাম।রবিবার (৫ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক সাড়ে ১০টায় স্টেশন প্ল্যাটফর্ম এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার জাইদি মোড়া নয়াপাড়ার নুর হোসাইনের ছেলে জাহেদ হোসেন (২৩) এবং কক্সবাজার সদর থানার পাহাড়তলী এলাকার মৃত উসমান গনির স্ত্রী আয়েশা আক্তার (৪৪)।র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী রেলওয়ে স্টেশনে অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রামের একটি অভিযানিক দল সেখানে উপস্থিত হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে জাহেদ হোসেন ও আয়েশা আক্তার কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের সঙ্গে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে কসটেপ দিয়ে মোড়ানো পাঁচটি বান্ডিল থেকে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা জানান, ফেনীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে স্বল্পমূল্যে গাঁজা সংগ্রহ করে ফেনী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে খুচরা ও পাইকারি মূল্যে বিক্রয় করে আসছিলেন। উদ্ধারকৃত এই বিপুল পরিমাণ মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য দুই লাখ সত্তর হাজার টাকা।এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত দুই ব্যক্তি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
০৬ অক্টোবর ২০২৫ ০১:১৪ পিএম
রোহিঙ্গা দম্পতির আস্তানায় মিলল ইয়াবা, আটক ২
রাজমিস্ত্রির ছদ্মবেশে টেকনাফে ইয়াবা ব্যবসা চালাতেন এক রোহিঙ্গা দম্পতি। শেষ পর্যন্ত বিজিবির ‘ডগ স্কোয়াডের’ ঘ্রাণেই ফাঁস হলো তাদের গোপন আস্তানা। শনিবার (৫ অক্টোবর) ভোররাতে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় বিশেষ অভিযানে ওই দম্পতিকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের ভাড়া বাসা থেকে ৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে অভিযান চালানো হয়। তল্লাশিতে বিশেষ প্রশিক্ষিত কুকুরের (ডগ স্কোয়াড) সহায়তায় রাজমিস্ত্রি পরিচয়ের আড়ালে থাকা রোহিঙ্গা আইয়ুব (৩৭) ও তার স্ত্রী রাবিয়ার (৩৫) ভাড়া বাসার ভেতর লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার হয়।বিজিবি জানায়, আইয়ুব জাদিমোড়া এফডিএমএন ক্যাম্পের এ-১ ব্লকের সদস্য। তবে তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করছিলেন। দিনে রাজমিস্ত্রির কাজ করলেও রাতে ইয়াবা ব্যবসা চালাতেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে আইয়ুব জানান, তিনি মাদক কারবারি ইসমাইলের সহযোগী হিসেবে কাজ করতেন এবং মিয়ানমার থেকে আসা ইয়াবা চালান স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, ক্যাম্পের বাইরে অবৈধভাবে থাকা রোহিঙ্গাদের অনেকে অপরাধে জড়াচ্ছে। আমরা এসব অপরাধে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নিচ্ছি। আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক ইসমাইলের খোঁজে অভিযান চলছে।ভোরের আকাশ/জাআ
০৫ অক্টোবর ২০২৫ ০৩:৩৮ পিএম
শ্রীপুরে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আটক ১
গাজীপুরের শ্রীপুরে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে আট বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (৪ অক্টোবর) শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামের কাশিফুল উলুম মেহেরুন্নেছা হাফিজিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।ভিকটিম ময়মনসিংহ জেলার ইশ্বর গঞ্জের মরিচারচর গ্রামের বকুল মিয়ার পুত্র। স্থানীয়রা জানায়,আমরা আমাদের সন্তানদের মাদরাসায় পাঠিয়ে নিরাপত্তাহীনতায় থাকি।সকল খারিজি মাদরাসাকে তদারকির আওতায় আনার দাবী জানান তারা।ভিকটিমের পিতা জানান আমার মান সম্মান আর রইলো না।আমার ছেলেকে নিয়া বাড়ি চলে যাব।এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, বলাৎকারের বিষয়ে একজনকে আটক করা হয়েছে।এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/মো.আ.
০৫ অক্টোবর ২০২৫ ০২:২৫ পিএম
গ্রেটা থুনবার্গের ওপর ‘নির্যাতন’ চালিয়েছে ইসরাইলি বাহিনী
মানবিক ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নেতৃত্ব দেওয়া গ্রেটা থুনবার্গের সঙ্গে ইসরাইলি বাহিনী ‘দুর্ব্যবহার ও নির্যাতন’ করেছে— এমনটাই অভিযোগ তুলেছে বহরটির অন্যান্য আন্তর্জাতিক স্বেচ্ছাসেবারা।শনিবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।এদিন ইসরাইলের হাতে আটক হওয়া কর্মীদের মধ্যে ১৩৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে, যার মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিকও রয়েছেন।তুর্কি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।তুর্কি সাংবাদিক এবং গাজা সুমুদ ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, তিনি গ্রেটা থুনবার্গকে নির্যাতন করতে দেখেছেন। তিনি জানিয়েছেন, কীভাবে তাকে (থুনবার্গ) মাটিতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং ইসরাইলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল, তা তিনি প্রত্যক্ষ করেছেন।মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি এবং আমেরিকান অংশগ্রহণকারী উইন্ডফিল্ড বিভার ইস্তাম্বুল বিমানবন্দরে একই রকম বর্ণনা দিয়েছেন। তারা অভিযোগ করেছেন, থুনবার্গকে ধাক্কা দিয়ে ইসরাইলি পতাকা দিয়ে প্যারেড করানো হয়। হেলমি বলেন, ‘পর্যাপ্ত পরিষ্কার পানি এবং ওষুধও দেয়নি ইসরাইলি বাহিনী।’বিভার বলেন, ‘থুনবার্গের সঙ্গে “ভয়ঙ্কর আচরণ” করা হয় এবং তা প্রচারের জন্য ব্যবহার করা হয়েছিল।’ তিনি আরও জানান, কীভাবে অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির থুনবার্গকে ধাক্কা দিয়ে একটি ঘরে প্রবেশ করান।নৌবহরে থাকা ইতালীয় সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনোও থুনবার্গের সঙ্গে বাজে আচরণের কথা উল্লেখ করেছেন। তিনি আনাদোলুকে বলেন, ‘গ্রেটা থুনবার্গ একজন সাহসী নারী, যার বয়স মাত্র ২২ বছর। তাকে অপমানিত করা হয় এবং ইসরাইলি পতাকায় মুড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়।’অন্যরাও গুরুতর দুর্ব্যবহারের বর্ণনা দিয়েছেন। তুর্কি টিভি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, ‘তারা আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করে। তারা আমাদের তিন দিন ধরে ক্ষুধার্তও রেখেছিল। তারা আমাদের পানি দেয়নি। টয়লেট থেকে আমাদের পানি পান করতে হয়েছে। এটি ছিল একটি ভয়াবহ গরম দিন এবং আমরা সবাই পুড়ে যাচ্ছিলাম তিনি জানান, এই অগ্নিপরীক্ষা তাকে গাজা সম্পর্কে আরও ভালো ধারণা দিয়েছে।এর আগে গাজায় ত্রাণ সরবরাহের উদ্দেশে ফ্লোটিলা অভিযানের জন্য যাওয়া ৪০টি নৌযান এবং ৪৫০ জনেরও বেশি বিভিন্ন পেশায় নিয়োজিত আন্তর্জাতিক কর্মীকে আটক করে ইসরাইল। এরপরই বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়ে তারা। তেল আবিব ঘোষণা করেছে, আটক বাকিদের শিগগিরই ইউরোপে পাঠানো হবে।ভোরের আকাশ/মো.আ.
০৫ অক্টোবর ২০২৫ ০৯:৩৩ এএম
গ্রেটা থুনবার্গের ওপর ‘নির্যাতন’ চালিয়েছে ইসরাইলি বাহিনী
মানবিক ত্রাণবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র নেতৃত্ব দেওয়া গ্রেটা থুনবার্গের সঙ্গে ইসরাইলি বাহিনী ‘দুর্ব্যবহার ও নির্যাতন’ করেছে— এমনটাই অভিযোগ তুলেছে বহরটির অন্যান্য আন্তর্জাতিক স্বেচ্ছাসেবারা।শনিবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।এদিন ইসরাইলের হাতে আটক হওয়া কর্মীদের মধ্যে ১৩৭ জনকে তুরস্কে পাঠানো হয়েছে, যার মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিকও রয়েছেন।তুর্কি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।তুর্কি সাংবাদিক এবং গাজা সুমুদ ফ্লোটিলার অংশগ্রহণকারী এরসিন সেলিক স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, তিনি গ্রেটা থুনবার্গকে নির্যাতন করতে দেখেছেন। তিনি জানিয়েছেন, কীভাবে তাকে (থুনবার্গ) মাটিতে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং ইসরাইলি পতাকা চুম্বন করতে বাধ্য করা হয়েছিল, তা তিনি প্রত্যক্ষ করেছেন।মালয়েশিয়ার কর্মী হাজওয়ানি হেলমি এবং আমেরিকান অংশগ্রহণকারী উইন্ডফিল্ড বিভার ইস্তাম্বুল বিমানবন্দরে একই রকম বর্ণনা দিয়েছেন। তারা অভিযোগ করেছেন, থুনবার্গকে ধাক্কা দিয়ে ইসরাইলি পতাকা দিয়ে প্যারেড করানো হয়। হেলমি বলেন, ‘পর্যাপ্ত পরিষ্কার পানি এবং ওষুধও দেয়নি ইসরাইলি বাহিনী।’বিভার বলেন, ‘থুনবার্গের সঙ্গে “ভয়ঙ্কর আচরণ” করা হয় এবং তা প্রচারের জন্য ব্যবহার করা হয়েছিল।’ তিনি আরও জানান, কীভাবে অতি-ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির থুনবার্গকে ধাক্কা দিয়ে একটি ঘরে প্রবেশ করান।নৌবহরে থাকা ইতালীয় সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনোও থুনবার্গের সঙ্গে বাজে আচরণের কথা উল্লেখ করেছেন। তিনি আনাদোলুকে বলেন, ‘গ্রেটা থুনবার্গ একজন সাহসী নারী, যার বয়স মাত্র ২২ বছর। তাকে অপমানিত করা হয় এবং ইসরাইলি পতাকায় মুড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়।’অন্যরাও গুরুতর দুর্ব্যবহারের বর্ণনা দিয়েছেন। তুর্কি টিভি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, ‘তারা আমাদের সঙ্গে কুকুরের মতো আচরণ করে। তারা আমাদের তিন দিন ধরে ক্ষুধার্তও রেখেছিল। তারা আমাদের পানি দেয়নি। টয়লেট থেকে আমাদের পানি পান করতে হয়েছে। এটি ছিল একটি ভয়াবহ গরম দিন এবং আমরা সবাই পুড়ে যাচ্ছিলাম তিনি জানান, এই অগ্নিপরীক্ষা তাকে গাজা সম্পর্কে আরও ভালো ধারণা দিয়েছে।এর আগে গাজায় ত্রাণ সরবরাহের উদ্দেশে ফ্লোটিলা অভিযানের জন্য যাওয়া ৪০টি নৌযান এবং ৪৫০ জনেরও বেশি বিভিন্ন পেশায় নিয়োজিত আন্তর্জাতিক কর্মীকে আটক করে ইসরাইল। এরপরই বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়ে তারা। তেল আবিব ঘোষণা করেছে, আটক বাকিদের শিগগিরই ইউরোপে পাঠানো হবে।ভোরের আকাশ/মো.আ.
০৫ অক্টোবর ২০২৫ ০৯:৩৩ এএম
গাজীপুরে গোয়েন্দা জালে অস্ত্রসহ ৫ যুবক আটক
গাজীপুর ও ভালুকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ পাঁচ যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে একটি পিস্তল, তিন রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরবজেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাসমত উল্লাহ। ডিবি জানায়, গত বৃহস্পতিবার (২ অক্টোবর) গাজীপুরের জয়দেবপুর, শ্রীপুর ও ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন স্থানে একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।আজ দুপুরে শ্রীপুর থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী (মাটির মসজিদ সংলগ্ন) এলাকার মোশারফ হোসেন মনসুরের ছেলে ইমরান হোসেন (২২), গাজীপুর সদর উপজেলার ভাবানীপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে আশিকুল ইসলাম (১৯),গাজীপুর মহানগরের লাগালিয়া দক্ষিণপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান ইমন (২৩), শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের বজলুর রশিদের ছেলে শাহারিয়ার রহমান সাদাফ (২২) ও কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার মানিক মিয়ার ছেলে মোজাম্মেল হাসান রোমান (২২)।গাজীপুর জেলা ডিবির পরিদর্শক হাসমত উল্লাহ জানান, ২ অক্টোবর রাতে ভবানীপুর বাজারে অভিযান চালিয়ে প্রথমে ইমরান, আশিকুল ও মেহেদীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানায়, তাদের কাছে থাকা অস্ত্র ও গুলি শাহরিয়ার ও মোজাম্মেল নিয়ে গেছেন বিশেষ কাজে ব্যবহারের জন্য। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে শাহরিয়ার স্বীকার করে যে, অস্ত্র ও গুলি শ্রীপুরের কাওরাইদ বাজার এলাকার তার খালু আব্দুল খালেকের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। ৩ অক্টোবর দুপুরে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে ডিবি।তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের কাছে অস্ত্র ও গুলির কোনো বৈধ কাগজপত্র ছিল না। তাদের বিরুদ্ধে এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার, মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।ডিবি সূত্রে আরও জানা যায়, গাজীপুরের বিভিন্ন থানায় মেহেদী হাসানের বিরুদ্ধে তিনটি এবং ইমরান হোসেনের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে।শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/এসএইচ
ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরাইলি কমান্ডোরা। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা শক্তি প্রয়োগ করে পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিতে উঠে পড়েছে। খবর আল জাজিরার।প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ফ্লোটিলার একমাত্র জাহাজ দ্য ম্যারিনেটকেও শুক্রবার সকালে ফিলিস্তিনি উপকূলের কাছে ইসরাইলি বাহিনী আটক করেছে।এছাড়া লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি সেনারা জোরপূর্বক জাহাজটিতে প্রবেশ করছে।ছয়জন নাবিক নিয়ে যাত্রা করা পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট ছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ কার্যকর জাহাজ। এর আগে বহরের ৪৩টি জাহাজ আটক করে দখলদার বাহিনী।ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরাইল।তাদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরাইলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ।গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে ৪০টি বেশি নৌযান রয়েছে।এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরাইল। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা।ভোরের আকাশ/মো.আ.
ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর সবশেষ জাহাজটিও আটক করেছে ইসরাইলি কমান্ডোরা। পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে লাইভস্ট্রিমে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা শক্তি প্রয়োগ করে পোল্যান্ডের পতাকাবাহী জাহাজটিতে উঠে পড়েছে। খবর আল জাজিরার।প্রতিবেদনে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় ত্রাণ নিয়ে যাওয়া ফ্লোটিলার একমাত্র জাহাজ দ্য ম্যারিনেটকেও শুক্রবার সকালে ফিলিস্তিনি উপকূলের কাছে ইসরাইলি বাহিনী আটক করেছে।এছাড়া লাইভস্ট্রিম ভিডিওতে দেখা গেছে, ইসরাইলি সেনারা জোরপূর্বক জাহাজটিতে প্রবেশ করছে।ছয়জন নাবিক নিয়ে যাত্রা করা পোল্যান্ডের পতাকাবাহী ম্যারিনেট ছিল ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র শেষ কার্যকর জাহাজ। এর আগে বহরের ৪৩টি জাহাজ আটক করে দখলদার বাহিনী।ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরাইল।তাদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরাইলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ।গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রথম বহর গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও নৌযান এই বহরে যুক্ত হয়। এছাড়া গ্রিসের সাইরাস দ্বীপ থেকে পরবর্তী সময়ে আরও কিছু নৌযান ত্রাণ নিয়ে বহরে যুক্ত হয়। বর্তমানে বহরটিতে ৪০টি বেশি নৌযান রয়েছে।এই নৌবহরের ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে শুরু থেকেই দাবি করে আসছে ইসরাইল। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারা।ভোরের আকাশ/মো.আ.
মধ্যপ্রাচ্যের নির্যাতিত রাষ্ট্র ফিলিস্তিনের গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ শত শত কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা অবরোধ ভাঙার চেষ্টা করলে সেটিকে প্রতিহত করা হবে জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার (জিএসএফ) একটি নৌকা ছাড়া বাকি সব নৌকা আটক করা হয়েছে এবং যাত্রীদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ইসরায়েলি বন্দরে নিয়ে আসা হচ্ছে।ব্রিটিশ মিডিয়া বিবিসির অনুমান অনুযায়ী, আটক হওয়া লোকজনের সংখ্যা প্রায় ৪৪৩। নৌযান দখলের সময় অনেকের ওপর জলকামান ব্যবহার করা হয়েছে।যদিও দখলদার ইসরায়েল জানিয়েছে, আটককৃত সবাই নিরাপদে আছেন এবং কারও কোনো সমস্যা হয়নি।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়, নৌবাহিনীর কমান্ডোরা সমুদ্রে যাত্রীদের আটক করার পর কোনো ধরনের জটিলতা তৈরি হয়নি। আটক কর্মীদের আশোদ বন্দরে আনা হচ্ছে এবং দ্রুতই তাদের ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।বৃহস্পতিবার বিকেলে আরও এক বিবৃতিতে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ‘উস্কানি’ শেষ হয়েছে। হামাস-সুমুদের কোনো উস্কানিমূলক নৌকা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে পারেনি বা ‘বৈধ নৌ অবরোধ’ ভাঙার প্রচেষ্টা সফল হয়নি।মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, সব যাত্রীকে নিরাপদে ইসরায়েলে আনা হচ্ছে এবং সেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে। তবে একটি জাহাজ, যেটিতে যান্ত্রিক সমস্যা থাকতে পারে, তা গাজা থেকে কিছুটা দূরে সমুদ্রে অবস্থান করছে। যদি সেটি সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ বা অবরোধ ভাঙার চেষ্টা করে, তবে সেটিকেও প্রতিহত করা হবে।সূত্র: বিবিসিভোরের আকাশ/মো.আ.