ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৫ ০৩:৫২ পিএম
ঈশ্বরদীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও আলোচনা সভা
প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’- এই শ্লোগানে পাবনার ঈশ্বরদীতে বিশ্ব পরিবেশ দিবস পালন পালন করা হয়েছে। ‘সমকাল সুহৃদ সমাবেশ’ ঈশ্বরদী ইউনিট ও ‘সবুজ পৃথিবী’ ঈশ্বরদী উপজেলা শাখার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এ উপলক্ষ্যে আলোচনা সভা ও মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন করে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। ‘সবুজ পৃথিবী’ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সেলিম সরদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, বিনা পয়সার পাঠশালা’র প্রতিষ্ঠাতা তাহেরুল ইসলাম, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক ও সুহদ উপদেষ্টা মনিরুল ইসলাম বাবু, সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, সুহৃদ সমাবেশের সহসভাপতি তানহা ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, সুহৃদ ফিরোজ আহমেদ, দূর্জয় ইসলাম লিমন, হাসান চৌধুরী, আল-আমিন হোসেন রাজিব, রাকিবুল ইসলাম রূপম, সাবিত হাসান মুহিম প্রমুখ।
আলোচনা সভা ও শোভাযাত্রা শেষে উপজেলা চত্বর ও উপজেলা সড়কের বিভিন্ন স্থানে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
ভোরের আকাশ/এসএইচ