'গাছ লাগান পরিবেশ বাঁচান'-এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৫ উদ্বোধন করা হয়েছে।রবিবার (১৩ জুলাই) সকাল ১০ টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ব্যাচ-২০১৯ বন্ধুদের উদ্দ্যোগে মাসব্যাপী ধারাবাহিক এ কর্মসূচির উদ্বোধন করা হয়।সাংবাদিক রিফাতুন্নবী রিফাতের নেতৃত্বে ওই ইউনিয়নের মধ্যমকুমেদপুর শাহ্ জাফর সাদী (রহঃ) নূরানী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ভেষজসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মিন্টু মিয়া, সিনিয়র শিক্ষক হাফেজ মো. সোহেল রানা আকন্দ, সহকারী শিক্ষক হাফেজ মো. সোহেল রানা, রিয়াজুল ইসলাম রিয়াদ, মিজানুর রহমান মিজান, রমজান হোসেন রনি, শাকিল মিয়াসহ এসএসসি ব্যাচ-২০১৯ এর শিক্ষার্থীরা।ভোরের আকাশ/জাআ
১৩ জুলাই ২০২৫ ১১:৫৫ এএম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ জুন ) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।জেলা ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় নিমগাছ রোপণ করেন। পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক হাসান শাহীন, সাংগঠনিক সম্পাদক রানা মল্লিকসহ কলেজ ছাত্রদল ও স্থানীয় ছাত্রদল কর্মীরা।এ সময় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। ছাত্রদল সবসময় মানবিক ও জনসচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। আমরা এ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলার সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার গাছ রোপন করবো।উল্লেখ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রদল সারাদেশে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে।ভোরের আকাশ/জাআ
১২ জুন ২০২৫ ০৩:৫৫ পিএম
পাথরঘাটায় ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত পক্ষকালব্যাপী (৫-১৯ জুন ২০২৫) বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ জুন) কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কপাশ ও জনবহুল এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ছাত্রনেতারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি এম মাহমুদুল হাসান জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইমাম হাসান, স্কুল সম্পাদক মুহা. আব্দুল্লাহ্ জুবায়েরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।নেতৃবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তন, দূষণ ও প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে গাছ লাগানো অন্যতম কার্যকর উদ্যোগ।এ ধরনের কার্যক্রম নিয়মিত চলবে বলেও তারা জানান।ভোরের আকাশ/জাআ
০৬ জুন ২০২৫ ০৩:৩৯ পিএম
ঈশ্বরদীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও আলোচনা সভা
প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়’- এই শ্লোগানে পাবনার ঈশ্বরদীতে বিশ্ব পরিবেশ দিবস পালন পালন করা হয়েছে। ‘সমকাল সুহৃদ সমাবেশ’ ঈশ্বরদী ইউনিট ও ‘সবুজ পৃথিবী’ ঈশ্বরদী উপজেলা শাখার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এ উপলক্ষ্যে আলোচনা সভা ও মাস ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরের পুকুর পাড়ে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপন করে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। ‘সবুজ পৃথিবী’ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সেলিম সরদারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের সহসভাপতি জাহিদুল আলম সনু, বিনা পয়সার পাঠশালা’র প্রতিষ্ঠাতা তাহেরুল ইসলাম, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক ও সুহদ উপদেষ্টা মনিরুল ইসলাম বাবু, সাবেক পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, সুহৃদ সমাবেশের সহসভাপতি তানহা ইসলাম শিমুল, সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, সুহৃদ ফিরোজ আহমেদ, দূর্জয় ইসলাম লিমন, হাসান চৌধুরী, আল-আমিন হোসেন রাজিব, রাকিবুল ইসলাম রূপম, সাবিত হাসান মুহিম প্রমুখ।আলোচনা সভা ও শোভাযাত্রা শেষে উপজেলা চত্বর ও উপজেলা সড়কের বিভিন্ন স্থানে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা রোপন করা হয়। ভোরের আকাশ/এসএইচ