ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ২০ জুন ২০২৫ ০৬:৫৭ পিএম
কালিগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের উদ্যোগে আলোচনা সভা
গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক অধ্যাপক শামসুল হুদা লিটনের সভাপতিত্বে ও সাংবাদিক আবুল হাসনাতের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইন বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান খান, গাজীপুর জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মো: ওমর ফারুক, কলামিস্ট নজরুল ইসলাম মাষ্টার, কাপাসিয়া উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি আবু সায়ীদ, শ্রীপুর উপজেলা সাংবাদিক ফোরামে সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাহিদ, সাংবাদিক ফরিদুল আলম প্রমূখ।
আলোচনা শেষে উপস্থিত সকলের মতামত ও পরামর্শের ভিত্তিতে দৈনিক সংগ্রাম পত্রিকার কালীগঞ্জ সংবাদদাতা আবুল হাসনাতকে সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার ও ঢাকা ক্যানভাসের কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি মারুফ হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫সদস্যবিশিষ্ট কালীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির কর্মকর্তারা হলেন, সভাপতি আবুল হাসনাত,সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ হাসান,সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসাইন, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মীর আরফান, প্রচার সম্পাদক আশিকুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমানুল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন ইঞ্জিনিয়ার রেজাউল করিম,মফিজুল আলম মিন্টু, জাকির হোসেন, মোঃ ইউসুফ আকন্দ।
ভোরের আকাশ/জাআ