গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ৩০ মে ২০২৫ ০৪:৪৪ পিএম
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে গাজীপুর যুবদলের দোয়া মাহফিল
মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপি’র প্রতিষ্ঠিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন গাজীপুর মহানগর যুবদল।
শুক্রবার (৩০ মে) দুপুরে গাজীপুর জেলা ও মহানগর বিএনপি'র কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজুর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, গাজীপুর মহানগর কৃষকদলের আহবায়ক আতাউর রহমান, সদস্য সচিব খান জাহিদুল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডলসহ গাজীপুর মহানগর যুবদলের সকল থানা ইউনিটের নেতৃবৃন্দ।
এসময় গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু বলেন, জিয়াউর রহমান বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জিয়াউর রহমান যখন অক্লান্ত পরিশ্রম করছেন। নতুন বাংলাদেশ বিনির্মাণে তার অবদান অনস্বীকার্য। বিশ্বে দ্রুত অগ্রসরমান দেশ হিসেবে যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দেশি-বিদেশি চক্রান্তের অংশ হিসেবে ঘাতকদের বুলেটে প্রাণ হারান বাংলাদেশের ইতিহাসের ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়ক। আজ তার শাহাদাৎ বার্ষিকী আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত ও দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিতিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ