কসবায় দুইশতাধিক দোকানপাট উচ্ছেদ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার পুরাতন বাজার এলাকায় বড় পরিসরের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ফুটপাতে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করেন স্থানীয় প্রশাসন।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান নাহিদ, কসবা থানা অফিসার ইনচার্জ মো.আব্দুল কাদের এবং সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে হঠাৎ উচ্ছেদ হওয়ায় ফুটপাতের দোকানদারগণ ক্ষোভ জানিয়েছেন। আয়ের পথ বন্ধ হওয়ায় পরিবার- পরিজন নিয়ে চরম বিপাকে পড়বে বলে জানিয়েছেন তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চলাচলের সুবিধার্থে এবং পৌরসভার শৃঙ্খলা রক্ষার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
স্থানীয় মানুষজন চলাচলের জন্য ফুটপাত উচ্ছেদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
ভোরের আকাশ/আমর
সংশ্লিষ্ট
ভোলার চরফ্যাশনের ২১ ইউনিয়নের ইউপি সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১০ মে) চরফ্যাশন অফিসার্স ক্লাবে ও উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই ব্যাচের এ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।জানা যায়, চরফ্যাশন উপজেলার ২১ ইউনিয়নের ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ে ধারণা ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে সচেনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন। কর্মশালাটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ও ইউরোপিয় ইউনিয়ন এবং ইউএনডিপির অর্থায়ানে ও কারিগরি সহযোগিতায় প্রথম দফায় চরফ্যাশন অফিসার্স ক্লাবে ও উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজন করা হয়। দু’দিন ব্যাপি কর্মশালায় চার ইউনিয়নের ৪৮জন ইউপি সদস্য অংশ নেন।উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত কর্মশালায়, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. এমাদুল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী,সমাজ সেবা অফিসার মো. মামুন হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মো.টিএসএম ফিদা হাসান প্রমুখ। এছাড়াও গ্রাম আদালতের উপজেলা সম্বনয়কারী রিয়াজ মোর্শেদ, চরফ্যাশন থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। ভোরের আকাশ/আমর
জামালপুরে ‘দুর্নীতির বিরুদ্ধে জামালপুর’ নামে একটি অরাজনৈতিক ও সর্বজনীন সামাজিক আন্দোলন সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার (১০ মে) শহরের ফৌজদারি মোড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নিবন্ধিত রাজনৈতিক দলসমূহের এবং সর্বস্তরের জনগণের অংশগ্রহণে আত্মপ্রকাশ ঘটে। আত্মপ্রকাশের শুরুতে দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দুর্নীতি বিরোধী বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য রাখেন। বক্তব্য রাখেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা নুরনবী ইসলাম নুর, শাকিল হাসান, ইহসান হাবীব রাহাত, রাকিবুল ইসলামসহ প্রমুখ। পরে অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ভোরের আকাশ/আমর
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার পুরাতন বাজার এলাকায় বড় পরিসরের উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। ফুটপাতে গড়ে ওঠা প্রায় দুই শতাধিক দোকানপাট উচ্ছেদ করেন স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৩ মে) দুপুরে অভিযান পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ছামিউল ইসলাম। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান নাহিদ, কসবা থানা অফিসার ইনচার্জ মো.আব্দুল কাদের এবং সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে হঠাৎ উচ্ছেদ হওয়ায় ফুটপাতের দোকানদারগণ ক্ষোভ জানিয়েছেন। আয়ের পথ বন্ধ হওয়ায় পরিবার- পরিজন নিয়ে চরম বিপাকে পড়বে বলে জানিয়েছেন তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের চলাচলের সুবিধার্থে এবং পৌরসভার শৃঙ্খলা রক্ষার্থে এই অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় মানুষজন চলাচলের জন্য ফুটপাত উচ্ছেদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। ভোরের আকাশ/আমর
রাজবাড়ী সদর উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে খানখানাপুর সুরাজ মোহিনী স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো এক মতবিনিময় সভা।মঙ্গলবার (১৩ মে) দুপুরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির গভর্নিং বোর্ডের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাড. মো. আসলাম মিয়া। এ বছরের এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষকদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায় শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন খানখানাপুর সুরাজ মোহিনী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মুন্সি আব্দুল।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. লিয়াকত আলী বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, সদস্য সচিব মুজিবুর রহমান।এছাড়াও সভায় আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, বর্তমান আহ্বায়ক মো. আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, এবং অন্যান্য স্থানীয় নেতারা।সভায় বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।অ্যাড. আসলাম মিয়া বলেন, বিদ্যালয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দ্রুত সময়ের মধ্যে দুটি জেনারেটর দেওয়া হবে।তিনি আরও বলেন, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের জন্য আমরা সব সময় পাশে থাকব।তিনি বলেন, রাজবাড়ী-১ আসনের জনগণের সেবায় কাজ করতে চাই। আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে সামনের নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নেওয়ার আশা রাখি। ভোরের আকাশ/আমর