সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২:১২ এএম
শাল্লায় খাদ্যবান্ধব চাল বিক্রি নিয়ে ধোঁয়াশা
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারে বিক্রির অভিযোগ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পাল্টাপাল্টি বক্তব্যে এলাকা জুড়ে চলছে বিতর্ক। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা উপজেলার আটগাঁও ইউনিয়নের নিজগাঁও বাজারের ব্যবসায়ী রাজদর মিয়ার দোকানে খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় ৩৫ বস্তা চাল দেখতে পান। এ সময় তারা ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।
প্রথমে রাজদর মিয়া জানান, চালগুলো তিনি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হাফিজুর মিয়ার কাছ থেকে কিনেছেন। তবে পরে আবার দাবি করেন, এসব চাল তিনি ভোক্তাদের কাছ থেকেই সংগ্রহ করেছেন।
ঘটনার পর এলাকাবাসীর মধ্যে বিভক্ত মত তৈরি হয়েছে। কেউ বলছেন, ভোক্তারা নিজেরাই চাল বিক্রি করেছেন। অন্যদিকে অনেকে মনে করছেন, এত পরিমাণ চাল উপকারভোগীদের কাছ থেকে আসা সম্ভব নয়। তারা ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।
এ বিষয়ে অভিযুক্ত ডিলার হাফিজুর মিয়ার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি। এমনকি বার্তা পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিয়াস চন্দ্র দাস জানান, অভিযোগ পাওয়ার পরপরই খাদ্য কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে প্রায় ৩৫টি সাদা বস্তা চাল পাওয়া গেছে। স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উপকারভোগীরা হয়তো নিজেরাই বিক্রি করেছেন। তবে ডিলারের সম্পৃক্ততা আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ভোরের আকাশ//হ.র