নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৫ ০১:০৬ এএম
টাঙ্গাইলে বাস খাদে পড়ে দুই জন নিহত, আহত ১০
টাঙ্গাইলের কালিহাতীতে নিয়ন্ত্রণ হারিয়ে প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়েছে। এতে দুই যাত্রীর মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৩ মে) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—
আব্দুস সালাম (৪০), পিতা মজিবর রহমান, গ্রাম: হামিদপুর গুসাইবাড়ি, ঘাটাইল উপজেলা
এস এম আলম (৬৫), পিতা মৃত হাবিবুর রহমান, গ্রাম: সাটিয়াচুরা, মির্জাপুর উপজেলা
কালিহাতী থানার ওসি জাকির হোসেন জানান, বিকেলে টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের বাসটি চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং উল্টে যায়। ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনায় প্রাণহানি ও আহতদের বিষয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ওসি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভোরের আকাশ/হ.র