গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ০৭:৪৫ পিএম
ছবি: ভোরের আকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক বাঁশঝাড় থেকে শাহানারা বেগম (৪৫) ও বুলু মন্ডল (৪০) নামের ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের এক বাশঝাড় থেকে ঝুলন্ত অবস্থায় শাহানারা বেগমকে ও একই উপজেলার শিবপুর ইউনিয়ন এলাকার বাঁশঝাড়ে পড়ে থাকা কাদায় মাখা অবস্থায় বুলু মন্ডলের লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহানারা বেগম রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ী গ্রামের বকুল প্রধানের স্ত্রী ও বুলু মন্ডল শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে পালাশবাড়ী গ্রামে বাড়ির পাশের বাঁশঝাড়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শাহানারা বেগমের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা খবর দিলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
অন্যদিকে একই দিন সকালে কানিপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ের নিচে কাদায় মাখা অবস্থায় বুলু মন্ডলের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে লাশ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, পৃথক বাঁশঝাড় থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
ভোরের আকাশ/জাআ