মঠবাড়িয়ায় ৩ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা
গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে হামলা, গুলিবর্ষণ, গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে ৩ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা হয়েছে।মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান বায়জিদ আহম্মেদ খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ১০২ জন নামীয় এবং অজ্ঞাত ২০০ জনকে আসামি করা হয়েছে।উপজেলার গুলিসাখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও কবুতরখালী গ্রামের হারুন অর রশিদ হাওলাদার বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বেলা ১১ ঘটিকার দিকে বিএনপির কেন্দ্র ঘোষিত গ্যাস, বিদ্যুৎ, চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে উপজেলার টিয়ারখালী বাজারের কমিউনিটি ক্লিনিকের সামনে রাস্তার উপর বিএনপি ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিতে আসামিরা হামলা চালায়৷ এসময় আসামিরা গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ, মটরসাইকেলে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়৷ এতে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়৷মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।ভোরের আকাশ/জাআ
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৫১ পিএম
মঠবাড়িয়ায় চার্জশিটভুক্ত আসামি ফের গ্রেপ্তার
পিরোজপুরের মঠবাড়িয়া সাংবাদিক কন্যা উর্মি (১০) ও যুবতী তন্বী আক্তার (২৩) হত্য মামলার চার্জশিট ভুক্ত আসামি ছগির আকন (৪৬) নাশকতা মামলায় ফের গ্রেপ্তার হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর ডিবি পুলিশের একটি টিম পিরোজপুর-হুলারহাট সড়কের মাছিমপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ছগির উপজেলার উত্তর বড় মাছুয়া গ্রামের মৃত কুদ্দুস আকনের ছেলে। ছগির উর্মি হত্যা মামলার হাজিরা দিয়ে বেড়িয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়।সম্প্রতি মঠবাড়িয়া উপজেলার করিম আকন বাজারে বিএনপি অফিস পুড়িয়ে দেয় আ. লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এমন অভিযোগে স্থানীয় বিএনপি নেতা মিজানুর রহমান গত ২৫ আগস্ট মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। ছগির এ মামলার এজাহার নামীয় ২৮ নম্বর আসামি।জানা গেছে, ছগিরের বড় ভগ্নিপতির বাড়ি ওই করিম আকন বাজার এলাকায়। দুটি হত্যা মামলায় উচ্চ আদালতের আদেশে জামিনে থাকলেও লোক নিন্দার ভয়ে তার বড় ভগ্নিপতির বাড়িতে সে অবস্থান করত।২০১৭ সালে সাংবাদিক জুলফিকার আমীন সোহেল এর চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ঊর্মীকে ধর্ষণ শেষে হত্যা করে পরিত্যক্ত বাগানের নালার মধ্যে ফেলে রাখে। তিনদিন পর নিহত ঊর্মি গলিত ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।অপরদিকে ২০২২ সালে তন্বী আক্তার কে জবাই করে হত্যা করে পরিত্যক্ত বাগানে ফেলে রাখে এই ঠান্ডা মাথার খুনি ছগির। একদিন পর বাগান থেকে নিহত তন্বীর লাশ উদ্ধার করেন পুলিশ।এ দুটি হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি ছগির আকন। মামলা দুটি পিরোজপুর নারী ও শিশু আদালতে বিচারাধীন রয়েছে।গ্রেপ্তার অভিযানে অংশ নেয়া ডিবি পুলিশের কর্মকর্তা মো. খায়রুল হাসান বলেন, মঠবাড়িয়া থানায় দায়ের করা নাশকতা মামলায় গ্রেপ্তার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। একটি হত্যা মামলায় হাজিরা দিয়ে অভিনব কায়দায় পালিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাকে নাশকতা মামলার এজাহার নামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।ভোরের আকাশ/জাআ
১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫২ পিএম
মঠবাড়িয়ায় হত্যা মামলার আসামি বাগেরহাটে গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার এক জেলেকে পিটিয়ে হত্যা মামলার পলাতক আসামি শুকুর খান (৫২) কে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলার কলাবাড়িয়া গ্রাম থেকে যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করে। আটককৃত শুকুর খান মঠবাড়িয়া উপজেলার উত্তর ছোট মাছুয়া গ্রামের মৃত আনেয়ার হোসেন খানের ছেলে।র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানার আলীপুর মৎস্য আড়তে মন্টু ফরাজীর মালিকানাধীন এফ,বি তামান্না ট্রলারের জেলেরা মঠবাড়িয়া থেকে আলীপুর আসতে দেরি করায় মালিকপক্ষের লোকজন জেলে হেলাল হাওলাদার (২৪) সহ আরও দু'জনকে বেধড়ক মারধর করে। এতে গুরুতর আহত হেলালকে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতাল ও পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর নিহত হেলালের মা শেফালী বেগম বাদী হয়ে মহিপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ট্রলার মালিক মন্টু ফরাজী, তার ব্যবসায়ীক পার্টনার শুকুর খান সহ কয়েকজনকে আসামি করা হয়।র্যাবের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পলাতক থাকার পর শুকুর খানকে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার করা সম্ভব হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে মঙ্গলবার রাতে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।ভোরের আকাশ/জাআ
১০ সেপ্টেম্বর ২০২৫ ০৮:১৬ পিএম
মঠবাড়িয়ায় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ সোহেল হাওলাদার (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃত সোহেল হাওলাদার উপজেলার দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত সোবাহান হাওলাদারের ছেলে।থানা সূত্রে জানাগেছে, শনিবার দুপুরে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে এসআই আলী আকবর অভিযান চালিয়ে এলাকাবাসীর সহায়তায় বড় মাছুয়া বাজারের ব্রিজের ঢালের রাস্তা থেকে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। রোববার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।ভোরের আকাশ/জাআ
২৩ আগস্ট ২০২৫ ০৭:০৪ পিএম
মঠবাড়িয়ায় গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিজয় র্যালি ও আলোচনা সভা
৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।রোববার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বিশাল বিজয় র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে কয়েক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।পরে মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ফরাজী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।এছাড়া আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সদস্য এডভোকেট রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপি নেতা খালিদ সাইফুল্লাহ আমীন বাবু, ইসমাইল হোসেন হাওলাদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা বলেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থান ছিল স্বৈরশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ লড়াইয়ের গৌরবোজ্জ্বল দিন। গণতন্ত্র পুনরুদ্ধারে এই আত্মত্যাগের চেতনাকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।ভোরের আকাশ/জাআ
০৫ আগস্ট ২০২৫ ০৯:১২ পিএম
মঠবাড়িয়ায় স্কুল শিক্ষকের লাশ মিলল খেলার মাঠে
পিরোজপুরের মঠবাড়িয়ায় মো. নাসির উদ্দিন আহম্মেদ (৬৮) নামে এক স্কুল শিক্ষকের এর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকাল চারটার দিকে শহরের কে.এম লতীফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গত একদিন ধরে নিখোঁজ ছিলেন।নিহত শিক্ষক নাসির উদ্দিন মঠবাড়িয়া কে.এম লতীফ ইনস্টিটিউশনের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি শিক্ষক পদে কর্মরত ছিলেন। তিনি শারিরীক অসুস্থতার জন্য ২০১৪ সালের ৩১ মে স্বেচ্ছায় শিক্ষকতায় অবসর গ্রহণ করেন। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ওই স্কুল শিক্ষক গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের ব্যাংক কলেনীর শেরে বাংলা পাঠাগার সংলগ্ন নিজ বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি। তার নিখোঁজ হওয়ার বিষয়ে ছেলে রিয়াজ উদ্দিন মঠবাড়িয়া থানায় শনিবার দিনগত রাতে একটি সাধারন ডায়রি করেন। এরপর তার সন্ধান চেয়ে পরিবারের স্বজনরা শহরে মাইকিং করেন। রবিবার বিকাল চারটার দিকে স্থানীয়রা খেলার মাঠের সভামঞ্চে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থালে এসে তার লাশ উদ্ধার । এ সময় তার থেতলানো মাথা থেকে রক্ত ঝড়ছিলো। স্কুল শিক্ষকের এমন মৃত্যু রহস্যজনক বলে এলকাবাসির ধারনা। নিহত স্কুল শিক্ষকের ছেলে মো. রিয়াজ উদ্দিন বলেন, শনিবার সকাল নয়টার দিকে বাবাকে ঘুম থেকে জাগিয়ে তুলি। এরপর বাবা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তিনি নিখোঁজ হন। আমি থানায় সাধারন ডায়রি করেছি। বাবার এমন মৃত্যুতে আমরা দিশেহারা । বাবার মাথাা থেতলানো ও রক্তাক্ত ছিলো। পুলিশ তদন্ত করে তার মৃত্যু রহস্য উদঘাটন করবে।মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, স্থানীয়দেও মাধ্যমে খবর পেয়ে স্কুল মাঠের সভামঞ্চ থেকে ওই স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। তার মৃত্যু ময়না তদন্ত শেষে নিশ্চিত হওয়া সম্ভব হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।ভোরের আকাশ/আজাসা
১৩ জুলাই ২০২৫ ০৯:২৭ পিএম
গোবিন্দগঞ্জে বাঁশঝাড় থেকে নারীসহ ২ জনের লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক বাঁশঝাড় থেকে শাহানারা বেগম (৪৫) ও বুলু মন্ডল (৪০) নামের ২ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (৭ জুলাই) সকালে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের এক বাশঝাড় থেকে ঝুলন্ত অবস্থায় শাহানারা বেগমকে ও একই উপজেলার শিবপুর ইউনিয়ন এলাকার বাঁশঝাড়ে পড়ে থাকা কাদায় মাখা অবস্থায় বুলু মন্ডলের লাশ উদ্ধার করা হয়।নিহত শাহানারা বেগম রাখালবুরুজ ইউনিয়নের পালাশবাড়ী গ্রামের বকুল প্রধানের স্ত্রী ও বুলু মন্ডল শিবপুর ইউনিয়নের কানিপাড়া গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে পালাশবাড়ী গ্রামে বাড়ির পাশের বাঁশঝাড়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় শাহানারা বেগমের লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয়রা খবর দিলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।অন্যদিকে একই দিন সকালে কানিপাড়া গ্রামের একটি বাঁশঝাড়ের নিচে কাদায় মাখা অবস্থায় বুলু মন্ডলের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে লাশ উদ্ধার করে পুলিশ।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, পৃথক বাঁশঝাড় থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবার দুটির পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।ভোরের আকাশ/জাআ
০৮ জুলাই ২০২৫ ০১:৪৫ এএম
১৬ বছর পর মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন কাল
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দীর্ঘ ১৬ বছর পরে মঠবাড়িয়া পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।আগামীকাল মঙ্গলবার (৮ জুলাই) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সম্মেলনস্থলে নির্মাণ করা হয়েছে প্যান্ডেল।সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বইছে উৎসাহ-উদ্দীপনা। সদস্য পদ যাচাই-বাছাই কেন্দ্র করে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে। উভয়পক্ষের সাত জন আহত হয়েছে। বিএনপির এক অংশের অফিসে ককটেল হামলার ঘটনা ঘটেছে।দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনে বিএনপির কাজী রওনাকুল ইসলাম টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।পৌর বিএনপি'র সভাপতি পদপ্রার্থী নাজমুল কামাল মুন্সি, জসিম ফরাজী, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিজানুর রহমান, অহিদুজ্জামান মিল্টন, মোঃ দুলাল, আবু মাস্টার যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী রিয়াজুল হক,শাহিন রেজা।পৌর বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবির দৈনিক ভোরের আকাশ কে বলেন, সম্মেলন সফল করতে আমরা রাত-দিন কাজ করে যাচ্ছি। পৌর বিএনপির ইতিহাসে এটি সেরা সম্মেলন হবে। সম্মেলনে শত শত নেতা-কর্মী অংশ নেবেন। এর মাধ্যমে ত্যাগী নেতাদের নেতৃত্বে আনা হবে।উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মৃধা এই প্রতিবেদককে বলেন, মাঠপর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতেই নতুন নেতা নির্বাচন করা হবে। সম্মেলন সফল করতে ইতিমধ্যে তাঁরা সব সাংগঠনিক কাজ শেষ করেছেন।ভোরের আকাশ/জাআ