চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ০১:৩০ পিএম
চাঁপাইনবাবগঞ্জে জনতার হাতে বিএসএফ সদস্য আটক
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র এক সদস্যকে আটক করেছে স্থানীয়রা। পরে উত্তেজিত জনতার রোষানল থেকে রক্ষায় ওই বিএসএফ সদস্যকে নিজেদের হেফাজতে নিয়েছে বিজিবি।
বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর-টেক সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবি’র ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি অধিনায়ক ও বিজিবির অন্য সূত্রগুলো জানিয়েছে, সকাল ৮ টার দিকে জোহরপুর সীমান্ত দিয়ে বিএসএফ সদস্য গণেশ মুর্তি বাংলাদেশ ভূখণ্ডে চলে আসেন। এ সময় স্থানীয় জনতা তাকে ধরে ফেলেন। মুহূর্তের মধ্যে সেখানে অনেক মানুষ জড়ো হয়। খবর পেয়ে বিজিবি সদস্যরা সেখানে গিয়ে জনরোষ থেকে বাঁচাতে ওই বিএসএফ সদস্যকে নিজেদের হেফাজতে নেয়।
বিজিবি অধিনায়ক ফাহাদ মাহমুদ রিংকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জহুরপুর বিওপির একটি টহলদল, টহল পরিচালনাকালে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্তবর্তী নারায়নপুর, সাতরশিয়া নামক ¯’ান হতে ৭১ ব্যাটালিয়ন বিএসএফ এর নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গনেশ মুর্তি (৪৩) নামক ১ জন বিএসএফ সদস্যকে মদ্যপ অব¯’ায় অস্ত্র ও গোলাবারুদসহ গ্রামবাসীর নিকট হতে উদ্ধার করে।
পরবর্তীতে বেলা সাড়ে ১১টায় আটককৃত বিএসএফ সদস্যকে বিধি মোতাবেক বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে, ওই বিএসএফ সদস্যকে হস্তান্তর করা হয়েছে এবং পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।
ভোরের আকাশ/আজাসা