কালীগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ ফারুক আহমেদের ইন্তেকাল
গাজীপুরের কালীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক এবং জনপ্রিয় ব্যক্তিত্ব আজাদ ফারুক আহমেদ আর আমাদের মাঝে নেই। শুক্রবার (২৩ মে) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
বার্ধক্যজনিত নানা রোগে দীর্ঘদিন ভোগার পর তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। একই দিন বাদ আসর কালীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আজাদ ফারুক আহমেদ ছিলেন কালীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের ইউপি চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি এবং কালীগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি। সমাজ সেবায় তার অবদান কালীগঞ্জবাসী গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তিনি মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনের অনেক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২মে) দুপুরে এই দূর্ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শালবাড়ী গ্রামে। মৃত্যু ব্যক্তির নাম মালেকুল ইসলাম (৪০)। সে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের সুজার ছেলে বলে জানা গেছে।জানা যায়,মৃত মালেকুল শ্বশুরবাড়ী শালবাড়ী গ্রামে শ্যালকের ধান কাটার জন্য আসেন। সকালে কিছুটা ধান কাটা হলে দুপুরে শ্যালক সহ ভাত খেতে বাসায় আসেন। ভাত খাওয়া শেষে টিনশেডে রুমে হেলান দিয়ে বিশ্রাম নেওয়ার সময় বাড়ীর বৈদ্যুতিক লাইনের তার লিকেজ হয়ে ঘরের টিনের সাথে বিদ্যুতায়িত হয়ে এ দূর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে হলদীবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।যোগাযোগ করা হলে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ভোরের আকাশ/হ.র
সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্ত থেকে মো. আরাফাত হোসেন (৪০) নামের যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।নিহত আরাফাত হোসেন এলাকার সিল্ক সিটি হোটেলের কর্মচারী ছিল, সে ফরিদপুর জেলার বাসিন্দা বলে জানা গেছে।শুক্রবার (২৩ মে) সকালে সলঙ্গার হাটিকুমরুল গোল চত্বর এলাকায় এঘটনা ঘটে।সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) পুলক বলেন, খবর পেয়ে সকালে হাটিকুমরুল গোলচত্বরে হাইওয়ে রেস্ট হাউজের পিছনে ফাঁকা জায়গায় থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে ইটের আঘাতে মুখ থেতলে দেয়া হয়েছে। মরদেহে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে কি ভাবে হত্যা করা হয়েছে। ভোরের আকাশ/হ.র
মানিকগঞ্জ জেলার সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে গড়পাড়া দিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু পরিক্ষা, ছানি রোগী বাছাই ও ছানি অপারেশনের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।এছাড়াও দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরিক্ষা, ডায়বেটিক পরিক্ষা ও ঔষধ বিতরণ কর্মসূচি করা হয়।শুক্রবার (২৩ মে) দিনব্যাপী গড়পাড়া ইউনিয়নের ঘোনা গ্রামে গড়পাড়া দিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে লায়ন্স ক্লাব অফ ঢাকা রজনীগন্ধা।ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনা পয়সায় চক্ষু চিকিৎসা করতে পেরে বেশ আনন্দিত গ্রামবাসী। পরবর্তীতে বিনামূল্যে অপারেশনের জন্য সর্বোচ্চ সহযোগিতা করবে সংগঠনটি।ঘোনা গ্রামের রেবেকা বেগম বলেন, অনেকদিন ধইরা শরীর খারাপ লাগতো। আজকে জানলাম আমার ডায়াবেটিস আছে। তারা পরামর্শ দিয়েছে, ওষুধও দিয়েছে। এই ক্যাম্পটা না থাকলে জানতেই পারতাম না।দিনমজুর রফিক ইসলাম বলেন, ‘চোখে অনেকদিন ধরে ঝাপসা দেখতেছিলাম। ভাবতাম ময়লা পড়ছে বা চোখ শুকাইয়া গেছে। আজকে ডাক্তার বললো ছানি হইছে। তারা অপারেশনের ব্যবস্থা করতেছে। এই বয়সে অন্ধ হইয়া যাইতাম, আল্লাহ তাদের মঙ্গল করুক।’লায়নস ক্লাব অফ ঢাকা লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ এ টু এর গভর্নর লায়ন মোঃ হানিফ জানান, এত চক্ষু রোগী যে আসবে এখানে তা কল্পনা করিনি। অনেকের চোখে অপারেশন করাতে হবে সেটি আমরা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত সহ পরবর্তীতে করে দেবো। আমরা মানুষের যে কোন বিপদে আপদে পাশে থেকেছি ।এ সময় উপস্থিত ছিলেন লায়নস ক্লাব অফ ঢাকা লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ এ টু এর গভর্নর লায়ন মোঃ হানিফ , ডিস্ট্রিক্ট ৩১৫ এ ২ এর কেবিনেট সেক্রেটারি লায়ন এজাজ আহমেদ, লায়ন্স ক্লাব অফ ঢাকা রজনীগন্ধার প্রেসিডেন্ট লায়ন ইঞ্জিনিয়ার কবির আহমেদ মোমিন, সাবেক প্রেসিডেন্ট, ইঞ্জিনিয়ার এহসানুল কবির শুভ, লায়ন জাহিদুর রহমান, লায়ন মরিয়ম বিনতে হোসেন, গড়পাড়া দিঘী বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জালাল উদ্দিন আহমেদ দেলজু , দাতা সদস্য সালাম আহমেদ, মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন সাদ্দাম আহাম্মেদ এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য শামসুর রহমান ও আয়নাল সহ বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ।ভোরের আকাশ/জাআ
জামালপুর জেলা কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট এসোসিয়েশনের পরিচিতি সভা ও সাংস্কৃতিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৩ মে) বেলা ১১টায় শিল্পকলা একাডেমিতে এ মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।এসোসিয়েশনের সভাপতি নাসিমুল মুছাভের লোনিক এতে সভাপতিত্ব করেন।বক্তব্য রাখেন-সহসভাপতি রিয়াজুল ইসলাম, রাজেশ কুমার পাল গুরুদাস, আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, আরিফুল আলম আপন, সাইফুল ইসলাম ইদু, সহসাংগঠনিক সম্পাদক ফজলুল হক, রুবেল আহমেদ, রাসেল সরকার, কিসমত আলী, আবু আল আরাফাত ও ইসমাইল হোসেন প্রমুখ।অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল দৈনিক খবরপত্র।ভোরের আকাশ/জাআ