বাবুল আহমেদ, মানিকগঞ্জ
প্রকাশ : ১২ মে ২০২৫ ১১:১৩ এএম
তীব্র তাপপ্রবাহেও থেমে থাকেনি শ্রমজীবীও সাধারণ মানুষের জীবন
গত এক সপ্তাহ তীব্র তাপপ্রবাহে পুড়ছে মানিকগঞ্জ। গতকাল রোববার (১১ মে) তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করেছে জেলা জুড়ে।
আজ সোমবার (১২ মে) বেলা ১১টায় তাপমাত্রা কিছুটা কমে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে বিকেল নাগাত তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
এবিষয়ে জেলার সিভিল সার্জন জানান, এই তীব্র তাপপ্রবাহে জরুরি প্রয়োজন ছাড়া কাউকে বাড়ি থেকে বের না হতে পরামর্শ দিয়েছেন তিনি।
সূত্র জানায়, এই তীব্র তাপদাহে শহরে খুব কম লোকজন চলাচল করতে দেখা গেছে।তবে তীব্র তাপপ্রবাহে থেমে থাকেনি শ্রমজীবীও সাধারণ মানুষের জীবন। তীব্র তাপপ্রবাহের মধ্যে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে জেলা সদর হাসপাতালে আসছেন।
মানিকগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা যায়, তীব্র দাবদাহের জন্য প্রতিদিন ১০ থেকে ১২ জন রোগী চিকিৎসা নিতে আসছে। এরমধ্যে শ্রমজীবী মানুষ বেশি। এছাড়াও দাবদাহে রান্না করতে গিয়ে অনেক নারী অসুস্থ হয়ে হাসপাতালে আসছেন।
আবহাওয়া অফিসার জানায়, গতকাল রোববার মানিকগঞ্জে সর্বোচ্চ ৩৯ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার ৩৮.৭ ডিগ্রি তাপমাত্রা, শুক্রবার ৩৯.৪ ডিগ্রি তাপমাত্রা ছিল।
ডাক্তার শফিকুল ইসলাম জানান, জীবিকার তাগিদে যারা বের হবেন তাদের সাদা রঙের কাপড় বা হালকা রঙের পাতলা কাপড় পরতে বলা হয়েছে। ছাতাবা টুপি ব্যবহার ওপর্যাপ্ত পরিমাণে পানি পানের পরামর্শ দেন। অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে নিকটতম হাসপাতালে যেতে পরামর্শ দেন তিনি।
ভোরের আকাশ/সু