চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ০৩:২৩ পিএম
ছবি-ভোরের আকাশ
নিয়োগবিধি সংশোধন করে ১৪ তম গ্রেড প্রদানসহ ৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।
মঙ্গলবার সকাল ১০ টায় জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এ করর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হেলথ অ্যাসিসট্যান্ট অ্যাসোসিয়েশন। প্রায় তিন ঘণ্টা ধরে চলা অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, নিয়োগবিধি সংশোধন ও শিক্ষাগত যোগ্যতা স্নাতক বিজ্ঞান সংযোগ করে ১৪ তম গ্রেড প্রদান, ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা বাস্তবায়নের দাবিতে তারা দেশব্যাপী আন্দোলন করে আসছেন। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।
ভোরের আকাশ/আজাসা