চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জে দুই উপজেলায় বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)-জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ আগস্ট) দিনব্যাপি শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সুহৃদ সমাবেশ, শিবগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিবগঞ্জ উপজেলার সেরা ৮টি বিদ্যালয়কে নিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়গুলো হলো- শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়, কানসাট মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, বিনোদপুর উচ্চ বিদ্যালয়, রানিহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয়, মোবারকপুর উচ্চ বিদ্যালয় ও সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আজিজ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল তোয়াব, কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল বাসার ও ছত্রাজিতপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ। সুহৃদ সমাবেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী একেএস রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসসের চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা শরিফুল ইসলাম, বাংলাদেশ প্রেস ক্লাব শিবগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেতাউর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল-বশরী সোহান, সাইমুম সাদাব, ফাইয়াজ রহমান তন্ময়সহ গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। এ প্রতিযোগিতায় ২০০ নম্বরের মধ্যে ১৭৯ নম্বর পেয়ে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়। এতে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন ও নয়ালাভাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয় দল রানার্সআপ হয়।এছাড়া প্রতিযোগিতায় মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের শুভা মনি শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিরা। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে উপজেলার সেরা ৪টি শিক্ষাপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণ করে। উপজেলা পরিষদ মিলনাআয়তনে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় চাম্পিয়ন হয়। সুহৃদ সমাবেশ গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি মুরশিদুল হাসান সাগরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী। শেষে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। ভোরের আকাশ/মো.আ.
৩১ আগস্ট ২০২৫ ১১:৫৩ এএম
শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাতে শিবগঞ্জ পৌরসভার ইসরাইল মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার আসামি ইসরাইল মোড় এলাকার ইউনুস আলীর ছেলে। ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে পৌর এলাকার ইসরাইল মোড়ে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি তোফাজ্জল হোসেন ওরফে তোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়।তিনি আরও বলেন, শিবগঞ্জ থানায় অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সে। যার মামলা নম্বর ৩৩ তারিখ ২০-০৮-১৫। শনিবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।ভোরের আকাশ/মো.আ.
৩১ আগস্ট ২০২৫ ১০:১৫ এএম
চাঁপাইনবাবগঞ্জে পুকুর রক্ষার দাবিতে পাঁচ মহল্লাবাসীর মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড় সংলগ্ন একটি পুকুর রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।শনিবার সকালে পুকুরপাড় এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা মানববন্ধনে শান্তিমোড়সহ আজাইপুর, আরামবাগ, শংকরবাটি, রামকৃষ্টপুরের বাসিন্দারা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, শহরের শান্তিমোড়ে অবস্থিত বিশাল আকৃতির একটি পুকুরটি ডোমন সিং নামে এক ব্যক্তি খনন করেন। পুকুরটি ডোমন সিংয়ের পুকুর নামে পরিচিতি। দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা দৈনন্দিন কাজে ব্যবহার করে আসছিলেন। কিন্তু সম্প্রতি পুকুরটি একটি চক্র দখলের পায়তারা করছে। ওই চক্রটি জাল দলিল তৈরি করে প্রায় ৩ বিঘা আয়তনে পুকুর ও পুকুরপাড় দখল করার চেষ্টা করছে। এতে স্থানীয়রা পুকুরের পানি ব্যববহার করতে না পেরে ভোগান্তির মধ্যে পড়বেন। স্থানীয়দের প্রতিরোধের মুখে প্রথমবার দখল করতে না পারলেও এখনও নানামূখি তৎপরতা চালাচ্ছে চক্রটি। পুকুরটি রক্ষায় জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।বীর মুক্তিযোদ্ধা লাল মোহাম্মদ লালুর সভাপতিত্বে প্রধান আতিথির বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল বারেক, ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুলাল আলী, সেরাজুল ইসলাম, আইনজীবী আব্দুল খালেদ, এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি মো. জার্জিস, শামীম আহমেদ প্রমুখ।ভোরের আকাশ/জাআ
২৩ আগস্ট ২০২৫ ০৭:৪৩ পিএম
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। সোমবার (১৮ আগস্ট) টানা আড়াই ঘণ্টার অভিযানে অনিয়মের সত্যতা পায় দুদকের অভিযানিক দল। অভিযান শেষে দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইসলামাইল হোসেন। তিনি বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চিকিৎসাসেবা প্রদানে হয়রানিসহ নানা অনিয়মের অভিযোগে বেলা সাড়ে ১১ অভিযান শুরু করে একটি দল। দুপুর ২ টায় অভিযান শেষ হয়। অভিযানে রোগীদের সরবরাহ করা খাবারের মান ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সের অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়। এছাড়াও চিকিৎসক সংকটের কারণে স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে বলেও নজরে আসে দুদক অভিযানিক দলের। উল্লেখিত বিষয়গুলো প্রতিবেদন আকারে ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে জানিয়েছেন ইসমাইল হোসেন।এই অভিযানের ফলে হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে এক ধরনের তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয়রা আশা করছেন, দুদকের এই পদক্ষেপের পর হাসপাতালের সেবার মান উন্নত হবে এবং অনিয়ম দূর হবে।ভোরের আকাশ/মো.আ.
১৮ আগস্ট ২০২৫ ০৩:৩৮ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ডোবার পানিতে তিন শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় ডোবার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।রোববার সকাল ও বিকেলে আলাদা দুটি ঘটনায় মারা যায় তারা। এরমধ্যে চাঁপাইননবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার একটি ডোবায় ডুবে মারা যায় দুই শিশু।চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান ও শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।মৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর-চকপাড়ার কাউসার আলী লিটনের ছেলে মোজাহিদুর রিহান (৭) ও মো. খোকনের ছেলে আব্দুল্লাহ আল আরিয়ান (৫) ও শিবগঞ্জ উপজেলার দশরশিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আবু সাঈদ (১০) মাস।সদর থানার ওসি মতিউর রহমান বলেন, মহানন্দা নদীতে পানি বৃদ্ধির কারণে চরমোহনপুর এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়। সেখানকার একটি ডোবায় জমে থাকা পানিতে ডুবে যায় মোজাহিদুর ও আরিয়ান। পরে দুইজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের কর্তব্যরত ডাঃ মনিরা খাতুন বলেন, বিকাল ৩টা ৫০ মিনিটে হাসপাতালে নিয়ে আসলে তাদের ইসিজি করে মৃত ঘোষণা করি এবং পুলিশকে খবর দিলে তারা প্রক্রিয়াধীন করে।এ ব্যাপারে সদর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।অন্যদিকে, শিবগঞ্জ উপজেলার দশরশিয়া এলাকায় বাড়ির পাশে একটি ডোবায় ডুবে মারা যায় আবু সাঈদ নামে ১৩ মাস বয়সের এক শিশুর। বাড়ির পাশে খেলার সময় অসাবধানতা ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে জানান শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া।ভোরের আকাশ/জাআ
১৭ আগস্ট ২০২৫ ০৬:৪২ পিএম
চাঁপাইনবাবগঞ্জে আবাসিক মাদরাসায় ২ ছাত্রীর রহস্যজনক মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি আবাসিক মাদরাসায় দুই ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) রাতে রাধানগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডুবার মোড় শেফালী বেগম মহিলা নুরানী হাফিজিয়া আবাসিক মাদরাসায় এ ঘটনা ঘটে।মৃতরা হলো- একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লেবুডাঙ্গা গ্রামের মো. তরিকুলের মেয়ে মোসা. তানিয়া (১২) ও ৯ নম্বর ওয়ার্ডের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে মোসা. জামিলা (১০)।স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, মাদরাসা ও হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাতে একত্রে খাবার পর মাদরাসার ছাত্রীরা ঘুমিয়ে পড়ে।মাদরাসার একতলা পাকা ভবনের আবাসিক হলকক্ষে একত্রে ১৩ ছাত্রী ঘুমায়। রাত দেড়টার দিকে হঠাৎ তানিয়া ও জামিলা অসুস্থ বোধ করে ও বমি করতে থাকে। বিষয়টি টের পেয়ে মাদরাসায় অবস্থানরত একমাত্র শিক্ষিকা সাহিদা বেগম স্থানীয়দের ও অসুস্থ শিশুদের পরিবারে খবর পাঠান। শনিবার (১৬ আগস্ট) ভোররাত ৩টার দিকে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।সেখানে কর্তব্যরত চিকিৎসক আলিম উদ্দিন প্রথমে জামিলাকে মৃত ঘোষণা করেন। কিছুক্ষণের মধ্যে তানিয়াও মারা যায়। তাকে ঠিকমতো চিকিৎসার সুযোগই পাওয়া যায়নি বলে জানান চিকিৎসক।মেডিক্যাল অফিসার আলিম বলেন, তানিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। তার বাম পায়ের গোড়ালিতে ক্ষতচিহ্নও পাওয়া গেছে। অপরদিকে জামিলার দেহে বাহ্যিকভাবে তেমন কোনো চিহ্ন মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপের কামড় বা কোনোরকম বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। মৃতদেহের পরিবর্তনের লক্ষণও সেইরকম। যেহেতু মাদরাসার অন্য শিক্ষার্থীরা আক্রান্ত হয়নি, তাই ঘটনাটি খাদ্যে বিষক্রিয়াজনিত নাও হতে পারে বলেও মন্তব্য করেন ডা. আলিম।গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, শিশু দুজনের মৃত্যুর কারণ নিশ্চিত নয়। তবে সাপের কামড়ে তাদের মৃত্যু হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মতিউর রহমান শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থল পরিদর্শন ও পুলিশের সঙ্গে ঘর তল্লাশির পর বলেন, শিশুদের মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। তবে সাপের কামড় বলে ধারণা করা হচ্ছে।সংশ্লিষ্ট ইউপি ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম বলেন, ভবনটির চারদিকে ঝোপ-জঙ্গল রয়েছে। সাপের কামড়ে শিশুদের মৃত্যু হয়েছে বলে শোনা গেছে। ওই এলাকায় বিষাক্ত সাপের উপদ্রব রয়েছে।মাদরাসার কেয়ারটেকার ওবাইদুল ইসলাম বলেন, বিষাক্ত সাপের কামড়ে শিশুদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ভোরের আকাশ/মো.আ.
১৬ আগস্ট ২০২৫ ১২:৩৫ পিএম
শিবগঞ্জে বন্যা দুর্গতদের পাশে বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশী
টানা বন্যায় বিপর্যস্ত শিবগঞ্জের দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশী। তারেক রহমানের নির্দেশে আয়োজিত এই উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ এবং শুকনো খাবার বিতরণ করা হয়।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, পাঁকা ও উজিরপুর ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশী।বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে পাঁকা ইউনিয়নের দশ রশিয়া গাইপাড়ায় আয়োজিত কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ এবং শুকনো খাবার বিতরণ করা হয়।ইদ্রিস আহমেদ ট্রাস্টের উদ্যোগে পরিচালিত এই সেবামূলক কার্যক্রমে শত শত বন্যা দুর্গত মানুষ চিকিৎসা ও ত্রাণ সহায়তা গ্রহণ করেন।এ সময় বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশী বলেন, বন্যা শুধু ঘরবাড়ি নয়, মানুষের জীবিকা ও স্বাস্থ্যকেও বিপর্যস্ত করে দেয়। আমাদের সাধ্যমতো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত। তারেক রহমানের নির্দেশে আমরা এই উদ্যোগ নিয়েছি, যাতে অন্তত কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।সারাদিন ধরে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা চিকিৎসা শিবির পরিচালনা ও ত্রাণ বিতরণে অংশ নেন। দুর্গতরা এই উদ্যোগের জন্য আয়োজক ও সহযোগীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান।উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় মোট পাঁচটি ইউনিয়নের দশ হাজারের বেশি ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এলাকায় বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে, ৪২টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।ভোরের আকাশ/জাআ
১৩ আগস্ট ২০২৫ ০৬:২৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পৃথক বিজয় র্যালি
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ‘আওয়ামী ফ্যাসিস্টদের পতন ও ছাত্রজনতার বিজয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পৃথকভাবে বিজয় র্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।বুধবার বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকারের নেতৃত্বে একটি বিজয় র্যালি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এসময় অন্যদের উপস্থিত ছিলেন বিএনপি নেতা-কামরুল আরেফিন বুলু, অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, মসুদা আফরোজা হক শুচিসহ অন্যরা।অন্যদিকে, জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের নেতৃত্বে আরেকটি বিজয় র্যালি নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শান্তিমোড়ে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে সিনিয়র যুগ্ম আহ্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, হায়াতুদ্দৌলা, বিএনপি নেতা আব্দুস সালাম তুহিন, তারিক আহমদ, আবু তাহের খোকন, সারোয়ার জাহান, ইসমাইল হোসেনসহ অন্যরা।এছাড়া, শিবগঞ্জে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞার নেতৃত্বেও একটি বিজয় র্যালি বের হয়। বিএনপির এই পৃথক কর্মসূচিতে দলের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন দেন।র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা চলমান আন্দোলনকে আরও বেগবান করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, বর্তমান অবৈধ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে হবে। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।ভোরের আকাশ/জাআ
০৬ আগস্ট ২০২৫ ০৮:০৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
দুই জেলার বাসচালকদের মধ্যে মারামারির জের ধরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বন্ধ রয়েছে বাস চলাচল।সোমবার (২৮ জুলাই) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের কোন বাস রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়নি। হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।বাস চালক ও শ্রমিকনেতারা জানান, গত শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে দুই জেলার বাস চালক ও শ্রমিকদের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধর করেন রাজশাহীর চালকেরা। পরে রাজশাহীর আরেক চালককে মারধর করেন চাঁপাইনবাবগঞ্জের চালক ও শ্রমিকেরা।এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাস বন্ধের কারণে ভোগান্তির শিকার যাত্রীরা। তারা অটোরিকশা, সিএনজি চালিত অটোরিকশায় ঝুঁকি নিয়ে রাজশাহীসহ অন্যান্য গন্তব্যে যাচ্ছেন।কয়েকজন যাত্রী জানান, বাস চলাচল বন্ধ থাকায় আমরা খুবই কষ্টে আছি। বিশেষ করে রোগী, শিক্ষার্থী, বয়স্ক লোকজনসবাই বিপদে পড়ছে। বিকল্প যানে যেতে হচ্ছে, যেগুলোর ভাড়া অনেক বেশি। সাধারণ মানুষ এই ভাড়া বহন করতে পারছে না। আমরা চাই দ্রুত বাস চলাচল স্বাভাবিক হোক। চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির কাছে অনুরোধ, বিষয়টা গুরুত্ব দিয়ে দেখেন।চাঁপাইনবাবগঞ্জ জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি প্রভাষক মোঃ আব্দুল কাদের কামাল জানান, গত শনিবার রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক চালকের সঙ্গে রাজশাহীর এক চালকের মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার জের ধরে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জমুখী সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ থেকেও কোনো বাস রাজশাহীতে যাচ্ছে না। ফলে দু’পাশ থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপদে পড়েছেন সাধারণ যাত্রীরা। রোগী, শিক্ষার্থী, নারী ও বয়স্ক মানুষদের চরম ভোগান্তি হচ্ছে। এটা আমাদের অভ্যন্তরীণ কোনো বিরোধ নয়, এটা দুই জেলার চালকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আমরা চাই আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান হোক এবং বাস চলাচল স্বাভাবিক হোক।ভোরের আকাশ/এসএইচ
২৮ জুলাই ২০২৫ ০৩:০৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জে জুলাই অভ্যুত্থানে শহীদদের নামে বৃক্ষরোপন
জুলাই অভ্যুত্থানে দুই শহীদের নামে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপন করা হয়েছে। শনিবার সকালে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের কাছে দুটি গাছ লাগানো হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ গাছ দুটি রোপন করেন।পরে শিক্ষার্থীদের মাঝে ১শ বৃক্ষের চারা বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে শহিদ তারেক হোসেন ও মতিউর রহমানের পরিবার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আব্দুল মান্নান, জুলাই আন্দোলনের নিহত ও আহতের পরিবার, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।জেলা প্রশাসন জানিয়েছে, জুলাই পুনর্জাগন অনুষ্ঠানমালার অংশ হিসেবে শহীদদের নামে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়। গণঅভ্যুত্থানের সময় ঢাকায় শহীদ চাঁপাইনবাবগঞ্জের তারেক হোসেন ও মতিউর রহমানের নামে একটি পারিতাজ ও আরেকটি কর্পূর গাছ লাগানো হয়। অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।ভোরের আকাশ/জাআ
১৯ জুলাই ২০২৫ ০১:৫৬ পিএম
মা-বাবাকে মারধর, গ্রামবাসীর পিটুনিতে মাদকসেবী যুবককের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউপির রামচন্দ্রপুর বগিপাড়ায় মা-বাবাকে মারধর করায় গ্রামবাসীর পিটুনিতে মাদকসেবী যুবক নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সদর থানায় বৃহস্পতিবরে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। নিহত যুবক মাহাবুর ইসলাম বাবু (২৮) গ্রামের শিশ মোহাম্মদের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, নিহতের ছোট বোন শিরিন ইয়াসমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারের উল্লেখ করা হয়েছে ,বুধবার সকালে মা হেনা বেগমের কাছে মাদকের টাকা চায় মাহাবু। দিতে অস্বীকার করলে মাকে মারতে তেড়ে আসে সে। এ সময় মাকে রক্ষা করতে বাবা এগিয়ে আসল বাবার গলা টিপে ধরে মাহাবুর। শ্বাসরদ্ধ হয়ে বাবা মৃত্যুর উপক্রম হলে মা এগিয়ে আসে। তখন মাকে ইটের আঘাতে রক্তাক্তভাবে আহত করে বাড়ি থেকে বের হয়ে যায় মাহবুর। রাতে বাড়ি ফিরলে প্রতিবেশী ও স্বজনরা তাকে শাসন করতে গিয়ে বাড়ির খুঁটিতে বেঁধে লাঠিপেটা করে। এক পর্যায়ে মারা যান মাহাবুর। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠায়।ভোরের আকাশ/আজাসা