চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় বৃদ্ধকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামীদর উপস্থিতিতে এই দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হচ্ছেন শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ির সহিমুদ্দীন মন্ডলের ছেলে মো. মোস্তফা (৬৫), মোস্তফার ছেলে নয়ন আলী (৪২) ও মিলন আলী (২৪)।চাঁপাইনবাবগঞ্জের রাষ্ট্রপক্ষের আইনজীবি আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ২ জুন সন্ধ্যায় কয়লাবাড়িতে পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা মাইনুল ইসলামকে দেশীয় অস্ত্রসহ লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর ভাবে আহত করে। পরে ৬ জুন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মইনুল।এ ঘটনায় মাইনুলের ছেলে মাইনুর রহমান বাদি হয় শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ পরিদর্শক বরুন সরকার ওই বছরের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযাগ পত্র দাখিল করেন। আদালত মামলার স্বাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানী শেষে এই দন্ড প্রদান করেন। মামলায় অভিযোগ প্রমাাণিত না হওয়ায় আদালত অন্য দু’জনকে বেকসুর খালাস প্রদান করেন।ভোরের আকাশ/এসএইচ
০৮ জুলাই ২০২৫ ০৭:৫৪ পিএম
চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে, ১৫ জনের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নুরুল ইসলাম। এ সময় তিনি বলেন, অটিষ্টিক শিশুদের প্রতি অনুগ্রহ কিংবা করুনা নয়, তাদের জন্য প্রয়োজন আন্তরিকতা ও সঠিক পরিচর্যা। কারণ তাদের মাঝেও লুকিয়ে আছে সম্ভাবনা। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সম্পদ। সহযোগীতা পেলে তারাও দেশের সম্পদ হয়ে উঠতে পারে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীরা বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। অনেকে আবার উদ্যোক্তাও হচ্ছেন। আজ দেশের প্রতিটি এলাকার প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রতিমাসে তারা পাচ্ছেন ভাতা। এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবদুল অহাবসহ অন্যরা। ২০২৪-২০২৫ অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) এর আওতায় এই হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।ভোরের আকাশ/আজাসা
০৩ জুলাই ২০২৫ ০৮:০৪ পিএম
`ইন্দোনেশিয়ায় আম পাঠাতে সহযোগিতা করবে দূতাবাস'
চাঁপাইনবাবগঞ্জের আম বাগান ও কৃষিভিত্তিক পণ্য উৎপাদনের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সুয়োকো। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মহারাজপুরে অবস্থিত দেশের অন্যতম ফ্রুট প্রটেক্টিং পেপার ব্যাগ প্রস্তুতকারক প্রতিষ্ঠান চাঁপাই এগ্রো ইন্ডাষ্ট্রিজ পরিদর্শন করেন তিনি। পরে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান ঘুরে দেখেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আরিফ সুয়োকো। পরিদর্শন শেষে আরিফ সুয়োকো সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে কাজ করছে ইন্দোনেশিয়া দূতাবাস। এ অঞ্চলের ব্যবসায়ীরা ইন্দোনেশিয়ায় আম বা আমজাত পণ্য ও অন্যান্য কৃষিভিত্তিক পণ্য রপ্তানি করতে চাইলে দূতাবাস থেকে সহযোগিতা করা হবে। চাঁপাই এগ্রো ইন্ড্রাস্ট্রির বিভিন্ন প্রযুক্তি ও কার্যক্রমন নিয়েও কথা বলেন এই ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত। চাঁপাইনবাবগঞ্জ সফরে আরও উপস্থিত ছিলেন, ঢাকাস্থ ইন্দোনেশিয়া দূতাবাসের থার্ড সেক্রেটারি রব্বি ফিরলি হারখা, চাঁপাই এগ্রো ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও নারী উদ্যোক্তা জেসমিন আকতার, ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প উদ্যোক্তা মোঃ সফিকুল ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।ভোরের আকাশ/আজাসা
০১ জুলাই ২০২৫ ০৫:০৪ পিএম
শিবগঞ্জে চোর চক্রের সদস্য গ্রেপ্তার, উদ্ধার ১০ মোটরসাইকেল
চাঁপাইনবাবগঞ্জে সক্রিয় একটি চোরাই মোটরসাইকেল চক্রের সন্ধান পেয়ে চক্রটির সক্রিয় সদস্য বারিকুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে উদ্ধার হয়েছে আরও নয়টি চোরাই মোটরসাইকেল। শনিবার (২৮ জুন) ভোরে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বারিকুল শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। সদর মডেল থানার এসআই হরেন্দ্রনাথ দেবদাশ জানান, ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে মহারাজপুর এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে বেচাকেনার সময় চোরাই মোটরসাইকেলসহ বারিকুলকে আটক করা হয়। তার কাছ থেকে জব্দ করা হয় একটি রেজিস্ট্রেশনবিহীন কালো-লাল রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল। বারিকুলের স্বীকারোক্তি অনুযায়ী শিবগঞ্জ উপজেলার তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আরও নয়টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গ্রেপ্তারকৃত বারিকুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন জেলা থেকে চুরি করা বাইক এনে স্থানীয়ভাবে বিক্রি করত। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা (নং-৪৯, তারিখ: ২৮/০৬/২০২৫) দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে দন্ডবিধির ৩৭৯ ও ৪১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশ আরও জানায়, বারিকুলের চক্রে জড়িত অন্যান্য পলাতক সদস্যদের শনাক্তে অভিযান অব্যাাহত রয়েছে। চোরাই যানবাহন কেনাবেচায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্দেহভাজন মোটরসাইকেল কেনার সময় অবশ্যই যাচাই করে নিতে আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।ভোরের আকাশ/আজাসা
২৯ জুন ২০২৫ ০৫:৪৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
চাঁপাইনবাবগঞ্জে শিশু-কিশোরদের ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বাসেদ আলী বিশু (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।সোমবার (৯ জুন) সকালে জেলার গোমস্তাপুর উপজেলার সুবইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দীন ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।ওসি ও চেয়ারম্যান জানান, সকালে সুবইল ঈদগাহ মাঠে আম গাছের নিচে স্থানীয় শিশু-কিশোররা ক্রিকেট খেলছিলেন। এ সময় গাছের আম ঝরে যাবে এমন আশঙ্কায় নিহত বাসেদ আলীর স্বজনরা ওই শিশু কিশোরদের সেখানে ক্রিকেট খেলতে নিষেধ করে।এ নিয়ে সেখানে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। পরে সাবেক ইউপি সদস্য বায়রুল ইসলামের নেতৃত্বে তার লোকজন বাসেদ আলীর স্বজনদের উপর হামলা চালায়। এ নিয়ে দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান বাসেদ আলী। উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসেদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে ময়নাতন্তের জন্য। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ভোরের আকাশ/জাআ
০৯ জুন ২০২৫ ১১:৩৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ৮ জনকে পুশইন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে আবারও আটজন বাংলা ভাষাভাষীকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভারতের আলিপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। মঙ্গলবার (৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।আটককৃতদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নরেন্দ্রপুর এলাকার মো. গোলামের ছেলে ফায়েজ (২৮) ও আব্দুর রহমান সরকারের ছেলে আজিম সরকার (২৫), খুলনা জেলার দিঘলিয়া থানার আমবাড়িয়া এলাকার আজিমুদ্দিনের মেয়ে মোসা. মিম খাতুন (১৯), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বেলদহী গ্রামের শফিরুদ্দিনের ছেলে রুস্তুম আলী (৪৪), রাজশাহী চারঘাট থানার চরমুক্তাপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৩৫), রাজশাহীর তানোর থানার হরিদেবপুর গ্রামের গোবরধন দাসের মেয়ে দুঃখী দাস (৫৫), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার কাঞ্চন রানীপুর গ্রামের আতিকুর রহমানের মেয়ে রত্না আকতার নুপুর (২২) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বারইখালি গ্রামের ইব্রাহিমের মেয়ে নাদিরা খাতুন (৩৭)। ভোলাহাট এক নম্বর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আখতারুল ইসলাম বলেন, ভারত থেকে আসার সময় কয়েকজন পুরুষকে বিজিবি সদস্যরা আটক করেছেন।৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভোলাহাট উপজেলার চাঁদ শিকারি সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ সদস্যরা আটজনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে। বিজিবি তাদের আটক করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।উল্লেখ্য, ২৭ মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন করে বিএসএফ।ভোরের আকাশ/এসএইচ