ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৩৮ পিএম
ছবি: ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগে। এসময় ১নং সি এন্ড বি বাজার এলাকায় দখলদারদের হামলায় গাজীপুরের সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ারসহ দুই জন আহত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ী থেকে ১নং সিএন্ডবি বাজার পর্যন্ত ৪ কিলোমিটার সড়কের দুই পাশ দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়।
হামলায় আহতরা হলেন- সড়ক জনপথ বিভাগের সার্ভেয়ার রবিউল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান।
সড়ক জনপদ বিভাগের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযানে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এ কারণে অভিযানের কাজে অংশ নেয়া সার্ভেয়ার রবিউল আলম ও একজন অফিস স্টাফের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘেরাও করে মারধর করে। এতে দুজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত দু'জনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
উচ্ছেদ অভিযানের সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকৌশলী খন্দকার শরিফুল আলম সহ বিভিন্ন কর্মকর্তারা শ্রীপুর থানা মাওনা হাইওয়ে থানার পুলিশ সদস্যসহ ফায়ার সার্ভিস ও পল্লি বিদ্যুৎ কর্মীরা উপস্থিত ছিলেন ।
গাজীপুর জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, হামলার সময় আমি রাস্তার অপর পাশে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিয়েছি। হামলায় আহত সহকর্মী সার্ভেয়ারের সাথে কথা বলে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নিব। তবে সার্ভেয়ারের উপর হামলার পর উচ্ছেদ অভিযান আপাতত বন্ধ রয়েছে।
উচ্ছেদ অভিযান পরিচালনাকারী অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরীর বলেন, ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি বাজার থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত ৪ কিলোমিটার সড়ক জনপথ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে নিতে গত ২৮ আগস্ট গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরই ধারাবাহিকতায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক জনপথ বিভাগ। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে এ সময় হামলার ঘটনায় কারা জড়িত ছিল তা খতিয়ে দেখা হচ্ছে।
শ্রীপুর থানায় ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানান, সড়ক ও জনপথ বিভাগের অভিযানের জন্য পরিচালনার সময় পুলিশ মোতায়েন ছিল। আইনশৃঙ্খলা বাহিনী দ্বায়িত্বরত ম্যাজিষ্টেটের সাথে ছিলো।সার্ভেয়ার সহ কর্মকর্তারা অন্যত্র থাকায় সেখানে হামলার ঘটনা ঘটেছে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অভিযানে মহাসড়কের পাশের শতাধিক দোকানপাট এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ভোরের আকাশ/জাআ