গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুন ২০২৫ ০৫:০৮ পিএম
ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী নেতা কামরুজ্জামান কামাল।
শনিবার (১৪ জুন) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন তিনি। তবে সাংগঠনিকভাবে এখনো কোনো পদত্যাগপত্র জমা দেননি তিনি।
কামরুজ্জামান কামাল লিখিত বক্তব্যে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুকসুদপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক পদে আছেন তিনি। হৃদরোগসহ নানা শারীরিক সমস্যার কারণে তার পক্ষে আর রাজনীতিতে সক্রিয় থাকা সম্ভব নয়।
কামরুজ্জামান কামাল জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অবসর নিচ্ছেন তিনি। তাই, তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদকের পদ ত্যাগ করছেন। আজ থেকে তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে না এবং আর কখনো তিনি রাজনীতি করবেন না।
সময় মতো পদত্যাগ পত্র সঠিক জায়গায় পৌঁছে যাবে জানিয়ে কামাল বলেন, আপতত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষটি ঘোষণার মাধ্যমে সকলকে অবগত করলাম। ভবিষ্যতে আর রাজনীতি করবেন না বলেও উল্লেখ করেন তিনি।
ভোরের আকাশ/এসএইচ
গোপালগঞ্জ, আওয়ামী লীগ, পদত্যাগ