সংবাদ সম্মেলন করে রাজনীতি থেকে অব্যাহতি আ. লীগ নেতার
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন আওয়ামী নেতা কামরুজ্জামান কামাল।শনিবার (১৪ জুন) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন তিনি। তবে সাংগঠনিকভাবে এখনো কোনো পদত্যাগপত্র জমা দেননি তিনি।কামরুজ্জামান কামাল লিখিত বক্তব্যে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের মুকসুদপুর উপজেলা শাখার যুব ও ক্রীড়া সম্পাদক পদে আছেন তিনি। হৃদরোগসহ নানা শারীরিক সমস্যার কারণে তার পক্ষে আর রাজনীতিতে সক্রিয় থাকা সম্ভব নয়।কামরুজ্জামান কামাল জানান, বাংলাদেশ আওয়ামী লীগের সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় অবসর নিচ্ছেন তিনি। তাই, তিনি উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদকের পদ ত্যাগ করছেন। আজ থেকে তার সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক থাকবে না এবং আর কখনো তিনি রাজনীতি করবেন না।সময় মতো পদত্যাগ পত্র সঠিক জায়গায় পৌঁছে যাবে জানিয়ে কামাল বলেন, আপতত সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষটি ঘোষণার মাধ্যমে সকলকে অবগত করলাম। ভবিষ্যতে আর রাজনীতি করবেন না বলেও উল্লেখ করেন তিনি।ভোরের আকাশ/এসএইচগোপালগঞ্জ, আওয়ামী লীগ, পদত্যাগ
১৪ জুন ২০২৫ ০৫:০৮ পিএম
চিতলমারীতে এনসিপির ৫ নেতা-কর্মীর পদত্যাগ
বাগেরহাট জেলা ও চিতলমারী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কমিটি পরিচিতি সভায় আওয়ামী লীগ নেতাকর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ করায় চিতলমারী উপজেলার যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিনের ওপর জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক ও সদস্য শারাফাতুল ইসলামসহ তার সন্ত্রাসীদের আক্রমনের বিচারের দাবীতে এক সাংবাদিক সম্মেলন হয়েছে।শুক্রবার (১৩ জুন) সকাল ১১টায় চিতলমারী প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিতলমারী উপজেলা এনসিপির সদস্য মো: জাকারিয়া খান। তিনি বলেন, গত ৩ জুন বাগেরহাট জেলা এবং চিতলমারী উপজেলার জাতীয় নাগরিক পার্টি কমিটি প্রকাশিত হয়। কিন্তু জুলাই অভ্যুত্থানের সাথে আন্দোলনে সম্পৃত্ত কোন স্টেক হোল্ডারদের সাথে আলোচনা না করে তাদের পছন্দের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজনকে সম্পৃত্ত করার প্রতিবাদে ১১ জুন (বুধবার) বাগেরহাট মাজার গেটে দারু-চিনি হোটেলের সামনে সকাল সাড়ে ১১ টায় চিতলমারী উপজেলার এনসিপির যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিনকে জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক ও সদস্য শারাফাতুল ইসলাম ও তার লোকজন মারপিট করে আহত করেন। মারপিটের ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ করা হয়।জাকারিয়া আরো বলেন, শারাফাতুল ইসলাম ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত চিতলমারী উপজেলা তাঁতী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ নেতাকর্মীরা এনসিপিতে স্থান পাওয়ায় কারণ ও মারপিটে বিচার না পাওয়ার, ক্ষুদ্ধ হয়ে বাগেরহাট জেলা এনসিপির সদস্য বোরহান উদ্দীন, চিতলমারী উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী নুরুল আমিন শেখ, সদস্য মোঃ জাকারিয়া খান, রানু আক্তার, সাজ্জাদ গাজী মিটুন সহ আরো অনেকে পদত্যাগ করেছেন। এ ব্যাপারে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করেন তারা। সাংবাদিক সম্মেলনে এ সকল আওয়ামী পন্থীদের বাদ দিয়ে নতুন কমিটি উপহার দেওয়া উদাত্ত আহবান জানান।ভোরের আকাশ/জাআ