জাকসু নির্বাচন কমিশনের সদস্য মাফরুহী সাত্তারের পদত্যাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নতুন কলা ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন। সাত্তার বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।পদত্যাগের ব্যাখ্যায় তিনি বলেন, “নির্বাচন চলাকালে শারীরিক অসুস্থতা সত্ত্বেও দায়িত্ব পালন করেছি। কিন্তু সার্বিক অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে কমিশনের সদস্য হিসেবে আর থাকতে চাই না।”তিনি অভিযোগ করেন, কমিশনের অভ্যন্তরে অসহযোগিতা থাকায় পুরো নির্বাচন প্রক্রিয়া বিতর্কিত হয়ে পড়েছে। অনিয়ম দূরীকরণের জন্য যে সুপারিশ করা হয়েছিল, তা গৃহীত হয়নি বলেও দাবি করেন তিনি।মাফরুহী সাত্তার আরও বলেন, “আজ প্রধান নির্বাচন কমিশনার একটি সভা আহ্বান করেন। আমি সেখানে অভিযোগগুলো বিবেচনায় নিয়ে ভোটগণনা সাময়িক স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু কমিশন গণনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এ অবস্থায় আমি মনে করি কমিশনের দায়িত্ব পালন সম্ভব নয়, তাই পদত্যাগ করছি।” ভোরের আকাশ/হ.র
১২ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৩ পিএম
তফসিলের আগেই দুই উপদেষ্টার পদত্যাগের দাবি মির্জা ফখরুলের
আগামী সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দুই উপদেষ্টার ব্যাপারে আমরা আগেই বলেছি, তারা উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। ড. ইউনূসের উচিত নির্বাচনকে নিরপেক্ষ করতে তাদের সরে যেতে বলা। না হলে প্রশ্ন উঠবেই।মির্জা ফখরুল বলেন, নির্বাচনি রোডম্যাপ ঘোষণার পরও রাজনৈতিক অঙ্গনে বিভক্ত মতামতের কারণে ভোট নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর বিভাজন এবং নিষিদ্ধ দলগুলোর সক্রিয়তা- এই দুই বিপরীতমুখী অবস্থান পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলছে ।ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জন্মের পর থেকেই আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। নির্বাচন বানচালের চেষ্টা তাদের জন্য অস্বাভাবিক কিছু নয়। তবে এমন তৎপরতা প্রতিরোধ করা হবে এবং এই দল নিশ্চিহ্ন হয়ে যাবে।শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, ভারতে বসে শেখ হাসিনা যেসব কথা বলছেন, সেগুলো আওয়ামী লীগের জন্যই ক্ষতিকর। তার উচিত ছিল ভুল স্বীকার করে ভালো মানুষদের রাজনীতিতে এগিয়ে দেওয়া।নির্বাচনকালীন সরকারে প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, আমরা চাই তিনি নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করুন, কিন্তু তার জন্য কিছু বিতর্কিত উপদেষ্টাকে সরিয়ে দিতে হবে।ভোরের আকাশ/তা.কা
১২ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৩৬ পিএম
বিচারপতি আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর বিচারপতি মো. আক্তারুজ্জামানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।এর আগে গত ৩১ আগস্ট অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামান রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান। বিচারপতি আক্তারুজ্জামান জেলা জজ থাকাকালীন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন।গত ২৬ আগস্ট অনিয়মের অভিযোগের ব্যাখ্যা দিতে ছুটিতে পাঠানো হাইকোর্টের বিচারপতি মো. আক্তারুজ্জামানের বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে চূড়ান্ত শুনানি সম্পন্ন হয়।গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয়।ওই ১২ বিচারপতি হলেন— বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি আশীষ রঞ্জন দাস, বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি আতাউর রহমান খান, বিচারপতি শাহেদ নূর উদ্দিন, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন, বিচারপতি খিজির হায়াত, বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান।পরে তাদের বিরুদ্ধে উঠা অভিযোগের তদন্ত শুরু করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল।রাজনৈতিক পট পরিবর্তনের পর গত বছরের ২০ অক্টোবর ওই রিভিউ নিষ্পত্তির পর পুনরুজ্জীবিত হয় বিচারপতি অপসারণ সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। নতুন করে গঠন করা হয় কাউন্সিল। এরপর বিচারপতিদের বিষয়ে বৈঠক করেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন তিন সদস্যের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। কাউন্সিলের অপর দুই সদস্য হলেন- আপিল বিভাগের জ্যেষ্ঠ দুই বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও জুবায়ের রহমান চৌধুরী।ভোরের আকাশ/মো.আ.
১২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০১ পিএম
গাজীপুরে এনসিপির যুগ্ম মূখ্য সংগঠকের পদত্যাগ
গাজীপুরের এনসিপির যুগ্ম মূখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ পদত্যাগ করেছেন। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির এ পদত্যাগের কথা জানান তিনি।লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, আমি মেজর অব আবদুল্লাহ আল মাহমুদ, ইনফ্যান্ট্রি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম মূখ্য সংগঠকের পদ থেকে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিচ্ছি।একজন সেনা কর্মকর্তা হিসেবে আমি কখনোই এমন একটি রাজনৈতিক প্লাটফর্মে থাকতে পারি না, যেখানে শীর্ষ নেতৃত্বের কিছু সদস্য নিয়মিত ভাবে সেনাবাহিনী ও প্রাক্তন সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন এবং শত্রুভাবাপন্ন অবস্থান নেন। আমি এ বিষয়ে একাধিকবার নেতৃত্বকে অবহিত করলেও কোন সংশোধনীমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি। বরং আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার ও বিভিন্ন মামলার সাথে জড়ানোর চেষ্টা করা হয়েছে। এসব কর্মকাণ্ডে আমার অবস্থান এনসিপি অসহনীয় ও অনিরাপদ হয়ে উঠেছে। এ ছাড়াও দলের মধ্যে প্রবীন নাগরিক, তাদের পরিচিত মুখের বাইরে কাউকে যুক্ত করার ক্ষেত্রে অন্তর্ভুক্তিমূলক মানসিকতার অভাব রয়েছে যা গণতান্ত্রিক অনুশীলনের জন্য ক্ষতিকর।আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমও যে সেনা পোশাক একদিন গর্বের সাথে পরিধান করেছি তার মর্যাদা ও সম্মান সর্বদা অক্ষুণ্ণ রাখতে হবে। এটি আমার দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতি দ্বায়বদ্ধতা।তাই আমি এনসিপির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক এডভোকেট আলী নাসের মুঠোফোনে জানান,একটি রাজনৈতিক দলে যোগদান ও পদত্যাগ দুটোরই সুযোগ আছে। উনি হুট করে যেভাবে পদত্যাগ করেছে তা সাংগঠনিক শিষ্টাচারের বাইরে।ভোরের আকাশ/জাআ
১০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩৬ পিএম
এবার ফ্রান্সের প্রধানমন্ত্রীর পদত্যাগ
ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রু পার্লামেন্টে এমপিদের আস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেছেন।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।গতকাল সোমবার নিজের আহ্বান করা আস্থা ভোটে শোচনীয়ভাবে হেরে যান বেয়ারু। এর ফলে ফ্রান্স নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এবং ম্যাক্রোর কাঁধে তার শাসনামলে সপ্তম প্রধানমন্ত্রী খুঁজে বের করার দায়িত্ব পড়ে।ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাক্রো আগামী কয়েক দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন। নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হলে আগাম নির্বাচনের জল্পনার অবসান ঘটবে।নাম প্রকাশে অনিচ্ছুক বেয়ারুর ঘনিষ্ঠ একজন জানান, বেয়ারু ম্যাক্রোর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে উত্তরসূরির নাম ঘোষণা না হওয়া পর্যন্ত বেয়ারু ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।ভোরের আকাশ/এসএইচ
০৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:০৮ পিএম
প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন নেপালের প্রেসিডেন্ট
নেপালে টানা বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তার পদত্যাগের পর মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌদেল-ও পদত্যাগ করেছেন বলে দাবি করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।সংবাদমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। তবে পাউডেলের পদত্যাগ বিষয়ে এখন পর্যন্ত এমন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি নেপালের প্রেসিডেন্টের কার্যালয়।এর আগে, ছাত্র-জনতার বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। মঙ্গলবার সকাল থেকে কেপি শর্মা ওলির পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়। পরিস্থিতি ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছিল। ছাত্ররা তার বাসভবনে আগুন ধরিয়ে দেন।এ সময় নেপালের প্রেসিডেন্টের বাসভবনেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশটির একের পর এক নেতা-মন্ত্রীর বাড়িতেও অগ্নিসংযোগের খবর আসতে থাকে। ফলে চাপের মুখে নতিস্বীকার করতে হয় কেপি শর্মা ওলিকে।ইতোমধ্যেই রাজধানী কাঠমান্ডু থেকে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে নিরাপদ গন্তব্যের দিকে রওনা দিয়েছেন তিনি। তবে তিনি কোন দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তা এখনো স্পষ্ট নয়।ভোরের আকাশ/এসএইচ
০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৭ পিএম
বিক্ষোভের মুখে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগ
টানা দুইদিনের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।এর আগে, পার্লামেন্ট ভবনে ঢুকে সেখানে বিক্ষোভকারীরা আগুন দিয়েছেন বলেও খবর পাওয়া যায়। পরে বন্ধ করে দেয়া হয় বিমান চলাচলও। এমন পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান স্থানীয় নেতারা এবং দেশটির সেনাপ্রধান।এদিকে, দেশব্যাপী বিক্ষোভ তীব্র আকার ধারণ করায় নেপালি সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে ভাইসেপতির বাসভবন থেকে মন্ত্রীদের সরিয়ে নিতে শুরু করেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। মন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।উল্লেখ্য, নেপালে দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞার বিরুদ্ধে তরুণদের আন্দোলন রাজধানী কাঠমান্ডু থেকে ছড়িয়ে পড়ে সারাদেশের বিভিন্ন জেলায়। এতে আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ১৯ জন নিহত ও শত শত মানুষ আহতের খবর পাওয়া গেছে। এছাড়া দেশজুড়ে একাধিক এলাকায় কারফিউ জারি রেখেছে প্রশাসন।ভোরের আকাশ/এসএইচ
০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:১৫ পিএম
নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
নেপালে দুর্নীতি এবং সোশ্যাল মিডিয়ায় সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে জেনারেশন জেড- সদস্যদের বিক্ষোভের পর স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন।সোমবার (৮ সেপ্টেম্বর) জেন-জি তরুণদের নেতৃত্বাধীন বিক্ষোভ চলাকালে অন্তত ১৯ জন নিহত হওয়ার পর পদত্যাগপত্র জমা দেন তিনি।পদত্যাগ পত্রে রমেশ লেখক লিখেছেন, আজকের বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটেছে। এর জন্য আমাকে নৈতিক দায়িত্ব নিতে হবে এবং নৈতিক কারণে আমি এই পদে আর থাকছি না।দ্য হিমালিয়ান জনিয়েছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ২৫০ জনেরও বেশি বিক্ষোভকারী, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর চাপ বাড়তে থাকায় তাকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে।নেপালে ফেসবুক, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি নেতৃত্বাধীন সরকার। এর প্রতিবাদে সোমবার সকালের রাজধানী কাঠমান্ডুতে শুরু হওয়া শন্তিপূর্ণ বিক্ষোভ ভয়বহ সহিংসতায় রুপ নিয়েছে। হাজার হাজার বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনে ঢুকে তাণ্ডব চালিয়েছে। বিক্ষোভ দমনে কাঠমাণ্ডুসহ বিভিন্ন স্থানে কারফিউ এবং বিক্ষোভকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ জারি করেছে স্থানীয় প্রশাসন।ভোরের আকাশ/এসএইচ
০৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:২৯ পিএম
পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।বার্তাসংস্থাটি বলছে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা ক্ষমতাসীন দলে ভাঙন এড়াতে পদত্যাগ করতে যাচ্ছেন বলে দেশটির গণমাধ্যমে রোববার খবর প্রকাশিত হয়েছে। রয়টার্স যোগাযোগ করলে প্রধানমন্ত্রীর দপ্তরের এক মুখপাত্র তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।তবে সরকার জানিয়েছে, ইশিবা স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবেন।এর আগে, গত জুলাই মাসে অনুষ্ঠিত নির্বাচনে তার এলডিপি নেতৃত্বাধীন জোটের ঐতিহাসিক পরাজয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর পদত্যাগের পরিকল্পনার খবর অস্বীকার করেন ইশিবা। কিন্তু নিজ দলের চাপের মুখে অবশেষে পদত্যাগের সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন তিনি।ভোরের আকাশ/তা.কা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাদণ্ড দিয়ে আলোচনায় আসা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আখতারুজ্জামান পদত্যাগ করেছেন। পেশাগত অসদাচরণের অভিযোগ ওঠার পর তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে। রোববার (৩১ আগস্ট) তিনি তার পদত্যাগপত্র জমা দেন।জানা যায়, অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে হাইকোর্টের ছুটিতে থাকা বিচারপতি মো. আখতারুজ্জামানকে ব্যাখ্যা দিতে তলব করে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। পরে গত ১ জুলাই তিনি সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করেন।একই ব্যাখ্যার ওপর ভিত্তি করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের কাছে আজ রোববার পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রধান বিচারপতি এরইমধ্যে পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন।এর আগে গত ২৩ মার্চ বিচারপতি মো. আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেন রাষ্ট্রপতি।গত বছরের ১৬ অক্টোবর দুর্নীতি ও শেখ হাসিনা সরকারের ‘দোসর হিসেবে’ কাজ করার অভিযোগ ওঠায় ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়। একই সঙ্গে তাদের বেঞ্চ দেয়া স্থগিত করা হয়। এই ১২ জনের মধ্যে ছিলেন বিচারপতি আখতারুজ্জামানও।উল্লেখ্য, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক হিসেবে ড. মো. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই মামলায় তারেক রহমানসহ আরও পাঁচজনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।ভোরের আকাশ/এসএইচ
৩১ আগস্ট ২০২৫ ০৪:৪৭ পিএম
রাজস্থান রয়েলসের কোচ রাহুল দ্রাবিড়ের পদত্যাগ
অনেক বছর পর ভারতকে আইসিসি টি২০ বিশ্বকাপ জিতিয়ে দেশটির জাতীয় দলের প্রধান কোচের দায়িত্বের সমাপ্তি ঘটান রাহুল দ্রাবিড়। কিংবদন্তি ক্রিকেটার এরপর রাজস্থান রয়েলসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এক মৌসুম পরই পদত্যাগ করলেন রাহুল দ্রাবিড়।কিছু কাঠামোগত পরবর্তন আনছে রাজস্থান রয়েলস। তারই অংশ হিসেবে রাহুলকে আরও বড় পদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিল রাজস্থান। তাতে সাড়া দেননি তিনি।রাজস্থান রয়েলস সোস্যাল মিডিয়ায় এক পোস্টে বলেছে, ‘২০২৬ আইপিএল মৌসুমের আগে রাহুল দ্রাবিড় রাজস্থান রয়েলসের সঙ্গে তার চুক্তির ইতি টানছেন। তাকে ক্লাবের পক্ষ থেকে আরও বড় দায়িত্বের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি নাকচ করে দিয়েছেন। রাজস্থান রয়েলস, খেলোয়াড় এবং কোটি ভক্তের পক্ষ থেকে তাকে ধন্যবাদ।’রাজস্থান রয়েলসের সঙ্গে রাহুলের সম্পর্ক দীর্ঘ। ২০১১ সালে খেলোয়াড় হিসেবে যোগ দেন তিনি। ২০১২ ও ২০১৩ মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন। ২০১৪ সালে রাজস্থানের পরিচালক ও ২০১৫ সালে ছিলেন মেন্টর। রাহুল আইপিএলে কোচিং করাতে চাইলে তার সামনে কলকাতা নাইট রাইডার্স ও লক্ষ্নৌ সুপার জায়ান্টে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। কেকেআর চন্দ্রকান্ত পন্ডিতকে ছাঁটাই করেছে। লক্ষ্নৌতেও নেই কোন হেড কোচ। রাজস্থানের বোর্ড ডাইরেক্টর হিসেবে কুমার সাঙ্গাকারা আছেন। দলটি আইপিএলের প্রথম আসর ২০০৮ সালে শিরোপা জিতলেও ২০২২ সাল ছাড়া ফাইনালে উঠতে পারেনি।ভোরের আকাশ/জাআ