মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৫ ০২:৩৬ পিএম
টঙ্গীতে চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ
টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় ঠিকাদার মালিক সমিতির নেতারা ও এলাকাবাসী।
রোববার (৪ মে) দুপুরে টঙ্গীর মেলগেট এলাকায় এই কর্মসূচি পালিত হয়। এতে প্রায় ২০ মিনিট ধরে ওই গুরুত্বপূর্ণ ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
বিক্ষোভকারীরা জানান, গাজীপুর জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদ ভূঁইয়া ও মালিক সমিতির সাধারণ সম্পাদক এ কে আজাদ হোসেন দীর্ঘদিন ধরে মহাসড়কের পাশে অবৈধভাবে পার্কিংয়ের নামে চাঁদা তুলে আসছেন। এ চাঁদাবাজির প্রতিবাদ করায় ট্রান্সপোর্ট ঠিকাদার মালিক সমিতির নেতাদের ওপর অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ তাদের।
প্রতিবাদ সভায় গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল হাসেম বলেন, "আওয়ামী লীগের একাংশের ছত্রছায়ায় থাকা দোষীরা আমাদের নেতাদের হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। এতে কয়েকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। অথচ এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"
তিনি বলেন, “আমরা প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। না হলে আগামী মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হবে।”
ভোরের আকাশ/এসএইচ