রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৫ ১০:৩৫ পিএম
রাজবাড়ীতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে ৫০০ পিস ইয়াবাসহ রোকন মোল্লা (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের মোহন মোল্লার ছেলে।
সোমবার (১৯ মে) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল উপজেলার কাউজানি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
জেলা গোয়েন্দা শাখার ওসি মো. মফিজুল ইসলাম সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটক রোকনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ