গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ০৩:১৫ এএম
গাইবান্ধায় জামায়াতে যোগ দিলেন অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী
বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উদ্যোগে দাওয়াতি পক্ষ উপলক্ষে এক দাওয়াতি অভিযান পরিচালিত হয়। এ অভিযানে সাড়া দিয়ে অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান।
জামায়াতে যোগ দেওয়া নবানু পাল জানান, আমরা দীর্ঘ ৩০ বছর জমিজটে ভুগছিলাম। বহুবার নেতাদের দ্বারে গিয়েছি, টাকা-পয়সাও খরচ করেছি কিন্তু কোনো সমাধান পাইনি। জামায়াতের চান মিয়া বিনা খরচে আমাদের সমস্যা সমাধান করে দেন। ওনার ন্যায়বিচার দেখে মুগ্ধ হয়ে আমরা জামায়াতে যোগ দিয়েছি।
দাওয়াতি অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি আইনুল হক। বিশেষ অতিথি ছিলেন পলাশবাড়ী পৌর জামায়াত নেতা মিডিয়া মো. আব্দুল মতিন। উপস্থিত ছিলেন ওয়ার্ড সহ-সভাপতি শাকিল আহমেদ, ওয়ার্ড সেক্রেটারি মমিনুল ইসলাম, ছাত্র ও যুব ওয়ার্ড সভাপতি আবিদ হাসান শাকিল এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি রাজু আহমেদ। দাওয়াতি এই অভিযানটির নেতৃত্ব দেন ওয়ার্ড সভাপতি হাফেজ ইলিয়াস হোসাইন।
উল্লেখ্য, গত ১১ এপ্রিল শুরু হওয়া এই দাওয়াতি পক্ষ চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত।
ভোরের আকাশ/এসএইচ