চলনবিল প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫ ০৮:২২ পিএম
রায়গঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন
হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুনরুদ্ধার করতে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুইদিন ব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মহেশপুর ঘোড়দৌড় উদযাপন কমিটির আয়োজনে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাইদ সজলের সভাপতিত্বে এ খেলা উদ্বোধন করেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ পৌর সভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ।
এ সময় প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন। বিশেষ অতিথি হিসেবে ডা. এইচ এম মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে অংশ নেন।
অনুষ্ঠানটি ঘিরে এ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৫০টি ঘোড় সওয়াররা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
ভোরের আকাশ/জাআ