হারিয়ে যাওয়া গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুনরুদ্ধার করতে সিরাজগঞ্জের রায়গঞ্জে দুইদিন ব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে মহেশপুর ঘোড়দৌড় উদযাপন কমিটির আয়োজনে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইফুল্লাহ ইবনে সাইদ সজলের সভাপতিত্বে এ খেলা উদ্বোধন করেন, রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ পৌর সভার সাবেক মেয়র মোশাররফ হোসেন আকন্দ।এ সময় প্রধান পৃষ্ঠপোষক হিসাবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাবেক সভাপতি হাতেম আলী সুজন। বিশেষ অতিথি হিসেবে ডা. এইচ এম মুরাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ এই আয়োজনে অংশ নেন।অনুষ্ঠানটি ঘিরে এ এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৫০টি ঘোড় সওয়াররা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।ভোরের আকাশ/জাআ