সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৫ ০৮:৩৭ পিএম
দিরাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে বজ্রপাতে রিংকু দাস (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গোপালপুর গ্রামের মৃত রনধীর দাসের ছেলে।
বৃহস্পতিবার (১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাওরে এ র্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওর থেকে ট্রলিতে করে ধান নিয়ে গোপালপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন রিংকু দাস। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে সঙ্গে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভোরের আকাশ/এসএইচ
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৪ ঘন্টা আগে
আপডেট : ৪ ঘন্টা আগে
দিরাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে বজ্রপাতে রিংকু দাস (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি গোপালপুর গ্রামের মৃত রনধীর দাসের ছেলে।
বৃহস্পতিবার (১ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার চরনারচর ইউনিয়নের গোপালপুর গ্রামের হাওরে এ র্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাওর থেকে ট্রলিতে করে ধান নিয়ে গোপালপুর গ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন রিংকু দাস। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে সঙ্গে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ভোরের আকাশ/এসএইচ