ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৫ ০২:২৫ পিএম
ফুলবাড়ীতে ডিজিটাল নেটওয়ার্কের দাবিতে সংবাদ সম্মেলন
দিনাজপুরের ফুলবাড়ীতে স্যাটভিশন ক্যাবল টিভি নেটওয়ার্কের এনালগ পদ্ধতি বন্ধ করে ডিজিটাল পদ্ধতি চালুর লক্ষ্যে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় স্যাটভিশন ক্যাবল টিভি নেটওয়ার্ক কার্যালয়ে প্রতিষ্ঠানটির পরিচালক জারজিস আহম্মেদ এই সংবাদ সম্মেলনে বলেন, সরকারের অনুমতি (লাইসেন্স নং-সিও-১১০) নিয়ে এবং যাবতীয় কার্যক্রম নিয়মকানুন মেনে আমরা গত ২৫-৩০ বছর যাবৎ ফুলবাড়ীতে স্যাটভিশন ক্যাবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে ক্যাবল সংযোগ দিয়ে আসছি। সরকারের নির্ধারিত আইন মেনে প্রতি গ্রাহকের কাছ থেকে মাসিক ১৫০ টাকা নিয়ে ব্যবসা পরিচালনা করছি।
তিনি বলেন, গ্রাহকের স্বার্থ বিবেচনায় রেখে প্রতিষ্ঠান পরিচালনা করছি এবং প্রায় ১ হাজার মানুষের কর্মসংস্থান সম্ভব হয়েছে। সরকার গ্রাহক পর্যায় থেকে শতভাগ ভ্যাট ও ট্যাক্স আদায়ের লক্ষ্যে ৪ বছর আগে ডিজিটাল পদ্ধতির জন্য একটি প্রজ্ঞাপন জারি করে। কিন্তু পার্শ্ববর্তী উপজেলাগুলোর কিছু ফ্যাসিবাদী ডিস ব্যবসায়ী আমাদের ডিজিটাল পদ্ধতিতে প্রবেশে বাধা সৃষ্টি করছে। ডিজিটাল বক্স (Set Top Box) কোনো অবৈধ বক্স নয়; বরং এটি সরকারের নির্দেশনার একটি অংশ। আমি নিয়মিত সরকারকে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ভ্যাট ও ট্যাক্স প্রদান করে আসছি। গ্রাহকদের কোনো হয়রানি ছাড়াই সব ধরনের সুবিধা প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে ডিজিটাল বক্স ব্যবহারে সুবিধাগুলোর মধ্যে উল্লেখ করা হয়- কোনো কারণে ১/২ মাস চালাতে না চাইলে সেই সময়ের জন্য বিল দিতে হবে না। মাত্র ১৫০ টাকায় ২৪০টির বেশি চ্যানেল দেখা যাবে। সরকারের শতভাগ রাজস্ব প্রদান নিশ্চিত করা হবে। আর্থিকভাবে অস্বচ্ছল, তবে নিয়মিত বিল প্রদানকারী গ্রাহকদেরকে জুলাই ২০২৫ সালের শেষ সপ্তাহ থেকে সুলভ কিস্তিতে বক্স দেওয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ