রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাতে গৃহবধূ খন, স্বামী আটক
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে রেহেনা আক্তার (২৯) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ খুনের ঘটনায় জড়িত স্বামী নুরুল ইসলামকে আটক করেছে এপিবিএন পুলিশ। মঙ্গলবার রাতে উখিয়া ক্যাম্প-১৯ এর নিজঘরে এ খুনের ঘটনা ঘটে।
নিহত রেহেনা আক্তার উখিয়ার ক্যাম্প-১৯ এ-৭ ব্লকের আবু সাদেকের মেয়ে এবং রেহেনার স্বামী নুরুল ইসলাম একই ক্যাম্পের আব্দু শুক্কুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের দায়িত্বরত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আব্দুল হাদি।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, মঙ্গলবার রাত ৮ টার দিকে ক্যাম্প-১৯ এ নুরুল ইসলাম ও তার স্ত্রী রেহেনা আক্তারের মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুরুল ইসলাম তার স্ত্রী রেহেনাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে এপিবিএন পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে ঘাতক নুরুল ইসলামকে আটক করে। তিনি আরও বলেন, আটক নুরুল ইসলামের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
দিনাজপুরে সড়ক দুর্ঘটনা রোধ ও দূর্ঘটনায় জড়িত বাস ও ট্রাক চালকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলার সচেতন ছাত্র-যুবসমাজ ও স্থানীয় নাগরিকরা।বুধবার (১৪ মে) সকাল ১১টায় দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা নিশ্চিত করা এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নের দাবি জানান।মানববন্ধনে বক্তারা বলেন, দিনাজপুর-দশমাইল সড়কের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় প্রায়ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না। তারা দূর্ঘটনায় জড়িত চালকদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান। গত ৫ মে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দিনাজপুর চাঁদগঞ্জ কলেজের ইংরেজির সিনিয়র প্রভাষক মাহবুবুল হক হেলালের স্ত্রী ফারজানা সুলতানা লিপি (৪৫) নিহত হন। এ ঘটনার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি হাসানুজ্জামান উজ্জল, চাঁদগঞ্জ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, নিহত ফারজানার স্বামী মাহবুবুল হক হেলাল, সমাজসেবক আল মামুন বিপ্লব প্রমুখ।বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, যদি দাবি পূরণ না হয়, তাহলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নাগরিকরা অংশ নেন।ভোরের আকাশ/এসআই
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যার প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে সিরাজগঞ্জে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল এবং সহযোগী অঙ্গসংগঠনগুলো।বুধবার (১৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের উদ্যেগে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভাসানী মিলনায়তন চত্বরে এসে শেষ হয়।জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ বলেন, সাম্যের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। যাঁরা তাঁকে কুপিয়ে হত্যা করেছে, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল কায়েস বলেন, সাম্য ছিলেন একজন মেধাবী শিক্ষার্থী ও আদর্শবাদী ছাত্রদল নেতা। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত হোসাইন সবুজ, সাধারন সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ, সাংগঠনিক সম্পাদক রিফাত রহমান সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, সিরাজগঞ্জ সরকারী কলেজ ছাত্রধল নেতা জহুরুল ইসলাম , জুয়েল রানা প্রমুখ।মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। নিহত সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা এলাকায়।ভোরের আকাশ/এসএইচ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুইপক্ষের সংঘর্ষে পিটুনি খেয়ে আব্দুল মজিদ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছে।বুধবার (১৪ মে) সকাল ১০ টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত আব্দুল মজিদ পলুপাড়া গ্রামের ফসির আকন্দের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের নদীর চরের কিছু আবাদি জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকাল ১০ টার দিকে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে পিটুনি খেয়ে আব্দুল মজিদ (৬৫), আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দ (৫০) আলমগীর হোসেনসহ (৪৫) উভয়পক্ষের অন্তত: ১০ জন আহত হন।স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল মজিদকে মৃত্যু ঘোষণা করেন।এছাড়া গুরুতর আহত একই গ্রামের আমিরুল ইসলাম (৪৮), তাজেল আকন্দকে (৫০ আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজীমেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকী আহতরা গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তিসহ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল আহমেদ বলেন, সংঘর্ষের ঘটনায় আব্দুল মজিদ নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। এ নিয়ে মামলার প্রস্তুতি চলছে। জড়িতদের গ্রেফতার চেষ্টা অব্যাহত রয়েছে। ভোরের আকাশ/এসআই
টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে ক্লুলেস দুর্ধর্ষ ডাকাতির মামলায় আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। এ সময় ডাকাতিকৃত ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।বুধবার (১৪ মে) দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।গ্রেফতার হওয়া ডাকাতরা হলেনÑমামুন মেকার, মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু, বেল্লাল হোসেন।পুলিশ সুপার বলেন, গত ৩ মে মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রীণ ফুয়েল এনার্জি রিসোর্সে ফ্যাক্টরীতে একটি ডাকাতীর ঘটনা ঘটে। পরে কর্তপক্ষ মামলা দায়ের করলে মধুপুর থানা পুলিশ আসামী আটক করার জন্য অভিযান চালায়। পরে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে গতকাল আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি, ২৫০ কেজি ট্রান্সমিটার, ৮০ কেজি তামার তার, মেইন তামার তার ১৬ ফিট, জেনারেটর তামার তার ২০ ফিট, ১২ ভোল্টের ব্যাটারি ও ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়। বাকী আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। ভোরের আকাশ/এসআই