চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫ ০১:১৪ পিএম
রহিমা ইসলাম কলেজে পূর্বের কমিটি বহালের দাবি
ভোলার চরফ্যাশনের শশীভূষণে বেগম রহিমা ইসলাম কলেজ এর পূর্বের এডহক কমিটির মেয়াদপুর্তির আগে অবৈধ প্রক্রিয়ায় কমিটি গঠন করা হয়েছে দাবি করে পূর্বের কমিটি বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসী।
রোববার (৪ মে) শশীভূষণ থানাধীন বেগম রহিমা ইসলাম কলেজ প্রাঙ্গনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন শশীভূষণ থানা বিএনপির সভাপতি এ বি সিদ্দিক মিয়া, যুবদল নেতা সোহরাব হোসেন সুমন, মিজানুর রহমান রোমান, কৃষকদল নেতা কামাল হোসেন, ছাত্রদল নেতা ইউনুসসহ এলাকাবাসী।
এসময় বক্তারা বলেন, জাল জালিয়াতির মাধ্যমে গত ২ মে অ্যাডভোকেট পারভেজ নামের একজনকে এডহক কমিটির সভাপতি করা হয়েছে। অথচ তাকে এলাকার কেউ চিনেও না। আমরা পুর্বের কমিটির সভাপতি মেহেদী হাসান জুয়েলকে পূর্নবহালের দাবি জানাই। এই পারভেজ সেই অবৈধ প্রিন্সিপাল জাহাঙ্গীরের আইনজীবী ছিলেন। আমরা এলাকাবাসী তাকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।
ভোরের আকাশ/আজাসা