বিক্ষোভের পর দাম বেড়েছে কাঁচা মরিচের
বগুড়ার আদমদীঘিতে পাইকারী ও খুচরা বাজারে দাম বৃদ্ধি পেয়েছে কাঁচা মরিচের। বাজারে প্রতিকেজি মরিচ বিক্রি হয়েছে ৫০ টাকা কেজি দরে। এতে খুশি স্থানীয় মরিচ চাষীরা। গত মঙ্গলবার মহাসড়কে মরিচ ঢেলে বিক্ষোভ ও প্রতিবাদ জানানোর পরে দাম বৃদ্ধি পেয়েছে বলে দাবি করছেন কৃষকরা। তবে, প্রতিমণ মরিচ বিক্রি করতে ধলকা দিতে হচ্ছে ২ কেজি। যা গত বছরেও ছিল ১ কেজি। এতে কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত পচনশীল কাঁচামাল এটি। এজন্য ৪২ কেজিতে একমণ হিসেব করা হয়। বাজারে সরবরাহ কম আর চাহিদা বেশি থাকায় দাম বেড়েছে এই পণ্যটির।
শুক্রবার সকালে উপজেলার ছাতিয়ানগ্রাম বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে,প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ৫০ টাকায়। মানভেদে ৩৫ থেকে শুরু করে ৫৫ টাকা কেজি দরেও বিক্রি হয় মরিচ। এই এলাকার মরিচ ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের অন্যান্য জেলায় বিক্রি হয়। গত বছরে মরিচের ভাল দাম থাকায় চলতি মৌসুমে এই উপজেলায় বৃদ্ধি পেয়েছে মরিচের আবাদ। দাম ভাল থাকলে অল্প সময়ে লাভবান হবেন কৃষকরা।
সদরের গোড়গ্রামের কৃষক মোস্তফা জানান, ‘গত কয়েকদিনের তুলনায় আজ দাম বৃদ্ধি পেয়েছে মরিচের। এবছর মরিচের আবাদ খুব ভালো হয়েছে। এই আবাদে শ্রম বেশি দেওয়া লাগে। তবে অন্যান্য বছরের তুলনায় কীটনাশক ব্যবহার কম করছি। দাম এটা থাকলেও লাভবান হব।’
অন্তাহার গ্রামের কৃষক নওশাদ, খেলু, কামাল, বাবু এবং রেজাউল জানান,‘প্রতি বছরই আমরা মরিচের আবাদ করি। এবছর প্রথম থেকেই মরিচের দাম কম। সেজন্য যত্ন এবং কীটনাশক ছিঁটানো কমে দিই। অনেকেই জমি থেকে গাছ উঠিয়ে অন্য ফসল করছি। এখন দাম বৃদ্ধি পেয়েছে। এমন দাম থাকলে যতটুকুন আবাদ আছে সেটিই পরিচর্যা করলে ক্ষতিগ্রস্ত হব না।’
মান্নান এবং রাজ্জাক নামের মরিচ ব্যাপারীরা জানান,‘৫০ টাকা কেজি দরে মরিচ ক্রয় করেছি। এই বাজারে চাটি ও ব্যাপারীদের সংখ্যা বেড়েছে; সেই তুলনায় মরিচ কম। এজন্য বেশি দামে কিনতে হয়েছে মরিচ। এজন্য লাভ একটু কম হবে।’
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
রাজবাড়ী পাংশার কশবামাজাইলে যৌথবাহিনীর এক সফল অভিযানে একটি ওয়ান শুটারগান সহ দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কশবামাজাইল ইউনিয়নের শান্তিখোলা গ্রামের মনির বিশ্বাস এর বাড়ির পশ্চিম পাশে ডুমুর গাছের নিচে হইতে পরিত্যক্ত অবস্থায় এ অস্ত্র উদ্ধার করে যৌথবাহিনী।পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে, ১টি হাতে তৈরি সচল ওয়ান শুটার পাইপ গান, ১টি সবুজ রংয়ের তাজা কার্তুজ। ৫টি সবুজ রংয়ের পটকা, ১টি হাঁসুয়া ও ১টি ৩৬ ইন্ঞ্চি লম্বা হকিস্টিক।এ বিষয়ে থানা পুলিশ জানায়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।ভোরের আকাশ/জাআ
খুলনায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে ইমরান মুন্সি নামের এক যুবক নিহত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাত পৌনে ৮ টার দিকে নগরীর কাস্টমস ঘাট এলাকায় ঘটনাটি ঘটে।এ ঘটনার পরপর ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে।খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, দুর্বৃত্তরা তাকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনের দিকে চলে যায়। আমরা এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি। নিহত ইমরান মুন্সি খুলনার গ্রেনেড বাবুর সক্রিয় সদস্য ছিল। তাকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।ভোরের আকাশ/জাআ
ঢাকার নর্থনাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কর্তৃক পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে ও অভিযুক্ত শিক্ষার্থী অপূর্ব পালকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জীবননগরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকালে জীবননগর মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত যুব মজলিস জীবননগর শাখার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় নারায়ে তাকবির, আল্লাহু আকবার, দীন ইসলাম জিন্দাবাদ, আল কুরআনের অপমান সইবে না মুসলমান, আল কুরআনের শত্রুরা হুশিয়ার সাবধান ইত্যাদি স্লোগানে জীবননগর শহর মুখরিত হয়ে ওঠে।বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশর অধিকাংশ লোক মুসলমান। এদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একজন বিধর্মী শিক্ষার্থী পবিত্র আল-কুরআন শরিফকে অবমাননা করেছে। আমরা সেই শিক্ষার্থী অপূর্ব পালকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যদি তাকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হয় তাহলে পরবর্তীতে আমরা আরও কঠোর কর্মসূচি পালন করবো।সমাবেশে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস জীবননগর থানা শাখার সভাপতি মুফতি শাহ জামাল। সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আল মাহমুদ।এসময় উপস্থিত ছিলেন মাওলানা আমানুল্লাহ, মাওলানা তরিকুল ইসলাম, মুফতি আবু সাঈদ, মাওলানা বাসার, আব্দার আলী, মাহমুদ, মাওলানা ইমারান, মাওলানা জাহিদুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ, এহসানুল্লাহ, আব্দুল হায় প্রমুখ।উল্লেখ্য, গত শনিবার নিজের ফেইসবুকে পবিত্র কুরআন শরীফ অবমাননা করে বেশ কিছু পোস্ট করে অপূর্ব পাল। এই ঘটনায় ওই দিন মধ্যরাতে তাকে গ্রেফতার করে পুলিশ।ভোরের আকাশ/জাআ
নির্বাচনের ভোটের হাওয়া সর্বত্র ছড়িয়ে পড়ছে। গ্রাম থেকে হাট বাজার, এবং কি টাঙ্গাইলের বৃহত্তর চরাঞ্চলেও লেগেছে দোলা। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নে, পোড়াবাড়ি হাটে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে ধানের শীষে ভোট চেয়ে ৩১ দফার লিফলেট বিতরণ করছে নেতৃবৃন্দরা।বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার লিফলেট বিতরণসহ ধানের শীষে ভোট প্রার্থনা করেন তারা। টাঙ্গাইল সদর-৫ সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে হাট বাজারসহ বিভিন্ন দোকানপাট, চায়ের স্টলে ঘুরে ঘুরে লিফলেট বিতরণ করে জনসংযোগ করে নেতৃবৃন্দরা।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ভিপি মনিরের নেতৃত্বে পোড়াবাড়ি হাট, চারাবাড়ি ঘাট ও দাইন্যা ইউনিয়নে এ লিফলেট বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান,সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, জেলা শ্রমিক দল নেতা তোফাজ্জল হোসেন, শহর শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মনির হোসেন, বিদ্যুৎ শ্রমিক নেতা সোহেল, সদর থানা শ্রমিকদলের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, ঘারিন্দা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল বাসেত, সাধারণ সম্পাদক সেলিম মিয়া, করটিয়া ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক সুমন, শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দ।ভোরের আকাশ/জাআ