গাজীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫ ০৬:১৯ এএম
গাজীপুর কিন্ডারগার্টেন ঐক্য ফোরামের সংবাদ সম্মেলন
গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালামের বিরুদ্ধে শিক্ষকদের কটুক্তি, শিক্ষক বদলীতে অনিয়ম, বেসরকারি বিদ্যালয় নিবন্ধন বাণিজ্য, বই বিতরণে বৈষম্যসহ নানান অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭ মে শনিবার সকাল ১০ টায় জেলা শহরের জোড়পুপুর এলাকায় একটি চাইনিজ রেষ্টুরেন্ট সংবাদ সম্মেলন করেন গাজীপুর কিন্ডারগার্টেন ঐক্য ফোরাম। গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েন এর সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন এর সঞ্চালনায়।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তব্য উপস্থাপন করেন, গাজীপুর কিন্ডারগার্টেন ঐক্য ফোরামের আহবায়ক, বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়শন এর সভাপতি মোঃ মোছাদ্দিকুর রহমান হাজী মুছা। গাছা প্রাইভেট স্কুল সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, শিক্ষক নেতা শফিকুল ইসলাম, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন বাসন থানা সভাপতি, নাজির আহমেদ, সদর মেট্রো থানা সভাপতি বাদল আহমেদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, শিক্ষকনেতা মোস্তাফিজুর রহমান, মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাংগঠনিক সম্পাদক বেলায়েত আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় গাজীপুরে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, শিক্ষা অফিসার আব্দুস সালাম শিক্ষকদের দোকানদার এবং গার্মেন্টস শ্রমিক বলে কটুক্তি, শিক্ষক নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা দায়ের, স্কুল নিবন্ধনের মোটা অঙ্কের ঘুষ দাবিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
ভোরের আকাশ/এসআই