ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৫ ০৫:৩৯ পিএম
বিজয়নগরে ৪ মণ গাঁজা, ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪ মণ গাঁজা (১৬০ কেজি) ও ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১২জুন) বিকালে বিজয়নগর থানা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে জেলার বিজয়নগর থানাধীন ৩নং ইছাপুরা ইউনিয়নের মির্জাপুর এলাকার তিন রাস্তার মোড়ে ঈশরাত হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে পাকা রাস্তার উপরে এসআই (নিরস্ত্র) নাফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ১টি পুরাতন সিএনজি চেক পোস্টের কাছাকাছি আসলে থামার জন্য সংকেত দেয়।
সংকেত অমান্য করে চলে যাওয়ার সময় সিএনজিকে ধাওয়া করলে সিএনজিতে থাকা পলাতক আসামী-১ মোঃ সাব্বির (২৬), পিতা- এলাহি মিয়া, গ্রাম- কামালমুড়া, ইউপি- পাহাড়পুর, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও অজ্ঞাতনামা আরও ১জন আসামী মাদকদ্রব্য ১৬০ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহণে ব্যবহৃত সিএনজিটি ফেলে রেখে সুকৌশলে অজ্ঞাত স্থানে দৌঁড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল হতে উক্ত আলামত জব্দ তালিকা মূলে বিধি মোতাবেক জব্দ করা হয়।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম ভোরের আকাশকে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভোরের আকাশ/জাআ