চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৫ ১০:১৯ পিএম
চাঁপাইনবাবগঞ্জে মাসব্যাপি বাণিজ্যমেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে মাসব্যাপি শিল্পপন্য ও বাণিজ্যমেলা। শনিবার (১০ মে) বিকালে শহরের পুরোনো স্টেডিয়ামে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এ মেলার আয়োজন করেছে। মেলায় দেশি বিদেশি পণ্য বিক্রির জন্য শতাধিক স্টল রয়েছে। এর পাশাপাশি ১৬ টি প্যাভিলিয়ন ও ২০ টি বিভিন্ন রাইডস থাকবে।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্টির সভাপতি আব্দুল ওয়াহেদ জানান, মেলায় পণ্যের মান ও দাম নিয়ন্ত্রনের ব্যবস্থা থাকবে। প্রতারণা এড়াতে কাজ করবে আয়োজকদের একাধিক দল। এই মেলা থেকে জেলার বাণিজ্যের প্রসারের পাশাপাশি ভোক্তারা উপকৃত হবে। মেলায় প্রবেশ ফি রাখা হয়েছে ২০ টাকা।
ভোরের আকাশ/এসআই