নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১১:৪৬ পিএম
চট্টগ্রামের ৬০ গ্রামে শুক্রবার ঈদুল আজহা উদযাপন
সৌদি আরবের চাঁদ দেখার সঙ্গে মিল রেখে আগামী শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপন করবেন চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের প্রায় ৬০টি গ্রামের মানুষ। এর মধ্যে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলাসহ আশপাশের এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশে ঈদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঐতিহ্যবাহী মির্জাখীল দরবার শরীফ (সাতকানিয়া) ও জাহাঁগিরিয়া শাহছুফি মমতাজিয়া দরবার শরীফ (চন্দনাইশ)-এর অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদের আমল পালন করে আসছেন। এই ধারার প্রবর্তক সুফি সাধক মাওলানা মোখলেসুর রহমান (রহ.), যিনি প্রায় ২০০ বছর আগে এ রীতি চালু করেন।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, হানাফি মাযহাব অনুসরণকারী এসব অনুসারী আরব বিশ্বের সময় অনুযায়ী ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় করে থাকেন।
চন্দনাইশের বুলার তালুক, হরিনারপাড়া, জামিজুরি, কুন্দুপাড়া, বারখাইন, তৈলারদ্বীপ, চরণদ্বীপ, ধোপাছড়ি, কেশুয়া, রুপকানিয়া, শ্রীমাই, বড়হাতিয়া, বাজালিয়া, কাঞ্চনা, পুরানগড়সহ প্রায় ৬০টি গ্রামে লক্ষাধিক অনুসারী শুক্রবার ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়াও বোয়ালখালী, হাটহাজারী, ফটিকছড়ি, বান্দরবানের আলীকদম, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, নোয়াখালী ও চাঁদপুরেও একই দিন ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে।
ঈদের জামাতের সময়সূচি অনুযায়ী, চন্দনাইশের জাহাঁগিরিয়া দরবারে সকাল ৭টায় ঈদের নামাজ আদায় করবেন পীর সৈয়্যদ মো. আলী। অপরদিকে সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফে সকাল ৯টায় প্রথম জামাত এবং সাড়ে ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে যথাক্রমে সৈয়্যদ মাওলানা মুহাম্মদ আবদুর রহমান শাহ ও ড. সৈয়্যদ মাওলানা মকছুদুর রহমান জাহাঁগিরীর ইমামতিতে।
ভোরের আকাশ/হ.র