মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৫ ০৫:০২ পিএম
ছবি : ভোরের আকাশ
জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের আত্মত্যাগ স্মরণে “দেশ গড়তে এনসিপির পদযাত্রা” শিরোনামে মাগুরায় এক বর্ণাঢ্য পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ১টা ২৫ মিনিটে ঝিনাইদহ থেকে পদযাত্রা করে মাগুরা সদরে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও তাসনীম জারা। মাগুরা সদর উপজেলা পরিষদের সামনে নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে বরণ করেন।
এরপর সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে ভায়না মোড়, শহরের চৌরাস্তা ও ঢাকা রোড প্রদক্ষিণ করে পুনরায় ভায়না মোড়ে এসে শেষ হয়। পদযাত্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
পথসভায় নাহিদ ইসলাম বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে আর কোনো ফ্যাসিস্ট চাঁদাবাজের জায়গা থাকবে না। দেশের মানুষকে সঙ্গে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে।”
তাসনীম জারা বলেন, “জুলাই গণআন্দোলনে সংঘটিত গণহত্যার বিচার এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। সবার পাশে থাকার আহ্বান জানাই।”
এনসিপির নেতারা জানান, এটি একটি ধারাবাহিক আন্দোলনের অংশ, যা সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ভোরের আকাশ/আজাসা