যশোর প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫ ১১:০৫ পিএম
সন্ত্রাসীদের কোন জাত ধর্ম রাজনৈতিক পরিচয় নেই -অপর্ণা রায়
বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহসম্পাদক ও বাংলাদেশ পূজা ফ্রন্ট এর সভাপতি অপর্না রায় বলেন, সন্ত্রাসীদের কোন জাত ধর্ম রাজনৈতিক পরিচয় নেই। তারা শুধুই সন্ত্রাসী। সমাজ থেকে তাদেরকে বিতাড়িত না করলে এই সমাজ কলুষিত হতেই থাকবে।
যশোরের অভয়নগরে মসিয়াাহাটিতে উপজেলা কৃষকদল সভাপতি তরিকুল ইসলাম হত্যাকান্ড ও এর জের ধরে নিরীহ গ্রামবাসীর ঘরবাড়ি পুড়িয়ে দেয়া এবং লুটপাটের স্থান পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সমীর কুমার বোস, সহ-সভাপতি সুরঞ্জন ঘোষ, সহ-সভাপতি গৌতম মিত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়, সহ সাংগঠনিক সম্পাদক অনিক সাহা তন্ময়, অজয় কর, অশোক কুন্বূ, নিত্যানন্দ মণ্ডল, কার্তিক দাস, শান্তনু ঘোষ, সুবাস প্রমুখ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জাআ