এস,এম সিপার, নাজিরপুর(পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯ এএম
পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার কর্মীসভা অনুষ্ঠিত
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পিরোজপুর পৌর শাখার উদ্যোগে ৯টি ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় গণতন্ত্র রক্ষার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। আন্দোলন-সংগ্রামে পিরোজপুরের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে ছিল থাকবে।
সভায় সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নাদিম মল্লিক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আহসান ধরানী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ এমদাদুল ইসলাম তুহিন ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনিরুজ্জামান মনি এবং প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. তৌহিদুর ইসলাম তৌহিদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাদিম শেখ, যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান লিটু, আসিব জামাল খান, আশরাফুল আলম সিকদার স্বজল, নেছার শেখ, ফাহিম মুনতাছির, তারিকুল ইসলাম রনি, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ মাতুব্বর, সদস্য সচিব মো. ছাইদুল,সহ পৌর শাখার যুগ্ম আহবায়ক ও সদস্যবৃন্দ।
কর্মীসভায় পৌর স্বেচ্ছাসেবক দলের সকল যুগ্ম আহবায়ক বক্তব্য প্রদান করেন। সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ হন। এবং আগামীতে ধানের শীষ প্রতীককে বিজয় করার জন্য পিরোজপুর পৌর স্বেচ্ছাসেবক দল এর প্রত্যেকটা নেতাকর্মী মাঠে থাকার শপথ গ্রহণ করেন।
ভোরের আকাশ // হ.র