বিজিবির হাতে জব্দ গাঁজা
ফেনীতে বিজিবির ধাওয়ায় খেয়ে ১৫ কেজি গাঁজা ফেলে পালিয়ে গেছে মাদক কারবারী। ৩ জুলাই বৃহস্পতিবার সকালে ফেনী সদর উপজেলায় মাদক কারবারীকে আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া করলে মাদক ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি ফেনী ব্যাটালিয়নের কর্তব্যরত গার্ড ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১৫ কেজি গাঁজা জব্দ করে।
বিজিবি জানায়, এছাড়া ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি। এসময় বিপুল পরিমাণ ভারতীয় বিস্কুট, হেয়ার অয়েল ও ভারতীয় গরু আটক করা হয়। এগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৭৪ হাজার ৭৬০ টাকা। জব্দকৃত মালামাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও স্থানীয় কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
ফেনীস্থ ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেল বলেছেন, বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত দল হচ্ছে বিএনপি। বিগত ১৬ বছরে সবচেয়ে বেশি মামলা হামলার শিকার হয়েছে বিএনপির নেতাকর্মীরা। দেশের জন্য মানুষের জন্য ও গনতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে ঘুম, খুন ও হাজার হাজার মামলা মাথায় নিয়ে পালিয়ে বেড়িয়েছে। এই নেতাকর্মীদের সামনে মূল্যায়ন করতে হবে। মাহমুদুল হক রুবেল শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও মানবিক রাষ্ট্র গঠনের জন্যে আলোচনা সভা ও দিনব্যাপী কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন। শুক্রবার (৪ জুলাই) বেলা ১১টায় ঝিনাইগাতীর আহমদ নগর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাহমুদুল হক রুবেল আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাংলাদেশের ভবিষ্যতের নিরাপত্তা ও ন্যায়ের প্রতীক। তাই বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো—এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া। জনগণের কাছে গিয়ে তাদের বোঝাতে হবে, এই রূপরেখাই দেশকে সংকট থেকে মুক্তির পথ দেখায়।" তিনি আরও বলেন, “একটি মহল নির্বাচনকে বিলম্বিত করার ষড়যন্ত্রে লিপ্ত। তবে সেই অপচেষ্টা সফল হবে না। ইনশাআল্লাহ, সঠিক সময়েই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।"ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক শাহ্জাহান আকন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় কর্মী সমাবেশে উপজেলার তিনটি ইউনিয়ন হাতিবান্দা, মালিঝিকান্দা ও গৌরিপুর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।এসময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দরা আওয়ামীলীগের আমলে তাদের সাথে সংঘঠিত অতীতের দু:সহ স্মৃতিচারণ করেন। মামলা, হামলা ও জেল জীবনের কথা বলেন। আগামীদিনে বিএনপির সাংগঠনিক গতি বৃদ্ধি ও আগামী নির্বাচনের প্রস্তুতি নেয়ার বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফর রহমান, মো. আব্দুর রশিদ, মো. ছাইদুল হক, মো. আব্দুল মান্নান হীরা, মো. আতাউর রহমান, গৌরিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মুমিন, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মো. মোতাহার আলী বেলাল, হাতীবান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন ও গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আক্রাম হোসেন প্রমুখ।ভোরের আকাশ/আজাসা
কালিহাতীর সেফাই নদী পাছ চারান অংশে দীর্ঘদিন ধরে জমে থাকা কচুরিপানা ও আবর্জনা অপসারণে কার্যকর উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম । স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে সরেজমিন পরিদর্শন শেষে তিনি নদী পরিষ্কারের নির্দেশ দেন।নদীটির উপর নির্মাণাধীন ব্রীজ হচ্ছে পাশেই যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ অস্থায়ী ব্রিজ থাকায় এই অংশে দীর্ঘদিন ধরে কচুরিপানা জমে নৌযান চলাচল ব্যাহত হচ্ছিল এবং আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছিল। এছাড়া মাছ ধরায় বিঘ্ন সৃষ্টি হচ্ছিল, যা স্থানীয় জেলেদের জীবনজীবিকায় মারাত্মক প্রভাব ফেলছিল।স্থানীয় বাসিন্দা কালাম বলেন, এখানে ঝুঁকিপূর্ণ অস্থায়ী ব্রিজ থাকায় আমরা বহুদিন ধরে কচুরিপানা পরিষ্কারের দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে ইউএনও স্যার নিজে এসে দেখলেন এবং ব্যবস্থা নিলেন।ইউএনও খায়রুল ইসলাম বলেন, জনসাধারণের ভোগান্তির বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে তাৎক্ষণিকভাবে পরিষ্কার কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন জনগণের পাশে আছে।ভোরের আকাশ/আজাসা
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী একটি বাস বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের পূর্নাঙ্গ পরিচয় পাওয়া না গেলেও নিহত দুজন হলেন টেকনাফের হোয়াইক্যং এলাকার বাসিন্দা মোহাম্মদ ফারুক এবং নোয়াখালী জেলার সুধারাম এলাকার শেখ এনাম।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গয়ালমারা এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের কিছু অংশ খাদে ডুবে যায়। এ সময় হতাহতের ঘটনা ঘটে। রাত ১২টার দিকে দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে অংশ নেয় চিরিংগা হাইওয়ে থানা পুলিশ, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও চকরিয়া থানা পুলিশ।রাত আড়াইটার দিকে বাসটি ক্রেন দিয়ে খাদ থেকে তোলা হয়। এ সময় এক যুবকের লাশ বাসের জানালায় ঝুলে থাকতে দেখা যায়। আরেক যাত্রীর লাশ বাসটির নিচে চাপা পড়ে ছিল। বাসটিতে চালক-সহকারীসহ ৪০ জন ছিলেন বলে যাত্রীরা জানিয়েছেন। তাঁদের দাবি, বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে পড়া সড়কে দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।জানতে চাইলে বাসটির যাত্রী কাজী সোহেল (৪২) বলেন, তিনি মাতারবাড়ী কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রে চাকরি করেন। চট্টগ্রাম থেকে চকরিয়া পর্যন্ত টিকিট কেটেছিলেন। চট্টগ্রাম থেকে চুনতি পর্যন্ত বাসটি ধীরগতিতে চলে। এ কারণে যাত্রীদের সঙ্গে চালকের কথা-কাটাকাটিও হয়। তবে চুনতি পার হওয়ার পর হঠাৎ দ্রুতগতিতে চালাচ্ছিলেন চালক। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় বাসটি।এবিষয়ে চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, নিহত দুজনের লাশ হাইওয়ে থানায় রয়েছে। বাসটিও উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আহত ব্যক্তিদের স্থানীয় লোকজন তাৎক্ষণিক পাশ্ববর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন।ভোরের আকাশ/আজাসা
মধ্যনগর পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই কাপড় জব্দ করা হয়েছে। এ সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মনিবুর রহমানের নেতৃত্বে এস আই বিকাশ সরকার (নিঃ) এস আই আলমগীর হোসেন, এ এস আই আসরাফুল এ এস আই স্বপন সরকারসহ রাত ১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে ও শহীদ আয়াতুল্লাহ বীজ্রের নিচে অবস্থান করেন। চোরাকারবারিরা হাওরের নৌকা বোঝাই করে প্লাস্টিকের বস্তা ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় পাচার করছিল। এ সময় পুলিশের অভিযানে পণ্যগুলো ধরা পরড়। যার বাজারমূল্য আনুমানিক ৮ আট লক্ষ ২৭ হাজার টাকা।অভিযানের সময় চোরাই কাপড় পাচারকারী ওমর ফারুক (৩২) নামে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কাপড়গুলো ভারত সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে দেশে আনার কথা বলে স্বীকার করে। তার বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়।মধ্যনগর থানার ওসি জনাব মনিবুর রহমান জানান, রাতভর জেগে থেকে চোরাচালানকারীকে হাতেনাতে গ্রেফতার করেছি। সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বন্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”ভোরের আকাশ/আজাসা