দাগনভূঁইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৫ ০১:৪৫ এএম
ছমিভূঞা কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন
ফেনীর দাগনভূঞা উপজেলার হাসানগনিপুর গ্রামের ঐতিহ্যবাহী ছমিভূঞা কেন্দ্রীয় জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর মসজিদ চত্বরে আয়োজিত সাধারণ সভায় মুসল্লিদের সরাসরি ভোটের মাধ্যমে এ কমিটি নির্বাচিত হয়।
বিদায়ী কমিটির সভাপতি পেয়ার আহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদুল আলম ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী তিন বছরের (১ জুলাই ২০২৫ থেকে ৩০ জুন ২০২৮ পর্যন্ত) জন্য নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদুল আলম ইমরান। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. অলি উল্যাহ ও মিজানুর রহমান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইকবাল হোসেন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. ইসমাইল হোসেন ও মো. জামাল উদ্দিন।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো. এনায়েত উল্যাহ এবং সহ-কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম সোহান। দপ্তর ও আদায়কারক পদে নির্বাচিত হয়েছেন ইফাদ হোসেন ইমন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নিজাম উদ্দিন, মুন্সি মিয়া, সাহাব উদ্দিন, মো. মোস্তফা, মো. সোহেল, আবদুর রব, আলী আকবর, সাইফুল ইসলাম, আবু সায়েদ, ইসমাইল হোসেন হাসান ও আবদুর গফুর।
এছাড়া ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটিতে নির্বাচিত হয়েছেন মো. ফেয়ার আহাম্মদ, আবদুল ওহাব বাচ্চু, আইয়ুব আলী, নুরুল আফছার, মো. নিজাম উদ্দিন, মমিন উল্যাহ, দিল মোহাম্মদ ও আনোয়ার হোসেন সোহেল।
সভায় প্রবাসী মুসল্লিদের অন্তর্ভুক্ত করে হাসানগনিপুর ও চাঁদপুর গ্রামের প্রবাসীদের নিয়ে একটি পৃথক উপদেষ্টা কমিটি গঠনের সিদ্ধান্তও গৃহীত হয়।
ভোরের আকাশ//হ.র