ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ মে ২০২৫ ০৪:০৪ পিএম
ধান শুকানোর দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানো নিয়ে কথা কাটাকাটির জেরে চাচাতো ভাই শাওন ফকির (২৪) এর ছুরিকাঘাতে সুজন ফকির (৩২) নামে একজন নিহতের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুজন ফকির ওই গ্রামের খোকন ফকিরের ছেলে। শাওন ফকির ও সুজন ফকির সম্পর্কে আপন চাচাতো ভাই।
আজ দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের।
নিহতের বাবা খোকন ফকির বলেন, 'কয়েক মাস আগে মাদক ব্যবসায় বধা দেয়ার জের ধরে আমি ও আমার ছেলের উপর ক্ষিপ্ত ছিলো শাওন। তিন মাস আগে অন্য মাদক ব্যবসায়ীদের নিয়ে একবার গুম করে হত্যা চেষ্টা করেছিলো আমার ছেলে সুজনকে।
আজ ধান শুকানো নিয়ে সামান্য তর্কের জেরে ছেলেকে ছুরিকাঘাত করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে কুমিল্লা নেয়ার পথে মারা যায় সুজন। তার ৩ বছর ও ১৮ মাস বয়সী দুটো সন্তান রয়েছে'।
ছেলে হত্যার বিচার চান নিহতের বাবা খোকন ফকির। পরিবারে নিজেদের মধ্যে এমন হত্যাকান্ডে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ৩ ঘন্টা আগে
আপডেট : ৩ ঘন্টা আগে
ধান শুকানোর দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উঠানে ধান শুকানো নিয়ে কথা কাটাকাটির জেরে চাচাতো ভাই শাওন ফকির (২৪) এর ছুরিকাঘাতে সুজন ফকির (৩২) নামে একজন নিহতের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ মে) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের জাজিসার গ্রামের ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সুজন ফকির ওই গ্রামের খোকন ফকিরের ছেলে। শাওন ফকির ও সুজন ফকির সম্পর্কে আপন চাচাতো ভাই।
আজ দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল কাদের।
নিহতের বাবা খোকন ফকির বলেন, 'কয়েক মাস আগে মাদক ব্যবসায় বধা দেয়ার জের ধরে আমি ও আমার ছেলের উপর ক্ষিপ্ত ছিলো শাওন। তিন মাস আগে অন্য মাদক ব্যবসায়ীদের নিয়ে একবার গুম করে হত্যা চেষ্টা করেছিলো আমার ছেলে সুজনকে।
আজ ধান শুকানো নিয়ে সামান্য তর্কের জেরে ছেলেকে ছুরিকাঘাত করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে কুমিল্লা নেয়ার পথে মারা যায় সুজন। তার ৩ বছর ও ১৮ মাস বয়সী দুটো সন্তান রয়েছে'।
ছেলে হত্যার বিচার চান নিহতের বাবা খোকন ফকির। পরিবারে নিজেদের মধ্যে এমন হত্যাকান্ডে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ