ছবি: ভোরের আকাশ
উৎসবমুখর পরিবেশে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে ৬৩৯ জনের মধ্য ৬৩২ জন সদস্যের ভোট প্রয়োগের মাধ্যমে পৌর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচিত করেন। যার ফলাফল ঘোষণা হয় রাত সাড়ে ১২ টায়।
নির্বাচনে পৌর সভার ৯টি ওয়ার্ড থেকে ৩২৯ টি ভোট পেয়ে সভাপতি জসিম উদ্দিন ফরাজী, ৩৫৭ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ৩৮৫ ও ৩০০ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, মোঃ মন্টু মিয়া নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে সভাপতি পদে ২ জন , সাধারণ সম্পাদক পদে ৩ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর আগে সকালে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন চত্তরে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব কেএম হুমায়ুন করীর এর সভাপতিত্বে সম্মেলনে জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহা সচিব এ্যাড. আবদুস সালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াজ উদ্দিন রানা সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল বলেন, দীর্ঘ ১৬ বছর পর একটা কাউন্সিলের মাধ্যমে গণতান্ত্রানিক পদ্ধতিতে কাউন্সিল সম্পন্ন হয়েছে। আশা করব নব নির্বাচিত নেতৃবৃন্দ দলের সুনাম রক্ষা করাসহ মানুষের জন্য কাজ করবে।
ভোরের আকাশ/আজাসা
সংশ্লিষ্ট
নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেশের মানুষ কখনো মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শেখ হাসিনার তথাকথিত নির্বাচনে ভোটকেন্দ্রে ভোটাররা যেতে পারেননি, সেখানে কুকুর-বিড়াল ঘোরাফেরা করেছে। সেই নির্বাচনের দিন শেষ। অসংখ্য রক্তের বিনিময়ে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রের পথ নির্বিঘ্ন হয়েছে। সেই পথ কেউ যেন আটকাতে না পারে, এ জন্য অন্তর্বর্তী সরকারের উচিত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে খুব দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা।বুধবার (৯ জুলাই) দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলার মগাছড়িতে ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়িতে গিয়ে তার ক্যান্সার আক্রান্ত মা বসুপতি চাকমার খোঁজখবর নেন ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দেন রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।রিজভী বলেন, ঋতুপর্ণা অসাম্প্রদায়িক চেতনার মূলমন্ত্রকে ধারণ করে গোটা দেশকে আলোকিত করেছেন। বিগত ফ্যাসিস্ট আমলে শোষণ, জুলুম ও নির্যাতনের মাধ্যমে দেশের প্রতিভাকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছিল। সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে প্রতিভাগুলোকে পাদপ্রদীপের আলোর সামনে নেওয়ার কোনো ব্যবস্থা আমরা এখনও দেখছি না। জাতীয় নারী ফুটবলের দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার মা অসুস্থ। এ খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত তার মায়ের সঙ্গে দেখা করার নির্দেশনা দেন। নির্দেশনা পেয়ে যে সহায়তা দিয়েছি তা সামান্য। তবে এ পরিবারের পাশে তারেক রহমান থাকবেন ও আমরা সবাই থাকব। আমার বিশ্বাস, সৃষ্টিকর্তা ঋতুপর্ণার মাকে সুস্থ করে তুলবেন।তিনি বলেন, গত ১৭ বছর ধরে উন্নয়নের যে বুলি আওড়ানো হয়েছে, তার প্রমাণ তো আজকে আমরা এখানে এসে দেখতেই পেলাম। দুই-একটা পদ্মা সেতু করেই উন্নয়নের বুলি আওড়ানো হতো। এতদিন আমাদের যে উন্নয়নের গল্প শোনানো হয়েছে, সেটি যে ভাঁওতাবাজি আর প্রতারণা ছিল তার প্রমাণ ঋতুপর্ণার গ্রামের বাড়িতে এসে নিজ চোখে দেখে বুঝতে পারলাম। পাহাড়ি এ এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি, না আছে কোনো রাস্তা-ঘাট, না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা। তারা তো বাংলাদেশের বাইরের কেউ না। পদ্মা সেতু আর ফ্লাইওভার দেখিয়ে ফ্যাসিস্ট সরকার জনগণের সঙ্গে যে প্রতারণা করেছে, সেটা আজ প্রমাণিত।এ সময় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবারে’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক আলি বাবর, রাঙামাটি নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুল বাসেত অপু প্রমুখ।ভোরের আকাশ/এসএইচ
পিরোজপুরে দীর্ঘ ১৬ বছর পরে ভান্ডারিয়া উপজেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ জুলাই) দুপুর ১ টায় উপজেলার পৌর অডিটরিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনে উপজেলা বিএনপি'র আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট আব্দুস সালাম আজাদ। পিরোজপুর জেলা বিএনপি'র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন সম্মেলন এর উদ্বোধন করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপি'র সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পরিবার কল্যাণ বিষয়ক সহ সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল কবীর লাবু, কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। সম্মেলনের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন।এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশনের শেষে দ্বিতীয় অধিবেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়। ভোরের আকাশ/জাআ
পিরোজপুরের কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, সহ সভাপতি মাহামুদ খান খোকন, উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির উদ্দীন তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত।বুধবার (৯ জুলাই) বেলা ১২টার দিকে কাউখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ তিনজন আদালতে আত্মসমর্পণ করলে পিরোজপুর জেলা জজ মুজিবুর রহমান জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আবুল কালাম আকন এই প্রতিবেদককে জানান।আদালত সুত্রে জানাগেছে, আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম আব্দুস শহীদ, সহ সভাপতি মাহামুদ খান খোকন, উপজেলা যুবলীগের সদস্য সচিব নাসির তালুকদার বিরুদ্ধে গত ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মামলা রয়েছে। এর আগে উচ্চ আদালত থেকে এই মামলায় আট সপ্তাহের জামিন নিয়েছিলেন এই আওয়ামী লীগের শীর্ষ এই তিন নেতা।উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে বুধবার (৯ জুলাই) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন বহালের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।ভোরের আকাশ/জাআ
দীর্ঘ ১৬ বছর পর পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল বৃহস্পতিবার।এ উপলক্ষে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। পুরো এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ, নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে পুরো আয়োজন বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। দীর্ঘদিন পর এই সম্মেলনের মাধ্যমে উপজেলা বিএনপিতে নতুন নেতৃত্বের সূচনা হবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুইজন প্রার্থী। একজন বর্তমান উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ ও উপজেলা বিএনপির সদস্য মোঃ নান্নু পঞ্চায়েত।সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী: উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আলমগীর কবির মান্নু, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ আব্দুল্লাহ সোহেল।সাংগঠনিক সম্পাদক পদে লরছেন পাচ জন প্রার্থী। এদের মধ্যে যুগ্ম আহ্বায়ক মোঃ মোস্তান হাফিজ, যুগ্ম আহ্বায়ক এইচ এম ফারুক হোসাইন, যুগ্ম আহ্বায়ক ডাঃ ইব্রাহিম বিশ্বাস, মোঃ হাই জোমাদ্দার উপজেলা তাতী দলের সাবেক আহ্বায়ক মোঃ জহির ইসলাম।উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ফরিদ আহম্মেদ দৈনিক ভোরের আকাশকে বলেন, মাঠপর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। সম্মেলন সফল করতে আমরা ইতোমধ্যে সকল সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছি। উল্লেখ্য, এর আগে ২০০৯ সালের ১৭ নভেম্বর জিয়ানগর উপজেলা বিএনপির সর্বশেষ দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। এরপর দীর্ঘ ১৬ বছর কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি।ভোরের আকাশ/জাআ