মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫ ০৯:১৫ পিএম
জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান ও বই মেলা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (৩১ মে ) বিকেল ৪ টায় মানিকগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভার শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করা হয়। এরপর আহবায়ক কমিটির সদস্য গোলাম আবেদীন কায়সারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা ।
অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আফম নুরতাজ আলম বাহার, এ্যাডভোকেট আজাদ হোসেন খান এবং জেলা- উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আফরোজা খান রিতা বলেন, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং দেশের সমস্ত জনগণের কাছে তার রূহের মাগফেরাত কামনা করছি। জিয়াউর রহমানের মত নেতা পাওয়া বাংলাদেশের মানুষের জন্য গর্বের।
তিনি বলেন, জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, ভালোবাসার সেই নৈতিকতাকে বুকে ধারণ করে আজ আমাদের অঙ্গীকার হবে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সৎ হয়ে বাংলাদেশকে গড়ে তোলার আদর্শ নীতি নৈতিকতা লালন করবো।
মেডিকেল ক্যাম্পে বিভিন্ন স্থান থেকে মানুষ এসে রক্ত দিচ্ছে, প্রেশার, ডায়াবেটিস সহ বিভিন্ন চিকিৎসা নিচ্ছে ডাক্তারদের কাছ থেকে। স্টল ঘুরে দেখা যায়, বইমেলায় দেখা যায়, জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে লেখা বিভিন্ন বই বিক্রয় হচ্ছে এবংমানুষ স্টলে ভিড় করছে ।
ভোরের আকাশ/জাআ