খুলনায় বিএনপির তারুণ্যের সমাবেশ শনিবার
খুলনা ব্যুরো
প্রকাশ : ১৬ মে ২০২৫ ০৬:৫৬ পিএম
ব্যাপক প্রস্তুতি, উজ্জীবিত নেতা-কর্মীরা
তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে শনিবার (১৭ মে)। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এছাড়া জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল নয়ন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেকসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত থাকবেন। খুলনা ও বরিশাল বিভাগের নেতা-কর্মীরাও এ তারুণ্যের সমাবেশের কর্মসূচিতে অংশ নেবেন। এ তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে নগর ও জেলা-উপজেলা জুড়ে বিএনপির নেতার্কমীদের মধ্যে উচ্ছ্বাস ও উৎসবের আমেজ তৈরী হয়েছে। পোস্টার-ব্যানার ও বিলর্বোডে ছেয়ে গেছে শহরের রাস্তাঘাট, অলিগলি। কর্মসূচিকে কেন্দ্র করে চলছে দিনভর মাইকিং। একই সাথে ব্যানার-বিলবোর্ড শোভা পাচ্ছে বিভাগের ১০জেলা ও ৬৮উপজেলায়, চলছে সবা-মতবিনিময়সহ নানান প্রস্তুতিমূলক কার্যক্রম।
খুলনা মহানগর ও জেলা বিএনপি এবং যুবদল নেতৃবৃন্দ সূত্রে জানা গেছে, বিগত ১৬ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই-সংগ্রামে, দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা, বাকস্বাধীনতা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রেখেছে তরুণ প্রজন্ম। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ খুলনা ও বরিশাল বিভাগের তরুণ প্রজন্মের রাজণৈতিক নেতাকর্মীদের মহামিলন। সমাবেশে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুই বিভাগের সকল জেলা-উপজেলার নানা শ্রেণি-পেশা, মতাদর্শ, সামাজিক, রাজণৈতিক ও সাংস্কৃতিক পটভূমি থেকে উঠে আসা তরুণ-তরুণীরা। তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার এই সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা ও নেতৃত্বে দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এমন যুগান্তকারী কর্মসূচি বলে মনে করছেন তারা।
খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন জানান, খুলনাসহ দক্সিণ-পশ্চিমাঞ্চলের ইতিহাসে সবচেয়ে বৃহৎ তারুণ্যের সমাবেশ খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে দেশবাসীকে উপহার দেয়া হবে। সমাবেশে দুই বিভাগের তরুণ সমাজের ও সাধারণ মানুষের ঢল নামবে। সকল ভেদাভেদ ভুলে তারেক রহমানের নির্দেশনায় তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা সবাই একতাবদ্ধ। সমতা, সাম্য ও মানবিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে তারেক রহমানের ৩১ দফার আলোকে তরুণদের ভাবনায় আগামীর বাংলাদেশ গড়ে তোলা হবে। যে বাংলাদেশে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করবে। তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বিএনপি সকল বৈষম্যমূলক প্রথার অবসান ঘটিয়ে আধুনিক ও বাসযোগ্য দেশ গঠনে তরুণ প্রজন্ম বদ্ধপরিকর বলেও জানান তিনি।
এদিকে, খুলনা ও বরিশাল বিভাগের যৌথ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের আগে ‘শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সকালে খুলনা প্রেসক্লাবে তরুনদের দক্ষতা, ভাবনা ও সৃজনশীলতা কাজে লাগিয়ে স্বাস্থ্য ও শিক্ষাখাতে নতুন দিগন্ত উন্মাচন ও জাতীয় উন্নয়ন কৌশলের সাথে সংযুক্ত করতে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সেমিনারে জাতীয় পর্যায়ের স্বাস্্যথ-শিক্ষা বিশেষজ্ঞ, গবেষক ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল নয়নসহ যুবদল, স্বেচ্চাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, শুক্রবার বেলা ১১টায় খুলনা মহানগরীর কে.ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল।
খুলনা জেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু। এতে জেলা বিএনপি’র আহবায়ক কমিটি, নয়টি উপজেলা ও দু’টি পৌরসভা বিএনপি’র শীর্ষ নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি’র সভাপতি-আহবায়ক ও সাধারণ সম্পাদক-সদস্য সচিববৃন্দ অংশগ্রহন করেন।
ভোরের আকাশ/এসআই