এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫ ১২:১৩ এএম
ছবি: সংগৃহীত
শেষ বয়সে তারেক রহমান-এর সঙ্গে দেখা করতে চান মোতালেব আকন এমন শিরোনামে বেসরকারি টেলিভিশন চ্যানেল 'দেশ টিভি' একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি লন্ডনে অবস্থানরত বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। অতঃপর তিনি 'আমরা বিএনপি পরিবার'-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন দলের এক সময়ের সক্রিয় ও নিবেদিতপ্রাণ কর্মী মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করতে।
এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার, বিকাল ৪টায় (০৬ অক্টোবর ২০২৫) বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পিরোজপুরের মোতালেব আকনের সাথে
ভার্চুয়ালি সাক্ষাৎ করবেন। ররিবার (৫ অক্টোবর) আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অন্যতম বেসরকারি টেলিভিশন চ্যানেল 'দেশ টিভি' এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। এই প্রতিবেদনটি লন্ডনে অবস্থানরত বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। অতঃপর তিনি 'আমরা বিএনপি পরিবার'-এর আহবায়ক আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন দলের একসময়ের সক্রিয় ও নিবেদিত প্রাণ কর্মী মোতালেব আকনের সঙ্গে যোগাযোগ করতে। এরই ধারাবাহিকতায় আগামীকাল সোমবার, বিকাল ৪টায় (৬ অক্টোবর ২০২৫) বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পিরোজপুরের মোতালেব আকনের সঙ্গে তার নিজ গ্রাম মুল্গ্রামে সাক্ষাৎ করবেন। এই সাক্ষাৎতের মাধ্যমে দলের বয়োজ্যেষ্ঠ কর্মীর মনের আশা পূরণ করবেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় এ সময় বিএনপি'র প্রবীণ এই ত্যাগী কর্মী মোতালেব আকনের সঙ্গে জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত থাকবেন- দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও 'আমরা বিএনপি পরিবার'-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এসময় 'আমরা বিএনপি পরিবার'-এর আহবায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টাবৃন্দ, সদস্য সচিব ও সদস্য বৃন্দ উপস্থিত থাকবেন।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন জানান, ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী এলিজা জামান প্রধান সম্বনয়ক ছিলেন সাবেক জেলা বিএনপি সদস্য মোতালেব আকন। এ সময় আওয়ামী সন্ত্রাসী তার উপর হামলা করে গুরুতর আহাত করে। দীর্ঘ দিন চিকিৎসা করে তিনি কিছু টা সুস্থ হলেও হারিয়ে ফেলেন তার চলাচল ক্ষমতা। আলমগীর হোসেন আরো ও জানান, সদর উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি মোতালেব আকন হুইল চেয়ার বসে ও তিনি নিয়মিত বিএনপি কর্মসূচির খোজ খবর রাখছেন।
ভোরের আকাশ//হর