এসএম সিপার, নাজিরপুর ( পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ০৮:৪৯ পিএম
ছবি: ভোরের আকাশ
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের নাজিরপুরে দেউলবাড়ী দোবড়া, দীর্ঘা ও কলারদোয়ানিয়া ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে জনমত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার গাওখালী স্কুল এন্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাজিরপুর উপজেলার দেউলবাড়ী দোবড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সরোয়ার হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান, কালা বিশ্বাস ও মাহবুবুর রহমান শানুরের সঞ্চালনায় জনমত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মিজানুল রহমান দুলাল, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এম আনোয়ারুল ইসলাম পলাশ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম লিটন, সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, যুগ্ম আহ্বায়ক মোঃ তাওহীদুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান রিপন, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ লিলন, ছাত্রদলের সাবেক সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান লায়েক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোঃ মেহেদী হাসান, ছাত্রদলের আহ্বায়ক এইচএম শামীম হাসান ও কলারদোয়ানিয়া ইউনিয়ন সেচ্ছাসেবদলের আহ্বায়ক এনায়েত করিম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের দোসররা দেশে ঘাপটি মেরে রয়েছে। ছাত্র-জনতার রক্তে অর্জিত এই স্বাধীনতা কোন ষড়যন্ত্রে নস্যাৎ করতে দেওয়া যাবে না।
তারা আরো বলেন, সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টাকারীদের বিচারের আওতায় আনতে হবে। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ভোরের আকাশ/জাআ