আগামী ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবিতে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।শুক্রবার ( ২৬ সেপ্টেম্বর) শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে বিকেলে শ্রীপুর রেলওয়ে মসজিদ চত্ত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলার আমির মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির ও গাজীপুর-৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ডক্টর মো: জাহাঙ্গীর আলম। ড.জাহাঙ্গীর আলম বলেন, দেশে জুলাই সনদ রচিত হয়েছে কিন্তু একটি মহল তা বাস্তবায়ন হতে দিচ্ছে না।আমরা হুশিয়ারী করে দিতে চাই অনেক স্থানে আমাদের বিল বোর্ড, ফ্যাস্টুন খুলে ফেলা হয়েছে আমরা প্রতিবাদ করছি। তিনি আরও বলেন,৭১ সালে দেশ স্বাধীন হলেও স্বৈরাচার ফ্যাসিস্টের হাত থেকে বাংলাদেশ মুক্ত হতে পারেনি। আমরা স্বৈরাচার মুক্ত প্রশাসন ও দূর্নীতি মুক্ত প্রশাসন চাই।পৃথিবীর প্রায় ৮০ টি দেশে পিআর পদ্ধতি চালু আছে। বাংলাদেশেও পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে।এদেশের মানুষ নির্বাচনের জন্য পিআর পদ্ধতির দাবী জানাচ্ছে।বাংলাদেশে সংস্কার ছাড়া নির্বাচন হলে ওই ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন আবারও কায়েম হবে।তাই আমাদের পাঁচ দফা অবিলম্বে বাস্তবায়ন করে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী করুন। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের। মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর জেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান,শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি ডাঃ জসিম উদ্দিন, পৌর আমির ডাঃ আনিসুজ্জামান, গাজীপুর ইউনিয়ন সভাপতি আইয়ুব আলী,বরমী ইউনিয়ন আমির মাওলানা আমিনুল ইসলাম, গোসিংগা ইউনিয়ন সভাপতি আবু সাঈম খান, প্রহলাদপুর ইউনিয়ন আমির মাওলানা মোঃসুলাইমান হোসাইন, তেলিহাটি ইউনিয়ন আমির মাওলানা জুবায়ের সরকার,ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মো: হাবিবুর রহমান প্রমুখ।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেংরা রাস্তার মোড়ে এসে শেষ হয়।এসময় ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে সজ্জিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। ভোরের আকাশ/হ.র
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৯ পিএম
মঠবাড়িয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখা।আজ শুক্রবার(২৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল পৌরসহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে শেষ হয়।মিছিল-পূর্বক সমাবেশে মঠবাড়িয়া উপজেলা জামায়েতের সেক্রেটারি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মঠবাড়িয়া (পিরোজপুর -৩) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মোঃ আব্দুল জলিল শরীফ, উপজেলা মিডিয়া বিভাগের সভাপতি পৌর জামাতের সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম, সাবেক জেলা সভাপতি মেহেদী হাসান , পৌর জামাতের আমির আব্দুল মালেক মীর, টিকিকাটা ইউনিয়নের জামায়াতের আমির হাফেজ শহিদুল ইসলাম, বেতমোর ইউনিয়নের সভাপতি এস এম মজিবুর রহমান প্রমুখ। ভোরের আকাশ/হ.র
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৬ পিএম
পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে দেশে আরেকটি স্বৈরাচারীর জন্ম নেবে
জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ ৫ দফা গণদাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা।শুক্রবার (২৬ সেপ্টেম্বর ) সকাল ১০টায় শহরের শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অবকাশ চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব এর সভাপতিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ।জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, মাওলানা সিদ্দিকুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর আমির ইসহাক আলী খান সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে আরেকটি স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জন্ম নিবে। অনেক রক্তের বিনিময়ে ৫ ই আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। কোন দলের ক্ষমতায় যাওয়ার লোভ-লালসায় জুলাই বিপ্লবের স্বাধীনতা নষ্ট করা যাবে না। ৩০ থেকে ৩৫ পার্সেন্ট মানুষের ভোট নিয়ে শতভাগ মানুষের প্রতিনিধিত্ব করার কোন সুযোগ নেই।একমাত্র পিআর পদ্ধতির মাধ্যমেই নির্বাচন হলে শতভাগ মানুষের প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হবে। সকলের মতামত দেয়ার স্বাধীনতা থাকবে। মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে লুটপাট দুর্নীতি বন্ধ হবে। আর কোন স্বৈরাচার তৈরি হবে না।ভোরের আকাশ/মো.আ.
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:৫৬ পিএম
নবাবগঞ্জে জামায়াতের বিক্ষোভ
পিআর ছাড়া নির্বাচন মানবে না জনগণ। জুলাই সনদ বাস্তবায়ন ও সংস্কার ছাড়া কোনো নির্বাচন বাংলার জমিনে হবে না। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ। তারা আইনশৃংখলা সামলাতে পারেনি। এসব দাবি নিয়ে নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এক বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় বাগমারা স্কুলের সামনে থেকে নবাবগঞ্জ গোল চত্বর পর্যন্ত মিছিলটি প্রদক্ষিণ করে। পরে তারা নবাবগঞ্জ গোল চত্বরে সমাবেশ করে বিভিন্ন দাবি তুলে ধরেন।নবাবগঞ্জ উপজেলা জামায়তের আমীর মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১ আসনের(দোহার-নবাবগঞ্জ) সংসদ সদস্য প্রার্থী ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ব্যারিষ্টার নজরুল ইসলাম। বাগমারা থেকে ১৪ টি ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীরা সমবেত হয়ে ব্যানার ফেষ্টুন ও দাড়িপাল্লা প্রতীক নিয়ে মিছিলে অংশ নেয়।নবাবগঞ্জ গোলচত্বর সমাবেশে নজরুল ইসলাম বলেন, পিআর পদ্ধতি ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। কালো টাকার প্রভাব ও দুর্নীতি প্রতিরোধে এ প্রক্রিয়া ছাড়া জনগণের আশা পূরণ হবে না। একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে গেছে। তারা পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথে হাটতে চায়। তারা রাতে ভোট মেরে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্নে বিভোর। তাঁদের সে আশা কখনোই পূরন করতে দেবে না জানগণ।জামায়াতের এ নেতা বলেন, ছাত্রজনতার রক্ত মাড়িয়ে বর্তমান সরকার ক্ষমতায় বসেছে। তারা দেশের আইনশৃংখলা ঠিক করতে পারেনি। এ ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সংস্কার ছাড়া এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। তিনি দোহার নবাবগঞ্জের মানুষের জন্য শান্তি ও উন্নয়ন টেকসই করতে দাড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান।ব্যারিষ্টার নজরুল বলেন, কোনো চাঁদাবাজ ও দখলদারদেরকে আপনারা ভোট দিবেন না। জামায়াত যদি কারো বাড়ি দোকানপাট ও প্রতিষ্ঠান দখল করে থাকে এমন একটি প্রমাণ হাজির করুন। প্রকাশ্যে তার বিচার হবে।এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সহকারি সেক্রেটারী জেনারেল এবিএম কামাল হোসাইন, দোহার উপজেলা সভাপতি ডা. শহিদুজ্জামান, সেক্রেটারী মাওলানা নুরে আলম ঝিলু, হাফেজ আব্দুল ওয়াহাব দোহারী প্রমুখ।ভোরের আকাশ/মো.আ.
২৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:২৬ পিএম
স্কুল-খেলার মাঠ দখলের প্রতিবাদে সাঁওতালদের সমাবেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ দখলের প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে ‘আদিবাসী’ সাঁওতালরা।শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়পুরপাড়া (বাগদাফার্মে) অভিভাবক ও শিক্ষার্থীরা সমাবেশ করে।ভূমিদস্যুরা আদিবাসী সাঁওতাল শিশুদের বিদ্যালয় ভাঙচুর ও ছাত্র-ছাত্রীদের নির্যাতন করে স্কুলে যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে। তারা স্কুল ও খেলার মাঠ দখলের পাঁয়তারা করছে।সমাবেশ বক্তারা বলেন, আতাউর রহমান সাবুর নেতৃত্বে ভূমিদস্যুরা আদিবাসী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসায় বাধা প্রদান করছে। ফলে শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি সন্ত্রাসীরা মাঠে শিশুদেও খেলতেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তারা স্কুলের আসবাবপত্র নষ্ট করে অভিভাবকদের হুমকিও দিচ্ছে।সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন গৌর পাহাড়ী, আদ্রিযাস মুরমু, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, আব্দুল আজিজ, শারমিন মারডি, হায়দার আলী, ব্রিটিশ সরেন প্রমুখ।বক্তারা ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও আদিবাসী শিশুদের স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত করার জোর দাবি জানান।ভোরের আকাশ/জাআ
২০ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১২ পিএম
শ্রীপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
গাজীপুরের শ্রীপুরে অধ্যাপক রফিকুল ইসলাম একাডেমি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বেলা ১১ টায় মাওনা চৌরাস্তাস্থিত বিদ্যালয় অডিটরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।অধ্যাপক রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর ইউসিসিএ’র সভাপতি এসএম মাহফুল হাসান হান্নান।ছবি: ভোরের আকাশপ্রধান অতিথি তার বক্তব্যে ডা. বাচ্চু বলেন, “একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিশেষ করে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি হতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় শিক্ষার্থীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে পারে।” এ সময় তিনি বিগত সরকারের সময়ে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের বিষয়টিও তুলে ধরেন।অধ্যাপক রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “আমাদের প্রতিষ্ঠানে শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”এসময় প্রতিষ্ঠানের অভিভাবক, ছাত্র শিক্ষক উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/তা.কা
২০ সেপ্টেম্বর ২০২৫ ০৪:০৮ পিএম
জিয়ানগরে নারী নেতৃত্ব সম্প্রসারণে বিএনপির সমাবেশ
সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নারী নেতৃত্বের অংশগ্রহণ ও সম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে পিরোজপুরের জিয়ানগরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জিয়ানগর উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন।সভায় সভাপতিত্ব করেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি মো. ফরিদ আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ, জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগম ও সিনিয়র সহ-সভাপতি মিসেস তামান্না জামান, যুগ্ম সাধারণ সম্পাদক রেহেনা হাফিজ।অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নারীদের সামাজিক ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত করা। বিএনপির আন্দোলন-সংগ্রামে নারীদের সক্রিয় অংশগ্রহণ কেবল দলকেই শক্তিশালী করবে না, বরং দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনেও বিরাট ভূমিকা রাখবে।তিনি আরো বলেন, নারী সমাজকে বাদ দিয়ে কোনো আন্দোলন বা সংগ্রাম সফল হতে পারে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে নারীর ক্ষমতায়ন ও রাজনৈতিক অংশগ্রহণকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়ানগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন ও মাস্তান হাফিজ।সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/জাআ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা শাখার যৌথ উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।ছাত্রফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে এতে বক্তব্য দেন নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন শিল্পী, একুশে টেলিভিশন গাইবান্ধা জেলা প্রতিনিধি আফরোজা লুনা, ছাত্রফ্রন্টের গাইবান্ধা সরকারি কলেজ শাখার আহ্বায়ক কলি রানী বর্মন, সংগঠক মোখলেছুর রহমান, কল্লোল বর্মন প্রমুখ।বক্তারা বলেন, গত ৪ সেপ্টেম্বর রাতে সুন্দরগঞ্জের প্রত্যন্ত একটি গ্রামের এক স্কুলছাত্রীকে প্রতিবেশী ফুফা সজিব ও তার কয়েকজন বন্ধু মিলে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। পরে পুলিশ ও স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে। সেই গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। অথচ ঘটনার এতদিন পেরিয়ে গেলেও জড়িতরা এখনো ধরাছোঁয়ার বাইরে।বক্তারা অবিলম্বে ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসঙ্গে সারা দেশে মব সন্ত্রাস, সাইবার বুলিং বন্ধসহ সব মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান বক্তারা। শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।ভোরের আকাশ/মো.আ.
০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০২ পিএম
বেনাপোলে জামায়াতে ইসলামীর গণসমাবেশ অনুষ্ঠিত
যশোরের সীমান্তবর্তী স্থল বন্দর বেনাপোল পৌর কমিটির আয়োজনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বেনাপোল পৌর কমিটির সভাপতি হযরত মাওলানা মো:রিয়াছাত আলী সভাপতিত্বে শনিবার (৩০ আগষ্ট ) বিকাল ৩ টায় বেনাপোল বহুমূখী বিদ্যালয় প্রাঙ্গণে এ গন সমাবেশ অনুষ্ঠিত হয়।বেনাপোল পৌর কমিটির সেক্রেটারী নুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্যও যশোর-৮৫,শার্শা-১,গণমানুষের নেতা এবং মনোনীত এমপি প্রার্থী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা হাবিবুর রহমান জেলা নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা,অধ্যাপক গোলাম কুদ্দুস সহকারী সেক্রেটারি,বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা,হযরত মাওলানা রেজাউল করিমসহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর রেজাউল ইসলাম থানা আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখা, হযরত মাওলানা ইউসুফ আলী থানা সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী বেনাপোল পোর্ট থানা শাখা।সমাবেশে প্রধান অতিথি বলেন আমরা এমন একটি বাংলাদেশ চাই—যেখানে মানুষের ভোটা ধিকার থাকবে,ন্যায়বিচার থাকবে।শান্তিপূর্ণ,গণতান্ত্রিকএবং ইসলাম পন্থী আন্দোলনের মধ্য দিয়েই এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।বাংলাদেশ জামায়াত ইসলামী সকল ধর্ম-বর্ণ ও গোষ্ঠীর শান্তিকে বার্তা দিয়ে বৈষম্যহীন রাষ্ট্র গঠনে কাজ করছে।সেদিকে লক্ষ রেখে এজন পদকে রক্ষা কর তে হবে। তিনি আরো বলেন ফ্যাসিবাদ সরকারের মাধ্যমে আয়না ঘর, গুম, হামলা মামলা চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। পিআর পদ্ধতি মাধ্যমে সরকার গঠন করতে পারলে সেখানে বিরোধী দিল থাকবে ও সরকার গঠন করলে ফ্যাসিবাদ সরকার ব্যবস্থা তাহলে আর কায়েম করতে পারবে না। অপশক্তি আইন গুলো তৈরি করতে পারবে না। তাই পিয়ার পদ্ধতির বিকল্প কিছুই নাই। জামাত চাই নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পন্থায় ১৮ কোটি মানুষের অধিকার। নাগরিক অধিকারও সম্মান করতে। দেশটাকে সমৃদ্ধ শান্তির দেশে পরিণত করতে। যদি আমি মানুষের খেদমতে সুযোগ পাই তাহলে দুর্নীতি মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।নারীরা যেন সম্মানের সাথে থাকতে পারে নিরাপদ চলাফেরা করতে পারে, এই পরিবেশ গড়ে তুলবো। সরকারি খাল এবং নদী অবৈধভাবে দখল মুক্ত করব এবং বন্যাত্য এলাকার স্থায়ী সমাধানবের করব।দুর্নীতি,সন্ত্রাস চাঁদাবাজি মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো।এছাড়া সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেদী হাসান,বেনাপোল পোর্ট থানা শাখা কমিটির সভাপতি। মাওলানা মো:ইলিয়াস হোসেন,বেনাপোলে বিশিষ্ট ব্যবসায়ি জনাব মতিয়ার রহমান মুজিবর রহমান ইয়াকুব আলি উচমানগনি বাজারের বিশিষ্ট ব্যাবসায়ি প্রমুখ।সমাবেশটি সফল করতে বেনাপোল পোর্ট থানা শাখা কমিটিও বেনাপোল পৌর শাখার ৯টি ওয়াড কমিটির বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতা কর্মী মিছিলে অংশ নেয়।ভোরের আকাশ/তা.কা
৩১ আগস্ট ২০২৫ ১০:০৩ এএম
শ্রীপুরে স্মরণসভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
গাজীপুরের শ্রীপুরের গাজীপুর উচ্চবিদ্যালয়ে মরহুম আলহাজ অ্যাডভোকেট আফতাব উদ্দিন আহম্মেদের স্মরণসভা উদযাপন উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আ. মোতালেব এবং সদস্য সচিব খাইরুল কবির মন্ডল আজাদ।গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি প্রফেসর জসিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং এড মামুনুর রশিদ ও মোতাহার হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন— শ্রীপুর ইউসিসিএ’র চেয়ারম্যান এস. এম. মাহফুল হাসান হান্নান, হাজী ছোট কালিম উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ মো: নুরুল ইসলাম,গাজীপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক মনি, আইনউদ্দিন মাস্টার,ও মহিলা অভিভাবক মাজেদা আক্তার ও বিএনপির যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল প্রমুখ।অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।বিদ্যালয়ের প্রয়াত দাতা প্রতিষ্ঠাতা,শিক্ষক, কর্মচারী,ছাত্র ও অভিভাবকদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।ভোরের আকাশ/মো.আ.
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদ ও তিন দফা দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা।শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম প্রেসক্লাব সামনে কুড়িগ্রাম জেলা সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে শিক্ষার্থী সোহানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন শেখ মাহমুদ, আহমাদ তালুকদার, মুস্তাঈন আহমেদ, রাসেল রাজ প্রমুখ।বক্তারা বলেন, জাতিসংঘের এই কার্যালয় দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। পাহাড়ে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়ার পাশাপাশি সমকামিতা ও পতিতাবৃত্তির মতো অশ্লীলতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হবে। মৃত্যুদণ্ড বিরোধী অবস্থানের কারণে খুন, ধর্ষণসহ গুরুতর অপরাধের বিচারেও প্রভাব ফেলতে পারে সংস্থাটি। এতে অপরাধ বাড়বে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে।তারা অভিযোগ করেন, কথিত বাকস্বাধীনতার নামে জাতিসংঘ ধর্মীয় অবমাননার ঘটনায় বরাবরই নীরব থেকেছে। এতে দেশে শাতিমদের পুনরুত্থান ঘটার আশঙ্কা রয়েছে। শিক্ষার্থীদের মতে, সাধারণত যুদ্ধবিধ্বস্ত দেশে এই কার্যালয় স্থাপিত হয়। বাংলাদেশে এটি হলে দেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন হবে।সমাবেশ থেকে তিন দফা দাবি জানানো হয়, নবীজি (সা:) সম্পর্কে কটূক্তির শাস্তি মৃত্যুদণ্ডসহ ধর্ম অবমাননায় সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের অনুমোদন চুক্তি বাতিল এবং সরকার যেন স্পষ্টভাবে সমকামিতা, পতিতাবৃত্তি ও বিচ্ছিন্নতাবাদী প্রস্তাব প্রত্যাখ্যান করে সার্বভৌমত্ব রক্ষায় নিশ্চয়তা প্রদান করতে হবে।ভোরের আকাশ/মো.আ.