দাবি বাস্তবায়নের নতুন কেন্দ্র হবে কাকরাইল মোড়: রইছ উদ্দিন
জবি শিক্ষার্থীদের দাবি পূরণ না হলে কাকরাইল মোড় জনদাবি বাস্তবায়নের নতুন কেন্দ্রে পরিণত হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ উদ্দিন। শুক্রবার (১৬ মে) কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক রইছ উদ্দিন বলেন, এ দেশের প্রত্যেকটা নাগরিক তাদের অধিকার প্রত্যাশা করে। তিন দিন ধরে আমার শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে বসে দাবি আদায়ের জন্য আন্দোলন করছে। কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে কোনো সমাধান আসেনি। অথচ চাইলে প্রথম দিনই তার সমাধান করা যেত।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিপীড়িত, বঞ্চিত ও নিষ্পেষিত। আমরা এমন এক স্থানে উপনীত হয়েছি, যেখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নেই। আমাদের দাবি পূরণ না হলে এই কাকরাইল মোড় আরেকটি জনদাবি বাস্তবায়নের কেন্দ্রে পরিণত হবে। আমাদের রক্তের ওপর প্রতিষ্ঠিত সরকার যদি হুমকি ধামকি দেয়, আমরা সেটাকে রুখে দেব।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ শুক্রবার সকাল ১০টায় কাকরাইল মোড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক–শিক্ষার্থী এবং প্রাক্তন শিক্ষার্থীদের সমাবেশ হওয়ার কথা ছিল। তবে সেটি সাড়ে ১১টার দিকে শুরু হওয়ার কথা জানিয়েছেন রইস উদ্দিন।
ঘোষণা অনুযায়ী, জুমার নামাজের পর থেকে শিক্ষক ও শিক্ষার্থীরা মিলে গণ–অনশনে বসবেন। আর সেই সমাবেশে যোগ দিতে পর্যায়ক্রমে বাসে আসছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে লংমার্চ নিয়ে যাওয়ার সময় কাকরাইলে পুলিশের বাধার মুখে পড়েন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশিত হতে পারে। শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ তারিখ প্রস্তাব করেছে। এই প্রস্তাব অনুমোদন পেলে আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) ফল প্রকাশ করা হবে। তবে এখনো ফল দেখার পদ্ধতির আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, এবারও ফল দেখার নিয়মে কোনো পরিবর্তন আসছে না। আগের নিয়ম অনুযায়ীই শিক্ষার্থীরা অনলাইনে ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।সে অনুযায়ী, এসএসসি ও সমমনা পরীক্ষার ফলাফল দেখা যাবে শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-তে গিয়ে। সেখানে পরীক্ষার নাম (এসএসসি), বোর্ডের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার সাল (২০২৫) দিয়ে সাবমিট করলে ফলাফল দেখা যাবে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে সাধারণ শিক্ষা বোর্ডের ফল জানতে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং এরপর পরীক্ষার সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: SSC DHA 123456 2025 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। ফিরতি মেসেজে ফলাফল জানিয়ে দেওয়া হবে।আর মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীদের ফল জানাতে হলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে। প্রি-রেজিস্ট্রেশনের নিয়ম হলো : Dakhil লিখে স্পেস দিয়ে MAD লিখে স্পেস দিয়ে রোল নম্বর এবং সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: Dakhil MAD 123456 2025। ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই প্রি-রেজিস্টার করা নম্বরে ফল পৌঁছে যাবে। কারিগরি বোর্ডের ফল জানতে হলে টাইপ করতে হবে: SSC TEC রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।শিক্ষার্থীরা চাইলে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজ নিজ ফলাফলসহ রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবেন। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখতে হলে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।ভোরের আকাশ/এসএইচ
আগামীর বাংলাদেশের অর্থনীতির ভীতকে আরো মজবুত করতে বুটেক্সের শিক্ষার্থীদের টেক্সটাইল শিল্প সংশ্লিষ্ট শিক্ষা ও গবেষণায় আরো বেশি মনোযোগী হওয়ার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বুটেক্সের ৫১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। দেশের একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে নবীন-প্রবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো ক্যাম্পাস।প্রতিষ্ঠানের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের রপ্তানিখাতের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি বিশ্ববাজারে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের জন্য টেক্সটাইল শিল্পে আরো বেশি দক্ষ মানবসম্পদ সরবরাহে বুটেক্স তার শীর্ষস্থান ধরে রাখবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের। শিক্ষাজীবনে নিজেদেরকে শিক্ষা ও গবেষণায় সর্বাধিক মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।তিনি বলেন, তৃতীয় বিশ্বের দেশ হওয়ায় শিক্ষার্থীদের চাহিদার সঙ্গে জোগানের অনেক সময় ঘাটতি থাকতে পারে। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে শিক্ষক এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করেই সমাধানের ওপর জোর দেন তিনি। বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের শীর্ষ সংগঠন আইটিইটি (ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজি)’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, আইইবি (ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) এর টেক্সটাইল ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ সেলিম এবং অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সিআইপি।ভোরের আকাশ/এসএইচ
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশের সম্ভাবনা রয়েছে।সোমবার (৭ জুলাই) সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ সম্ভাবনার কথা জানিয়েছেন।বোর্ড সূত্রে জানা গেছে, ফলাফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। এ ছাড়া নির্ধারিত ফরম্যাটে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এ ছাড়া মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। আর কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।ভোরের আকাশ/এসএইচ
রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে সাংবাদিক সমিতির সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে কলেজ প্রশাসন। বৃহস্পতিবার (৩ জুলাই) কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শামছুন নাহারের স্বাক্ষরিত এক অফিসিয়াল নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়।নোটিশে বলা হয়েছে, সাংবাদিক সমিতি বর্তমানে একটি পুনর্গঠন ও গঠনতন্ত্র অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমিতির সব কার্যক্রম, সংবাদ প্রকাশ, অডিও-ভিডিও পাঠানো ইত্যাদি স্থগিত থাকবে।এছাড়া কলেজের নাম ব্যবহার করে সাংবাদিক সমিতির ব্যানারে যে কোনো ধরনের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে। সিদ্ধান্তটি কলেজের সব বিভাগীয় প্রধানের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দিতে বলা হয়েছে।অধ্যক্ষের সাফ বক্তব্য, “ইডেন কলেজ সাংবাদিক সমিতিকে ভবিষ্যতে আরও অন্তর্ভুক্তিমূলক করতে হবে। আমি চাই, প্রতিটি বিভাগের প্রতিনিধিত্বে একটি পূর্ণাঙ্গ ও নিয়মতান্ত্রিক কমিটি গঠিত হোক।”সাংবাদিক সমিতির কার্যক্রম স্থগিতের বিষয়ে সংগঠনটির আহ্বায়ক স্মৃতি আক্তার বলেন, “উপসচিব সংক্রান্ত একটি ঘটনা নিয়ে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে, যা পুরোপুরি অযৌক্তিক। সমিতির সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত দুঃখজনক।”অপরদিকে অধ্যক্ষ সামছুন নাহার জানান, “সাংবাদিক সমিতির আহ্বায়করা আমার কাছ থেকে কথা নিয়েছিল—ভিকটিমদের সামনে উপসচিব ক্ষমা চাইলে বিষয়টি সমাধান হবে। কিন্তু সেই ঘটনা রেকর্ড করে মিডিয়ায় প্রচার করায় আমাকে বিব্রত হতে হয়েছে। পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেই সংবাদ দেখিয়ে আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন। এতে আমার মর্যাদাহানি হয়েছে।”তিনি আরও বলেন, “বর্তমান আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ নয়। আমি চাই, প্রতিটি বিভাগ থেকে একজন করে প্রতিনিধি নিয়ে অন্তর্ভুক্তিমূলক নতুন কমিটি গঠিত হোক। ততক্ষণ পর্যন্ত এই আহ্বায়ক কমিটি কোনো কাজ করতে পারবে না।”প্রসঙ্গত, ইডেন কলেজ সাংবাদিক সমিতি শিক্ষার্থীদের গণমাধ্যম চর্চার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত ছিল। তবে সাম্প্রতিক সিদ্ধান্তে সেটির ভবিষ্যৎ কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।ভোরের আকাশ//হ.র