ভোরের আকাশ ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫ ১২:২১ এএম
ছবি: সংগৃহীত
আগামীর বাংলাদেশের অর্থনীতির ভীতকে আরো মজবুত করতে বুটেক্সের শিক্ষার্থীদের টেক্সটাইল শিল্প সংশ্লিষ্ট শিক্ষা ও গবেষণায় আরো বেশি মনোযোগী হওয়ার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বুটেক্সের ৫১তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। দেশের একমাত্র টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে নবীন-প্রবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো ক্যাম্পাস।
প্রতিষ্ঠানের ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে নবীনবরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের রপ্তানিখাতের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি বিশ্ববাজারে নিজেদের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারণের জন্য টেক্সটাইল শিল্পে আরো বেশি দক্ষ মানবসম্পদ সরবরাহে বুটেক্স তার শীর্ষস্থান ধরে রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের। শিক্ষাজীবনে নিজেদেরকে শিক্ষা ও গবেষণায় সর্বাধিক মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, তৃতীয় বিশ্বের দেশ হওয়ায় শিক্ষার্থীদের চাহিদার সঙ্গে জোগানের অনেক সময় ঘাটতি থাকতে পারে। শিক্ষার্থীদের যে কোনো সমস্যা সমাধানে শিক্ষক এবং অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা করেই সমাধানের ওপর জোর দেন তিনি।
বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের শীর্ষ সংগঠন আইটিইটি (ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজি)’র আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার, আইইবি (ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) এর টেক্সটাইল ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ সেলিম এবং অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান সিআইপি।
ভোরের আকাশ/এসএইচ