ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ০৩:০৭ পিএম
ছবি: ভোরের আকাশ
গাজীপুরের শ্রীপুর উপজেলা সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে অতিরিক্ত টাকা আাদায়ের অভিযোগ উঠেছে। দলিল লিখক জাকারিয়া মোড়ল এ ব্যাপারে জেলা সাব রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছে। এদিকে আজ বুধবার সাব রেজিস্ট্রার সোহেল রানার অতিরিক্ত ঘুষ বন্ধের দাবীতে শাট ডাউন কর্মসূচি পালন করছে দলিল লিখক ভেন্ডার সমিতি।
সকাল থেকেই দলিল লিখা বন্ধ থাকায় চরম বিপাকে পারেছে জমি ক্রেতা ও বিক্রেতারা।
দলিল লিখক সমিতির সভাপতি এমদাদ মন্ডল জানান,সাব রেজিস্ট্রারের অনিয়ম চরম মাত্রায় পৌছেছে।উপায়ন্তর না পেয়ে আন্দোলনে নামতে হয়েছে।
সাব রেজিস্ট্রার সোহেল রানা জানান, আমি কোন অনিয়ম করিনি, আগে হতো। অনিয়ম বন্ধ করায় ক্ষেপেছে দলিল লিখকগন।
ভোরের আকাশ/আজাসা